পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সব রাজাকারের ফাসির দাবি নিয়ে একুশের ১ম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে ’৫২ এর ভাষা শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে ।
রাত ১২ ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত পুষ্পাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড।মোঃ শামছুদ্দীন , প্রক্টর , ছাত্র বিষয়ক উপদেষ্টা , সকল হলের প্রভোস্টবৃন্দ, সকল অনুষদের ডীনবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ, কমকতা, কমচারীবৃন্দ,বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রী বৃন্দ, ছাত্রলীগের নেতা-কমীবৃন্দ, বিভিন্ন সামাজিক –সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ, প্রমুখ।
এ সময় ১৯৫২ সালে শাহাদৎ বরনকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয় । উক্ত অনুষ্ঠান হতে ’৭১ এর মানবতাবিরোধী , যুদ্ধাপরাধীদের ফাসির দাবি জানানো হয় ।এবং ঢাকার শাহবাগের প্রজন্ম চত্তরে তরুন দের প্রতি সংহতি জানানো হয় ।
স্বাগত বক্তব্যে মাননীয় ভিসি স্যার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান , এবং মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৩ উপলক্ষে পবিপ্রবির দিনব্যাপী কমসুচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্ববান করেন ।
উল্লেখ্য মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৩ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এক কমসুচি গ্রহন করা হয়েছে , যার মধ্যে রয়েছে, সকালে জাতীয় পতাকা অধনমিত রাখা, এবং কালো পতাকা উত্তোলন, এরপর প্রভাত ফেরী ,আলোচনা সভা, সন্ধ্যায় বিশ্ববিদ্যালের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন সংগঠন দিবস্ টির তাৎপয তুলে ধরে নানা প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের আয়োজন করেছে ।