পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জস্থ এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে আজ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের (ভিএসএ) বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভার শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন মোঃ আল আমিন হুযাইফা ,এরপর পবিত্র গীতা পাঠ করেন সুজন ঘরামী।
স্বাগত বক্তব্য দেন ১১ তম ব্যাচের লেনিন মজুমদার । আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক মোঃমহসিন শিকদার , দপ্তর সম্পাদক দেবাশিষ চন্দ্র দাশ, সহ-সভাপতি মোঃ রকিবুল ইসলাম রুবেল , সদস্য রাজীব নন্দী সহ প্রমুখ। এরপর এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিগত বছরের কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি ভেটেরিনারি পেশার উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশনের(বিভিএসএফ) এর কোষাধাক্ষ্য মোঃ খলিলুর রহমান সকলকে সাধারন সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । নতুন ব্যাচের আগমন উপলক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন । এছাড়া এসোসিয়েশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
Vetsbd Livestock related only Bangla blog