“প্রানীসম্পদ সংক্রান্ত একমাত্র বাংলা ব্লগ” এই স্লোগান নিয়ে ১ বছর আগে হাটি হাটি পা পা করে যে ব্লগ এর যাত্রা শুরু হয়েছিল তা আজ ২ বছরে পা দিয়েছে । আর এ ব্লগটি এত সুন্দর করে ডিজাইন ও পরিচালনা করার জন্য স্বাভাবিকভাবে এডমিন ডাঃ তায়ফুর ভাই অসংখ্য ধন্যবাদ পাবার যোগ্য। কিন্তু এছাড়া আরও কিছু কারন আছে, যার কারনে তাকে ধন্যবাদ দিলে, তাকে ছোট করা হবে। এজন্য তাকে আমি ধন্যবাদ দিব না। কারনগুলো হলঃ
- তিনি এই ব্লগ এর মাধ্যমে সকল ভেটদের এক সাথে হবার একটা সুযোগ করে দিয়েছেন। দেশে তো আরও ভেট ছিল কিন্তু কারও মাথায় এই চিন্তা আসে নাই যে এই ভাবে দেশের সকল ভেট এক হতে পারে। আর দেশের ভেটরা এখন যে খারাপ সময় কাটাচ্ছে তাতে ভেটদের এক হওয়া দরকার ছিল। এই ব্লগ না হলে আমারও তার সাথে পরিচয় হত না। এই ব্লগে একজন ভারতীয় ভেট পাঠকও আছেন। তাই এই যুগোপযোগী আইডিয়া মাথায় আনার জন্য তাকে বাহবা জানাই।
- এডমিন ভাই একজন ভেট। তার কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক কোন প্রশিক্ষণ নাই। তিনি যখন এই ব্লগটি শুরু করেন তখন তার ব্লগ বিষয়ক কোন আইডিয়াও ছিল না তার। একেবারে শুন্য থেকে শুরু করে শুধুমাত্র একজন ভেট হিসাবে ভেটেরিনারি পেশার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ব্লগটিকে আজ এই পর্যায়ে নিয়ে আসতে যে শ্রম দিয়েছেন তা আমাদের কল্পনার বাইরে।
- কোন প্রোগ্রামিং নলেজ ছাড়াই তিনি এই ব্লগ টিতে যে পরিমাণ ফাংশন যোগ করেছেন তা আসলেই অবাক করার মত। আমি ওয়েব ডেভল পার হিসাবে ওডেস্কে প্রায় ৫০০ ঘণ্টা কাজ করেছি এবং করছি। কিন্তু এই ৫০০ ঘণ্টা কাজ করার অভিজ্ঞতা নিয়ে গত ৩ দিন যাবত কাজ করেও নতুন একটা ব্লগে আমি এর অর্ধেক পরিমাণ ফাংশন যোগ করতে পারি নাই। আরও সময় লাগবে । এমনকি কিছু জায়গায় এডমিন ভাই এর হেল্পও লাগবে। আর ব্লগটির ভিতরে এমন কিছু কোড ও তিনি লিখেছেন যা আজো আমার কাছে অবাক করার মত। কত বিনীদ্র রজনী কাটালে একজন ভেট এর পক্ষে এই ধরনের কোড লেখা সম্ভব তা যার এই বিষয়ে অভিজ্ঞতা নাই তাকে বোঝানো যাবে না।
আমার লেখার হাত এত ভাল না। আর ইচ্ছা থাকলে ও নানা ব্যাস্ততায় লেখা হয়ে ওঠে না। এজন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি।
পরিশেষে সবার কাছে আহবান ও চাওয়া থাকবেঃ
১. ভেটসবিডি আমাদের সব ভেটদের এক হবার যে সুযোগ করে দিয়েছে তার সঠিক ব্যবহার করে আমরা নিজেদের আরও সংগঠিত করার চেষ্টা ।
২. ভেটসবিডিতে সব সময় নতুন কোন বিষয়ে বেশি বেশি লেখা দিয়ে ব্লগটিকে আরও সমৃদ্ধ করার প্রয়াস।
৩. সবসময় আলোচনা , সমালোচনা , কিছু না পারলে অন্তত একটা ধন্যবাদ দিয়ে লেখককে অনুপ্রেরনা জানানো ( এইটার অভাব ভেটস বিডির পাঠকদের মাঝে খুব বেশি)।
৪. সবসময় যে কোন পরামর্শ থাকলে এডমিন কে জানিয়ে ব্লগটিকে আরও সুন্দর করতে সাহায্য করবেন।
ভেটসবিডি’র ১বছর পুর্তি আর ২য় বর্ষে পদার্পনের এই শুভলগ্নে ভেটসবিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে-প্রত্যেককে জানাই আরেকবার শুভেচ্ছা আর অভিনন্দন।
ভেটসবিডি আরও এগিয়ে যাক এই কামনা করে সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে আজ বিদায়।
ও আর একটা কথা, ভালো হোক -মন্দ হোক মন্তব্য করতে ভুলবেন না…
আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, তবু আমার সবটুকু সাধ্য দিয়ে ভেটেরিনারি পেশার জন্য আমার দায়বদ্ধতাটুকু পূরণ করে যাবো ইনশা-আল্লাহ।