৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল  প্রকাশিত হয়েছে আজ 


এবারে বিসিএস প্রাণী সম্পদ ক্যাডারে মোট ১৮০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। পিএসসি কর্তৃক সুপারিশকৃ্ত পদ গুলো  হলো ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রভাষক, এপিও এবং পিডিও ।

উল্লেখ যে, পিএসসি ভুল করে বিসিএস প্রাণী সম্পদের স্থলে লিখেছে পশু সম্পদ।

Download (PDF, 890KB)

লেখকঃ মোঃ গোলজার হোসেন

মোঃ গোলজার হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে ডি.ভি.এম. (২০১০) এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ থেকে এম.এস. ইন মাইক্রোবায়োলজি (২০১২) ডিগ্রী অর্জন করে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি পি.এইচ.ডি. করার জন্য জাপান সরকারের মেক্সট স্কলারশিপ নিয়ে ওসাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনে ভাইরোলজি বিষয়ে গবেষনা করছেন।

এটাও দেখতে পারেন

Come Somministrare Correttamente le Iniezioni di Corticosteroidi

Le iniezioni di corticosteroidi sono un trattamento comune per molte condizioni inflamatorie e autoimmuni. Tuttavia, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.