ভাইয়া, আমরা ৬০ টি ক্যাম্পবেল হাস নিয়া ছোট একটি খামার করেছি, কিন্তু কখন’ই ৩০ টার বেশী ডিম পাইনি। মাঝে মাঝে ২/৪ টা পর্যন্ত নেমে আসে। হাসগুলি বিলে চরানো হয় তার পরও এমন কেন হচ্ছে? দয়াকরে কেউ পরামর্শ দিলে উপকৃত হতাম।
বিষয়বস্তুডিম হাঁস হাঁস পালন হাঁসের যত্ন
এটাও দেখতে পারেন
কোয়েল পাখি পালনে রোগঃসাহায্য চাই।
আমি গত ৯ দিন আগে ২২ দিন বয়সী ২০০ কোয়েল পাখির বাচ্চা কিনেছি। খাবার হিসেবে স্টার্টার পোল্ট্রি ফিড দিচ্ছি বিপাকীয় শক্তি ৩১০০ কিলোক্যালরি/কেজি। বাচ্চা গুলো খুব ভাল বেড়ে উঠছে। কিন্তু সমস্যা হচ্ছে কয়েকটা বাচ্চা হাটতে পারছে না। পায়ে ভর করে দাঁড়াতে পারে না। প্রথমে একটা বাচ্চার হয়েছে,কিন্তু বাচ্চাটা …
কিছু প্রশ্নের উত্তর জানা দরকার-আপনার হাঁসগুলির বয়স কত? আর যে বিলে চড়ে সেখানে কি পর্যাপ্ত শামুক পাওয়া যায়? আপনি ওদেরকে আলাদাভাবে কোন খাবার সরবরাহ করেন?
হাঁসের বাচ্চার কি কি ওষুধ খাওয়াতে হয় ? আমার খাকি কেম্মবেল হাঁস বয়োস ৫ দিন ২৫০ টি এবং এখন কি খাওয়াবো তার পরিমান কতটুকু জানালে উপকৃত হবো
Saiful.duralaponi@gmail.com
Plesse help me
amr haser akta chokh sada hoye gase.. Akhn ki korte pari?
আমারহাঁস গুলোরবযস ৪মাস ২০দিন। এখনো ডিম দিতেচেনা।আমিপুষ্টি সম্মত খাদ্য দিচ্ছি।
আর একটু অপেক্ষা করুন, ডিম চলে আসবে। আপনি ই -সেল আর ক্যালসিয়াম খাওয়াতে পারেন।
Dear Brother,
Take my Salam first.I am from Keranijong, Zinzira, Dhaka. I want to buy 50 khaki Campbell duck for my pond where I Cultivate fish. So if possible please help me to buy adult ducks as early as possible.
Thanking you
Reaz uddin ahmed.
M: 01911117861
ভাইয়া,আমি একজন নতুন খামারী।আমি ২০০০ হাস দিয়ে শুরু করেছিলাম,এখন আছে ১৯০০ টি।বয়স ৪ মাস ২০ দিন হলো।গত ৩ দিন আগে ১ টি ডিম পেয়েছি,এবং প্রতিদিনই ১ টি করে পাচ্ছি।কিন্তু সমস্যা হলো গত ৪-৫ দিন থেকে হাসগুলো মোটেই খাচ্ছেনা।গ্রোথ,ডিমের থলি, মোটামুটি ৭০-৮০% হাসের মাঝেই এসেছে,সমস্যা হলো খাবার খাচ্ছেনা,এখন কি করতে পারি?plz দ্রুত জানাবেন।
ভাই আমি একজন নতুন হাস খামারি,১০০ হাস দিয়ে শুরু করেছি,
আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে,অনবরত বৃষ্টির মধ্যে হাস সর্বোচ্চ কতদিন পর্যন্ত বাহিরে রাখা যাবে,,যদি জানাতেন উপকৃত হবো।
খাবার কম হচ্ছে