বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ফেব্রুয়ারি-১১ঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আবদুল হাই বলেছেন- এনিম্যাল সেক্টর তথা কৃষি সেক্টরের সার্বিক উন্নয়নসহ স্বাধীন এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবার মধ্যে জাগিয়ে তুলতে হবে নির্ভেজাল দেশপ্রেম।
প্রতিমন্ত্রী গত রোববার ১০ ফেব্রুয়ারি ২০১৩ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিল্পচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে বি.এস.ভি.ই.আর.(বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চ)-এর দু’দিনব্যাপী ১৯তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির ভাষনে একথা বলেন।
দেশের বিভিন্ন স্লটার হাউজে স্বাস্থ্যসম্মতভাবে রোগমুক্ত গবাদিপশুর প্রক্রিয়াকরণ, প্রাণিসম্পদের স্বাস্থ্য- সেবার উৎকর্ষ সাধন, মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যাসহ ভেটেরিনারি পেশার উন্নয়নকল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে কেবল আইন প্রণয়ন ও প্রয়োগের ওপর জোর না দিয়ে মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ ও জন-সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন- প্রাণিসম্পদের উন্নয়ন তথা কৃষির সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দেশে খাদ্য স্বয়ং-সম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট-বৃন্দের অবদান অনস্বিকার্য।
সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক বলেন- শুধুমাত্র ফুড সিকিউরিটির ওপর জোর না দিয়ে ফুড সেফ্টির পাশপাশি উৎপাদিত কৃষি পণ্যের সুষ্ঠু বিতরণ ও বিপণন ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি এই সম্মেলনের সুপারিশমালা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রাণীসম্পদ ও ভেটেরিনারি পেশার উৎকর্ষ সাধনে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
বি.এস.ভি.ই.আর সভাপতি বাকৃবি’র প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যলিয় মঞ্জুরি কমিশন সদস্য ও বাকৃবি’র সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম এবং প্রাণিসম্পদ অধিপ্তরের আওতাধীন অফিসার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ আমিনুর রহমান।
সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের হিমাচল প্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স-এর প্রফেসর ড. মধুমিত সিং এবং চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পি.আর.টি.সি-র পরিচালক ড. কাজী মোঃ কমরুদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বি.এস.ভি.ই.আর-এর সাধারন সম্পাদক প্রফেসর ড. বাহানুর রহমান এবং সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক ড. রফিকুল আলম প্রমুখ।
দু’দিনব্যাপী এ জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে দেশে-বিদেশী বিজ্ঞানী, ভেটেরিনারিয়ান এবং বি.এস.ভি.আর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি