মুরগীর রোগ পরিচিতিঃ পর্বঃ০৩/ মাইক্রোপ্লাজমোলেসিস বা সি আর ডি

মাইক্রোপ্লাজমোলেসিস বা ক্রনিক রেসপাইরেটরী ডিজিজ (সি আর ডি) একটি সংক্রামক রোগ। এটি শ্বাসতন্ত্রের একটি জটিল রোগ । বাংলাদেশের শীত কালে সাধারনত এই রোগের প্রকোপ দেখা যায়। এই দেশের আবহাওয়ায় সাধারনত নভেম্বর মাস হতে জানুয়ারি মাস পযন্ত এই রোগ বেশি হয়। বাংলাদেশের পোল্ট্রি শিল্পে প্রতি বছর এই সময়ে ব্যপক ক্ষতি সাধিত হয়।


এটি Mycoplasma gallisepticum দ্বারা হয়ে থাকে। এটি সব বয়সের মুরগীর হয়ে থাকে তবে ৪-১০ সপ্তাহের মুরগির এই রোগ বেশি হয় ।

 

মাইক্রোপ্লাজমোলেসিস কেন হয়?

 

১। মুরগী যদি এক জায়গায় গাদাগাদি করে  তাহলে এই রোগ হতে পারে।

২।খামারে যদি বায়ু চলাচল ব্যাবস্থা ভালো না হয় ।

৩।লিটার ভেজা থাকলে ।

৪।ঠান্ডা আবহাওয়ার জন্য এই রোগ হয় ।

৫। খামারে অতিরিক্ত পরিমান  অ্যামোনিয়া গ্যাস জমা হলে ।

 

মাইক্রোপ্লাজমোলেসিস কিভাবে ছড়ায়?

 

১।মাইক্রোপ্লাজমোলেসিস এক মুরগী হতে অন্য মুরগীতে ছড়ায়।

২।আক্রান্ত মুরগী হতে ডিমের মাধ্যমে বাচ্চাতে ছড়ায়।

৩।বাহক পাখির মাধ্যমে ছড়ায়।

৪।আক্রান্ত মুরগির খামারে ব্যাবহার করা বিভিন্ন জ়িনিষ পত্র, আসবাবপত্র, জুতা , পোষাক ইত্যাদির মাধ্যমেও ছড়ায়।

৫।খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায় ।

 

মাইক্রোপ্লাজমোলেসিস রোগের লক্ষণঃ

 

১। যেহেতু এটি শ্বাস তন্ত্রের রোগ সেহেতু হাচি, কাশি দেখা যাবে।

২।সবচেয়ে  গুরুত্বপুণ লক্ষণ হল , মুরগী ঘড় ঘড় শব্দ করে,(রাত্রে বেশি ভালো বোঝা যায়) মুলত এই লক্ষণ দেখেই নিশ্চিত হওয়া যায়।

৩।আক্রান্ত মুরগী মুখ হা করে শ্বাস নেয়।

৪। খাদ্য গ্রহন কমিয়ে দেয়।

৫। ডিম উৎপাদন কমে যায়।

৬।শরীরের ওজন কমে যায়।

৭।নাক দিয়ে সদি পড়ে।

৮।মুখ ফুলে যাবে।

 

মাইক্রোপ্লাজমোলেসিস রোগের কিছু গুরুত্বপুণ তথ্যঃ

 

মাইক্রোপ্লাজমোলেসিস রোগ হলে আক্রান্ত মুরগির দেহে অন্যান্য ব্যাকটেরিয়ার জন্য রোগ সৃষ্টির ভালো পরিবেশ তৈ্রি হয়। বিশেষ করে কলিবেসিলোসিস এর সম্ভাবনা থাকে। এছাড়া ইনফেক্সিয়াস  ব্রঙ্কাই্টিস হলে খামারে জ়টিল অবস্থা সৃষ্টি হয়।

মাইক্রোপ্লাজমোলেসিস হলে লেয়ার মুরগীর ক্ষেত্রে ১০-২০% ডিম উৎপাদন কমে যায় ।এছাড়া ব্রয়লারের ক্ষেত্রে ১০-২০% ওজন কমে যায়।

 

 

 

মাইক্রোপ্লাজমোলেসিস রোগের পোস্ট মর্টেম লক্ষণঃ

 

