জাম্বু ঘাস চাষের কিছু তথ্য

জাম্বু ঘাস চাষের কিছু তথ্য


  • ৬ থেকে ৮ বার/বছর কাটা যায়।
  • বেলে দোআঁশ/এটেল মাটি ভাল।
  • ৪-৫ বার চাষ মই দিয়ে মাটি তৈরী করতে হবে।
  • জমি তৈরীর সময় পুরো গোবর সার ,টিএসপি,এমপি দিতে হবে।
  • আর্ধেক ইউরিয়া গাছ গজানোর ১৫ দিন পর এবং আর্ধেক ইউরিয়া ১ম কাটিং এর পর।
  • ঘাস কাটার পর ইউরিয়া ও সেচ ফলন বাড়ায়।
  • সেপ্টেম্বর থেকে অক্টোবর ভাল সময় বীজ বপনের।
  • সারি-সারি ১০ ইঞ্চি , বীজ থেকে বীজ ৬ ইঞ্চি এবং ২টি বীজ/গর্ত।
  • সারিতে বপন ৩ কেজিবীজ/একর এবংছিটিয়ে বপন ৪ কেজিবীজ/একর।
  • ৫০ দিন পর ১ম কাটিং,তারপর ২৫ দিন পরপর কাটতে হবে।
  • ৫ কেজি ঘাস/গরু/দিন(কয়েক বারে)খাওয়াতে হবে।
  • সেচ,বৃষ্টি ও ইউরিয়া প্রয়োগের পর ৬ দিন ঘাস ব্যবহার না করা ভাল।
  • উৎপাদন ২০টন/একর/বছর।
 গোবর সার  ২০০-২৫০ কেজি/একর
 ইউরিয়া  ২০-৩০   কেজি/একর
 টিএসপি  ১৫-২০   কেজি/একর
 এমপি  ১৫-২০   কেজি/একর

 

লেখকঃ ডা.মু. সাইদুজ্জামান(পলাশ)

Regional Sales Manager,Century Agro Ltd;Ex-Area Executive,ACI Godrej,Ex-Farm Executive,Kazi Farms Group;Ex-Manager(Technical);Prime Care&Krishi Pannya Feed;Ex-Livestock Officer,RDRS Bangladesh(CLP),Ex-Trainer,UDDIPON;DVM from BAU , Present address:Santinagar,Joypurhat. Permanent address: Islambag (chini masjid); saidpur; nilphamari, E-mail: tasaidvm81@gmail.com, Cell phone-01755635268&01190909775

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.