সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার বলেছেন, প্রাণিসম্পদ সম্পর্কিত একমাত্র বাংলা ব্লগ, ভেটসবিডি সময়ের প্রয়োজনে একটি মহতী উদ্যোগ । এদেশের তরুন সমাজ যেভাবে জেগে উঠেছে, ভেটসবিডিও তার একটি নিদর্শন। ভেটসবিডির সাথে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময়কালে গতকাল তিনি এসব কথা বলছিলেন।
শুনতে চাই আপনার কথা, নিতে চাই আপনার অভিমত। গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটসবিডি’র পাঠকদের অনেকের সাথে আলাপ হয়, অনানুষ্ঠানিক এ আলাপচারিতা বা মতবিনিময়কালে তারা ভেটেরিনারি পেশা সংশ্লিষ্ট নানা বিষয় জানতে চান, জানতে চান অর্গানোগ্রাম বিষয়েও। বর্তমানের সবচেয়ে আলোচিত এ বিষয়ে তারা অনেকটাই অজ্ঞ। আর এজন্য তারা দায়ী করেন বর্তমান বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের নেতৃবৃন্দকে। তাদের সাথে কথা বলে যেটি স্পষ্টতঃই বোঝা গেছে, তা হলো একধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে সকলের মধ্যেই। অন্যায়ভাবে চাপিয়ে দেয়া কোন সিদ্ধান্ত তারা মেনে নেবে না বলেও স্পষ্ট করে দেন।
সামনেই বিশ্ব ভেটেরিনারি দিবস। তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের মতো একটি নতুন বিষয়ে জাতীয় দৈনিকগুলো যেভাবে বিশেষ ক্রোড় পত্র প্রকাশ করে অথচ সেখানে বিশ্ব ভেটেরিনারি দিবসে কেন পত্রিকাগুলোতে কোন ক্রোড়পত্র প্রকাশিত হয় না? এ প্রশ্ন রেখে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে এখনই উদ্যোগ নেয়ার জোড় দাবি জানান।
ভেটসবিডি ব্লগের বিষয়ে জানতে চাইলে তাদের একজন বলেন, মোবাইলে সাইটটি অনেক বড় হওয়ায় দেখতে অসুবিধা হয়। খুব সম্প্রতি আমরা সাইটটিকে মোবাইলে ব্রাউজ করার উপযোগী করেছি বলে তাদেরকে জানানো হয়। ভেটসবিডিতে যাতে কোম্পানিগুলো তাদের চাকরির বিজ্ঞাপনগুলো ভেটসবিডিতেও দেয় তার উদ্যোগ নেয়ারও অনুরোধ করেন তারা।
যেসব ভেটেরিনারিয়ান দেশের বাইরে পড়াশোনা করছেন বা গবেষনা কাজে নিয়োজিত আছেন, তাদের কাছে অনুরোধ রেখে তারা বলেন, যদি সেসব দেশে স্কলারশীপের কোন সুযোগ থাকে তবে তা যেন ভেটসবিডির মাধ্যমে আমাদেরকে জানানো হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নাজমুল হোসেন, জয় প্রকাশ রায়, মাসুদ পারভেজ, আতিকুর রহমান, মাহফুজুর রহমান, শোয়েব প্রধান, রিপন দেব প্রমুখ
Amader nijeder ostitto rokkharthe mone hoy sokol ke agia asa uchit,dhonnobad taifur rahman vai k,tar sathe kotha bole onek valo laglo,ato bastotar moddheo tini amader kichuta somoy diachen,asole amra jara DVM pass kore gechi seisob vai der sahajjo asha korchi,dhonnobad sobai k……..amra joyi hobo insha Allah…
ধন্যবাদ, মাসুদ পারভেজ ভাই আপনাকেও।
যার যার অবস্থান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, একে অন্যের সাথে কথা বলি, শেয়ার করি আমাদের অনুভূতিগুলি; একদিন পরিস্থিতি ঠিক বদলে যাবে।