পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী নানা কর্মসূচিতে “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” পালিত হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচির প্রথমে সকাল ৯ ৩০ মিনিটে এক বর্নাঢ্য র্যালী বের করা হয় , যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সকল সড়ক প্রদক্ষিণ করে বাবুগঞ্জ উপজেলা ঘুরে এসে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয় ।র্যালীতে শিক্ষার্থীদের নিজ হাতে তৈ্রি বিভিন্ন মুখোশ, ফেস্টুন , বাশি,প্লাকার্ড, বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার শোভা পায়। এছাড়া বিভিন্ন প্রাণীর প্রতিকৃ্তি বিশেষত বিশাল আকৃ্তির গরুর প্রতিকৃ্তি র্যালী সৌন্দর্য্যকে বহুগুনে বাড়িয়ে দেয়।
র্যালী শেষে অনুষদীয় অডিটরিয়ামে এবারের প্রতিপাদ্য বিষয়“Vaccination to prevent and protect lives”, নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয় ,যেখানে সভাপতিত্ব করেন অত্র অনুষদের ডীন ড. মোঃ আব্দুল মতিন । উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শিব সংকর সাহা , ছাত্র ছাত্রীদের পক্ষে “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির আহবায়ক দেবাশিষ চন্দ্র দাস ,ও সদস্য সচিব মোঃ ইউসুফ আলী বক্তব্য উপস্থাপন করেন। এরপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টরস ইন্টারন্যাশনাল লিঃ ঢাকা এর সি এ ও ডাঃ মোঃতুষার চৌধুরি, এছাড়া বক্তব্য প্রদান করেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. এ কে এম মোস্তফা আনোয়ার , ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ,এন্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ রুহুল আমিন , মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডাঃ মোঃ এনামুল হক কায়েস ।
পুরাতন গ্রাজুয়েটদের মধ্যে বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ মসিউর রহমান মিথুন , ডাঃ মোঃ নুরুজ্জামান শাহনুর ।
দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে অত্র ক্যাম্পাসের চারপাশের দরিদ্র খামারীদের বিভিন্ন রকমের গৃহ পালিত প্রানি যেমনঃ গরু, ছাগল , হাস, মুরগি ইত্যাদি চিকিৎসা ও বিনা্মুল্যে ঔষধ প্রদান করা হয়। “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ ইউসুফ আলি বলেন , “আমরা প্রায় শতাধিক গরুর চিকিৎসা ও ঔষধের ব্যাবস্থা করতে পেরেছি “
“বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির আহ্ববায়ক বলেন , “আমাদের এই হেলথ ক্যাম্পেইন এ আশাব্যাঞ্চক সাড়া পেয়েছি”
দিবসের সর্বশেষ কর্মসুচি হিসেবে ডিভিএম এর শিক্ষার্থীদে্র পরিবেশনায় অনুষদীয় অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় । এই সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন অনুষদের ডীন ড. মোঃ আব্দুল মতিন ।
৭ম সেমিস্টারের ছাত্র মোঃ রকিবুল ইসলাম রুবেল এবং ছাত্রী নিজয়া মোহান্তের সাবলীল উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ হয় এক নতুন মাত্রা। অনুষ্ঠান একটি মনোমুগ্ধকর কোরিওগ্রাফি দিয়ে শুরু হয় , এর পর একের পর এক গান , নাচ , কৌ্তুক ,ফ্যাশন শো, নাটিকা , সহ নানা মজার মজার ইভেন্টস উপস্থাপিত হয়।
ক্যাম্পাসের নানা সমস্যা নিয়ে নবাব ফজাউদ্দোলার যাত্রাপালা দর্শকদের বিশেষ আনন্দ দেয় । এমনকি গ্যাংনাম এর ছোয়াও পড়ে এই অনুষ্ঠানে। তবে প্রজ্ঞা ও অনুপের shadow dance সবাইকে অবাক করে। ডিভিএম এর কিছু কথা জারি গানের মাধ্যমে ফুটিয়ে তোলে বেদান্ত ও তার দল ।জয়ন্ত, বিলাস , নিদ্রা , বুলবুল , আনিকা, সেতু, মাকছুদ ,জান্নাত, দিপক,সুজয়,বিজয়,আশিষ,ফেন্সি,শর্বরী,টুম্পা, রেজা, লেলিন, সম্পা,নিত্যা্নন্দ সহ আরো অনেকের পারফর্মেন্সে সাংস্কৃতিক সন্ধ্যা আরো সুন্দর হয় । সাংস্কৃতিক সন্ধ্যা কেমন হয়েছে তা উপস্থিত দর্শকদের মুহ্ মুহ করতালি ,উল্লাস আর বাধভাংগা আনন্দ দেখলে বোঝা যায়। উপস্থিত এক ছাত্র বলেন , আমার ৩ বছরের এই ক্যাম্পাস জীবন এ আমার দেখা অন্যতম একটি শ্রেষ্ঠ প্রোগ্রাম ।
উল্লেখ্য সহযোগিতায় ছিল স্কয়ার, একমি , টেকনো ড্রাগস, এসি আই, কোয়ালিটি ফিডস,এলিয়া ফিডস,কেমিস্ট ল্যাবরেটরিজ , এবং মিডিয়া পাটর্নার ছিল দেশের ক্যাম্পাস ভিত্তিক সর্ববৃহৎ অনলাইন পত্রিকা ক্যাম্পাস নিউজ২৪ বিডি. কম