বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ডিন প্রফেসর ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন এসময়ে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম. মোস্তফা জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর আলী আজগর ভূইয়া, বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, রেজিস্ট্রার মো: নওয়াব আলী, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, জাহিদ হাসান, লিটন চন্দ্র সেন, সেকশন অফিসার মোঃ লুৎফর রহমান, জাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জসিম উদ্দীন বাদল, ছাত্রদের পক্ষ থেকে ইব্রাহিম কবির ও আলী আদনান প্রমুখ। সন্ধ্যা ৭টায় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ছাত্রদের পরিবেশিত নাটক ইউনিভার্সেল মঞ্চস্থ হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দক্ষিণাঞ্চলের জনগণের দোড়গোড়ায় শিক্ষা ব্যবস্থা বিস্তারের লক্ষ্যে ২০০০ সালের ১২ জুলাই পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ সেশনজটমুক্ত এ ক্যাম্পাসে ৭টি অনুষদে ৮টি ডিগ্রি প্রদান করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বর্ণিল আয়োজনে পবিপ্রবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মুস্তাফজিুর রহমান পাপ্পু , পবিপ্রবি প্রতিবেদকঃ বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে আজ ৮ জুলাই (সোমবার) পালিত হলো দক্ষিণাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ১৩তম জন্ম দিন। ১০ টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন।
পতাকা উত্তোলন শেষে ভাইস-চ্যান্সেলর আকাশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে সমগ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
Vetsbd Livestock related only Bangla blog