একটি পোল্ট্রী ফার্মের জীব-নিরাপত্তা তদন্ত পত্র
(পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীব-নিরাপত্তা নির্ণয়)
১। গেট বা প্রবেশ পথ কয়টি ?
ক) এক টি খ) অনেক গ) অনেক কিন্ত একটা মাঝে মাঝে ব্যবহার করা হয় ঘ) কোন নিয়ন্ত্রন নেই ।
২। প্রধান গেট বা নিরাপত্তা পোষ্ট এর আশে পাশের অঞ্চল কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
৩। মেইন গেটে ফুট বাত বা ফুট ওয়াশিং ট্যাপ এর কার্য ।
ক) খুব ভালো পালন করা হয় খ) আংশিক পালন করা হয় গ) সঠিক ভাবে পালন করা হয় না ।
৪। প্রধান গেটের গোসল খানা কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
৫। দীন মুজুরদের পোশাক বা ইউনিফর্ম কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ )ভালো না ।
৬। গোসলখানার স্প্রে ।
ক) ভালো ভাবে হয় খ) মাঝে মাঝে হয় গ) সঠিক ভাবে হয় না ।
৭। প্রত্যেকে গোসলের সময় ডিটল বা স্যভলন সবান দিয়ে গোসল করে কি ?
ক) হ্যাঁ খ) না ।
৮। গোসলখানায় পর্য়াপ্ত তাওয়াল বা লুঙ্গি আছে কি না ?
ক) হ্যাঁ খ) না ।
৯। অফিস রুম, ষ্টোর,এবং গোডাউন কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
১০। শেডের ইউনিফর্ম কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ)ভালো গ)মোটামুটি ভালো ঘ) ভলো না ।
১১। ফার্ম স্টাফদের জন্য ফার্ম এর ভিতর পর্য়াপ্ত স্যান্ডেল আছে কিনা ?
ক) হ্যাঁ খ) না ।
১২। ডিম রুম কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ)ভালো গ)মোটামুটি ভালো ঘ)ভালো না ।
১৩। ফার্ম ,হেচারীর ট্রে এবং বক্স কেমন পরিষ্কার এবং জীবানু মুক্ত ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
১৪। শেডের আশে পাশে কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ)ভালো গ)মোটামুটি ভালো ঘ)ভালো না ।
১৫। শেডে ঢুকার পূর্বে ফুট বাত বা পানির ট্যাপ ব্যবহার ।
ক) ভালো ভাবে হয় খ) মাঝে মাঝে হয় গ) সঠিক ভাবে হয় না ।
১৬। মৃত মুরগি ডিসপোস হয় ।
ক)খুব ভালো ভাবে করা হয় খ) আংশিক ভাবে করা হয় গ) সঠিক ভাবে করা হয় না ।
১৭। বাউন্ডারীর বেড়া কেমন ?
ক) খুব ভালো খ) ভালো গ) কিছু মেরামতের প্রয়োজন ঘ) বেশী ভালো না ।
১৮। বাউন্ডারীর বেড়া কি চিকেন ম্যাস দিয়ে ঘেরা ?
ক) হাঁ খ) না ।
১৯। ফার্মের আশে পাশে কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২০। ফার্মের ভিতরের পায়খানা কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২১। ফার্মের ডাইনিং রুম কেমন পরিষ্কার ?
ক)খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২২। ফার্মের আবাসিক অঞ্চল কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২৩। রান্নার উচ্ছিটাংশ বা অন্যান্য ময়লা কিভাবে ডিসপোস করা হয় ।
ক) খুব ভালো ভাবে করা হয় খ) আংশিক ভাবে করা হয় গ) সঠিক ভাবে করা হয় না ।
২৪। আবাসিক রান্না ঘর ,ডাইনিং রুমের আশে পাশে কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২৫। ষ্টাফ কোয়াটার কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২৬। সুপারভাইজার, ওয়ারকার, এবং সিকিউরিটি গার্ডের টয়লেট কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২৭। জেনারেটর এবং জেনারেটর রুম কেমন পরিষ্কার ?
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
২৮। ফার্মের ঘাসের অবস্থা কেমন ?
ক) নিয়মিত কাটা হয় খ) মাঝে মাঝে কাটা হয় গ) সময় মতো কাটা হয় না ঘ) কাটা হয় না ।
২৯। ইঁদুর নিধন ।
ক) খুব ভালো খ) ভালো গ) মোটামুটি ভালো ঘ) ভালো না ।
৩০। বন্য কুকুরের আনাগুনা কেমন ?
ক) অনেক খ) কম গ) কদাচিৎ ঘ) নাই ।
৩১। বন্য পাখি আনাগুনা কেমন ?
ক) অনেক খ) কম গ) কদাচিৎ ঘ) নাই ।
৩২। মাছির উপদ্রব কেমন ?
ক) অনেক খ) কম গ) কদাচিৎ ঘ) নাই ।
৩৩। শেডের ভিতর এবং বাহির জীবানু নাশক স্প্রে করা হয় ।
ক) প্রত্যেক দিন খ) মাঝে মাঝে গ) কদাচিৎ ঘ) করা হয় না ।
৩৪। গেট পাস বা নাইট পাস ।
ক) অনেক খ) কম গ) খুব কম ঘ) প্রতি সপ্তাহে___জন ।
৩৫। ইঁদুরের গর্ত ।
ক) আছে খ) নাই ।
জীব-নিরাপত্তা বৃদ্ধির জন্য মন্তব্য বা পরামর্শ ।
১।
২।
৩।
৪।
তদন্ত কমিটির সাক্ষরঃ