প্রাণিসম্পদ উন্নয়নে অতীত পদক্ষেপ, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত ভাবনা, ডা: শহীদ মোতাহার হোসেন (গবেষক ও প্রাবন্ধিক)

প্রাণিসম্পদ উন্নয়নে অতীত পদক্ষেপ, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত ভাবনা বিষয়ক এই প্রবন্ধটি মূল লেখক বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক, ডা. শহীদ মোতাহার হোসেন। তাঁর এ প্রবন্ধটি সমাজ-অর্থনীতি-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মুক্ত ভাবনা পত্র- পথরেখা’র শ্রাবণ-আশ্বিন ১৪১৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সময়ের প্রয়োজনে আমি এটাকে ভেটসবিডি’র পাঠকদের জন্য তুলে ধরলাম।









লেখকঃ ডা. মইন

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ডিভিএম এবং ফার্মাকোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ কাজ করেছেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে বাজেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এ কাজ করেছেন। তাছাড়া তিনি সহকারী জেলা কমান্ড্যান্ট (৩০ তম বি.সি.এস-আনসার), মানিকগঞ্জ-এ কাজ করেছেন। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামালপুর সদর হিসেবে কাজ করেছেন।

এটাও দেখতে পারেন

বিভিএ’র নবনির্বাচিত কমিটির বিগত এক মাসের অর্জন

এক মাস পূর্ণ করলো বিভিএ ২০১৭-২০১৮ কমিটি। কেমন ছিলো এই এক মাসের অগ্রযাত্রা ? কী …

৩ মন্তব্য

  1. – thanks to Dr. Motahar to write this type of article…I am fully agree with you

  2. সকল ভেটেরিনারিয়ানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপর্যুক্ত প্রবন্ধটি লিখেছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক, ডা. শহীদ মোতাহার হোসেন। তাঁর এ প্রবন্ধটি সমাজ-অর্থনীতি-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মুক্ত ভাবনা পত্র- পথরেখা’র শ্রাবণ-আশ্বিন ১৪১৭ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আমি এটাকে ভেটসবিডি’তে পোস্ট করেছি মাত্র। সকলকে ধন্যবাদ।

  3. তিনি এত আগেই এখন কার নীতি নিধারকদের চেয়ে স্মাটলি ভাবনা চিন্তা করেছেন। আপনাকে এটা শেয়ার করার জন্য ধন্য বাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.