ঃ বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে, এতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিশোর রায় কে সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মানিকুজ্জামান মানিক কে সাধারন সম্পাদক ও পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃখলিলুর রহমান কে ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন –
সহ সভাপতি- মোঃরাহাদুজ্জামান আকান্দ -বাকৃবি
যুগ্ম –সাধারন সম্পাদক-
১। মোঃমুস্তাফিজুর রহমান পাপ্পু –পবিপ্রবি
২। আব্দুল্লাহ আল নোমান – সিভাসু
৩। রইস আল রেজয়ান –সি্কৃবি
৪। মোতালেব আলি
৫। মোঃ রফিকুল ইসলাম – হাবিপ্রবি
৬। মোঃ হাবিবুর রহমান রতন
৭। মোঃ তুহিনুর রহমান –বশেমুরকৃবি
সাংগঠনিক সম্পাদকঃ
১।আসাদুল্লাহ আল গালিব – সিভাসু
২। মইনুদ্দীন রুবেল —
৩। জয় প্রকাশ রায় – সিকৃবি
৪।রুবাইয়াত বিনতে হাসান – সিভাসু
৫। মারুফ উল মুস্তাকিম
৬। রিয়াজ আল মাহমুদ – পবিপ্রবি
৭।মোঃ সাইফুর রহমান
৮। মোঃ সুলাইমান সরকার
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুপুর ধর ।
দপ্তর সম্পাদক আসমাউল ইকবাল মৃদুল -বাকৃবি
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ তালুকদার ।
সমাজকল্যান বিষয়ক সম্পাদক তানজির হোসাইন।
বিশ্বস্ত সুত্রে জানা যায় অতি সত্বর পূর্নাঙ্গ কমিটি প্রকাশিত হবে ।
শুভ কামনা রইল তোমাদের প্রতি।
ধন্যবাদ মইন ভাই ,
Veterinary Student