পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সৃজনীবিদ্যানিকেতনের মাধ্যমিক পর্যায়ে ২০১৩ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বর্নপদক প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সৃজনীবিদ্যানিকেতন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ, সহযোগী অধ্যাপক ড. মায়নুল হাসান, সহকারী অধ্যাপক ড. আলমগীর কবির। সৃজনীবিদ্যানিকেতনের অধ্যক্ষ তপন কুমার দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তৃতা করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, শিক্ষিকা পারভীন নাহার, শিক্ষার্থীদের পক্ষে মোহনা রহমান, জিপিএ ৫ প্রাপ্ত লামিয়া সুলতানা প্রমুখ।
এ সময় সৃজনীবিদ্যানিকেতনের প্রথম বারের মত এইচএসিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, জিপিএ ৫ প্রাপ্ত ১৮জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্বর্নপদক প্রদান করা হয়েছে।