বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (বিএসভিইআর) এর ১৯তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন এর উদ্বোধনী গত (৯ ফেব্রুয়ারি ২০১৩) শনিবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। বক্তব্য রাখেন এফএও এর সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. ম্যাট ইয়ামেগী।
বিএসভিইআর সভাপতি ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএসভিইআর সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ রফিকুল আলম প্রমুখ। গতকাল জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক ( ড. আমিনুর রহমান চৌধুরী) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল হক বলেন, দেশের ১৬ কোটি জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার পাশাপাশি প্রানীজ পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের একান্ত প্রয়োজন। দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ করে দেশের পশুসম্পদ বৃদ্ধিসহ দুধ ও মাংসের চাহিদা পূরণে এ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য দু’দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী দিনে আজ ১০ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রণী সম্পদ মন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।
সম্মেলনে বিভিন্ন সায়েন্টিফিক সেশনে আনুমানিক শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হবে।