মোরগ-মুরগির সালমোনেলোসিস ও কলিবেসিলোসিস প্রতিরোধে বাজারে এল ফ্লোর ম্যাক্স ২০০।
উপাদান ঃ ফ্লোরফেনিকল ২০০ গ্রাম
ব্যাবহার ক্ষেত্রঃ
মোরগ-মুরগির সালমোনেলোসিস ও কলিবেসিলোসিস প্রতিরোধে ফ্লোর ম্যাক্স ২০০ বিশেষ ভাবে কার্যকরী । যে সব মুরগীর খামারে অন্যান্য এন্টিবায়োটিক ও কেমোথেরাপিউটিক এজেন্ট রেজিস্ট্যান্ট জনিত কারনে অকার্যকর অর্থ্যাৎ যেখানে অন্যান্য এন্টিবায়োটিক ব্যার্থ সেখানেই ফ্লোর ম্যাক্স ২০ বিশেষ ভাবে সফল।
মাত্রা ও প্রয়োগবিধিঃ
মোরগ –মুরগি চিকিৎসায় খাবার পানিতে মিশিয়ে নিম্নোক্ত নিয়মে খাওয়াতে হবে।
১ মিলি প্রতি ২ লিটার পানিতে মিশিয়ে পরপর ৫ দিন খাওয়াতে হবে । অথবা ১ মিলি প্রতি ১০ কেজি দৈহিক ওজনের( ২০ মিলিগ্রাম/কেজি দৈহিক ওজন ) জন্য খাওয়াতে হবে ।
সতর্কতাঃ
v ক্লোরিন মিশ্রিত পানিতে ব্যাবহার করা যাবে না।
v দস্তার তৈ্রি কোন পাত্রে এই ঔষধ ব্যবহার করা যাবে না।
v অন্য কোন ঔষধ এর সাথে ব্যবহার করা যাবে না।
v কেবলমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যাবহার্য ।
v আলো,শুষ্ক,আদ্রতামুক্ত স্থানে রাখতে হবে।
v শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
প্রত্যাহার কালঃ পোল্ট্রির ক্ষেত্রে ৫ দিন
সরবরাহঃ ১০০ মিলি ও ৫০০ মিলি বোতল
বাজারজাতকারী প্রতিষ্ঠানঃ ইউনিভেট লিমিটেড
Is there any difference between Floronfenicol powder and liquid……….
এটা কি কবুতরের জন্য ব্যবহার করা যাবে।ধন্যবাদ।