জাম্বু ঘাস চাষের কিছু তথ্য
- ৬ থেকে ৮ বার/বছর কাটা যায়।
- বেলে দোআঁশ/এটেল মাটি ভাল।
- ৪-৫ বার চাষ মই দিয়ে মাটি তৈরী করতে হবে।
- জমি তৈরীর সময় পুরো গোবর সার ,টিএসপি,এমপি দিতে হবে।
- আর্ধেক ইউরিয়া গাছ গজানোর ১৫ দিন পর এবং আর্ধেক ইউরিয়া ১ম কাটিং এর পর।
- ঘাস কাটার পর ইউরিয়া ও সেচ ফলন বাড়ায়।
- সেপ্টেম্বর থেকে অক্টোবর ভাল সময় বীজ বপনের।
- সারি-সারি ১০ ইঞ্চি , বীজ থেকে বীজ ৬ ইঞ্চি এবং ২টি বীজ/গর্ত।
- সারিতে বপন ৩ কেজিবীজ/একর এবংছিটিয়ে বপন ৪ কেজিবীজ/একর।
- ৫০ দিন পর ১ম কাটিং,তারপর ২৫ দিন পরপর কাটতে হবে।
- ৫ কেজি ঘাস/গরু/দিন(কয়েক বারে)খাওয়াতে হবে।
- সেচ,বৃষ্টি ও ইউরিয়া প্রয়োগের পর ৬ দিন ঘাস ব্যবহার না করা ভাল।
- উৎপাদন ২০টন/একর/বছর।
গোবর সার | ২০০-২৫০ কেজি/একর |
ইউরিয়া | ২০-৩০ কেজি/একর |
টিএসপি | ১৫-২০ কেজি/একর |
এমপি | ১৫-২০ কেজি/একর |