৩৩তম বিসিএস নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ সংরক্ষণের বিধিমালা শিথিল করার উদ্যোগ নিয়েছে সরকার। এই মর্মে এক সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল।
নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী সাধারণ কোটার প্রার্থী দিয়ে এ কোটা পূরণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি উপস্থাপন করার কথা রয়েছে।
কোটা পদ্ধতিতে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ড. আসিফ নজরুলের “কোটা (৫৫) বনাম মেধা (৪৫)” শীর্ষক একটি লেখা পড়ুন এখানে ক্লিক করে।
একটি মন্তব্য