খালি চোখে যা দেখা যায়ঃ

১।বায়ু থলি ঘোলাটে ও মোটা হয় ।

২।নাকের ছিদ্র ও শ্বাসনালীতে আঠালো মিউকাস থাকে ।

৩।নাকের ও মাথার সাইনাসে পনী্রের মত বস্তু পাওয়া যায়।

৪।তবে এ ধরনের পনীরের মত বস্তু ফুসসুস, হৃদপিন্ড, এবং বায়ুথলীতে পাওয়া যাবে।

৫।শ্বাসনালীতে প্রদাহ দেখা যাবে।

৬।অনেক সময় কলিজার উপরে সাদা সাদা স্পট দেখা যায়।

 

 

চিকিৎসাঃ

১।সিপ্রফ্লোক্সাসিন ১সিসি/১লি এ ৩-৫ দিন প্রয়োগ করতে হবে , অথবা এনরোফ্লোক্সাসিন দেয়া যেতে পারে।

২। তবে বাজারের ঔষধগুলোর মধ্যে রেনেটা কোম্পানীর মাইক্রোনিড মাইক্রোপ্লাজমোলেসিস এর বিরুদ্ধে ভালো কাজ করে।

৩। এছাড়া টাইলোসিন টারট্রেট ২০% ২.৫ গ্রাম/লি এবং ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড ১০% ১ গ্রাম /লি এ দেয়া যেতে পারে।

 

 

কিভাবে মাইক্রোপ্লাজমোলেসিস প্রতিরোধ করা যায়?

 

১।খামারের জৈব নিরাপত্তা ভালো ভাবে নিশ্চিত করতে হবে।

২।আক্রান্ত মুরগি সুস্থ মুরগি হতে আলাদা করে দিতে হবে।

৩।মাইক্রোপ্লাজমা আক্রান্ত হ্যাচারীর বাচ্চা হতে দূরে  থাকতে হবে।

৪।সব সময় একজন ভাল রেজিস্টার্ড ভেটরিনারিয়ানের পরামর্শ নিতে হবে। 

 

লেখকঃ ডা মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু

I am Kbd Dr.Md.Mustafijur Rahaman Pappu. I have completed Doctor of Veterinary Medicine (DVM) Degree and Master's in Pathology under Faculty of animal science & veterinary medicine of PATUAKHALI SCIENCE & TECHNOLOGY UNIVERSITY( PSTU) My home town is JHENAIDAH . কৃষিবিদ ডা মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ),খুলনা বিভাগ। কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ, কেন্দ্রীয় কমিটি। সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ),পবিপ্রবি। সাবেক সহ সভাপতি , বাংলাদেশ ছাত্রলীগ, পবিপ্রবি শাখা। Mobile -01915 084474. 01771 444402

এটাও দেখতে পারেন

মুরগির লিভারের রোগ: লিম্ফয়েড লিউকোসিস

লিম্ফয়েড লিউকোসিস মুরগীর টিউমার সৃষ্টিকারী ভাইরাস রোগ। এ রোগের ক্ষেএে টিউমার সৃষ্টি হয় এবং রেট্রো …

৬ মন্তব্য

  1. 1. Mycoplasmosis and CRD are not exactly synonymous.
    2. Actually no post mortem lesions are found in mycoplasmosis except cloudy air sacs. The lesions described are that of CRD.
    3. Tiamulin group of treatment has been omitted.
    I do appreciate the endeavor of the student. Please write in a manner so that no misconception develop among the readers.
    Thanks.

  2. মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু

    ধন্যবাদ স্যার, আমি লেভেল-৩, সেমি-১ এ যখন এভিয়ান প্যাথলজি পড়েছিলাম তখন আমাদের সিটে microplasmosis/CRD এটা লেখা ছিলো।
    এছাড়া বাকৃবির পশুপালন অনুষদের ডাঃ কোবাদুজ্জান স্যারের “মুরগী পালন গাইডে” ও আমি এই রোগ ২টা কে এই ভাবে লেখা ্দেখেছি ,
    যাই হোক আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ এই মতামত দেওয়ার জন্য।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      শব্দটা Microplasmosis নয়, এটা হবে Mycoplasmosis । আর প্রকৃত অর্থে Mycoplasmosis যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং এর সাথে যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে আর একটা জটিল আকার ধারণ করে ফেলে তখনই তাকে CRD (Chronic Respiratory Disease) বলা যায়। তবে মার্ক ভেটেরিনারি ম্যানুয়েলেও এদেরকে প্রায় সমার্থক হিসেবে দেখিয়েছে। এখানে দেখুন।

  3. আমার 2000 বয়লার পাখির ফার্ম আছে । খাবার জল কিছুই খাচ্ছে না ।সব সময মাটি খাচ্ছে আজ 19দিন আর ঝিমিয়ে থাকছে ।একটু পরামর্শ চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.