প্রাণিসম্পদ উন্নয়নে অতীত পদক্ষেপ, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত ভাবনা বিষয়ক এই প্রবন্ধটি মূল লেখক বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক, ডা. শহীদ মোতাহার হোসেন। তাঁর এ প্রবন্ধটি সমাজ-অর্থনীতি-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মুক্ত ভাবনা পত্র- পথরেখা’র শ্রাবণ-আশ্বিন ১৪১৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সময়ের প্রয়োজনে আমি এটাকে ভেটসবিডি’র পাঠকদের জন্য তুলে ধরলাম।
বিষয়বস্তুআর্থ-সামাজিক উন্নয়ন প্রাণিসম্পদ ভেটেরিনারি
এটাও দেখতে পারেন
বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন
এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …
– thanks to Dr. Motahar to write this type of article…I am fully agree with you
সকল ভেটেরিনারিয়ানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপর্যুক্ত প্রবন্ধটি লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক, ডা. শহীদ মোতাহার হোসেন। তাঁর এ প্রবন্ধটি সমাজ-অর্থনীতি-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মুক্ত ভাবনা পত্র- পথরেখা’র শ্রাবণ-আশ্বিন ১৪১৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আমি এটাকে ভেটসবিডি’তে পোস্ট করেছি মাত্র। সকলকে ধন্যবাদ।
তিনি এত আগেই এখন কার নীতি নিধারকদের চেয়ে স্মাটলি ভাবনা চিন্তা করেছেন। আপনাকে এটা শেয়ার করার জন্য ধন্য বাদ