এবার এক ক্লিকেই ঘটে যাবে অনেক কিছু !!!
প্রিয় পাঠক, আপনাদের সুবিধার্থে ভেটসবিডি নিয়ে এল তার নিজস্ব টুলবার। এটি আপনাকে দেবে সহজেই এক ক্লিকেই ভেটসবিডি ব্রাউজ করার সুবিধা, সাথে পাবেন আপনার জিমেইল একাউন্টে আসা নতুন মেইল আপডেটগুলোও। আসুন জেনে নিই এই টুলবারটি আপনার ব্রাউজারে ইনস্টল করলে আর কি কি সুবিধা পাবেন-
১। এক ক্লিকেই ভেটসবিডিতে প্রবেশ করা,
২। ভেটসবিডিতে না ঢুকেই ভেটসবিডি’র
(ক) যে কোন আর্টিকেল সার্চ করার সুবিধা,
(খ) মূল বিভাগগুলোতে সরাসরি প্রবেশ করা,
(গ) চাকরির বিজ্ঞাপনগুলো এক ক্লিকেই দেখে নেয়া;
(ঘ) সর্বশেষ ১৫ টি আর্টিকেল দেখার সুযোগ।
৩। এক ক্লিকেই ভেটসবিডি ফেইসবুক পেইজ
বিশেষ সুবিধাঃ আপনার ইমেইল একাউন্ট যদি হয় জি-মেইলে, তবে আপনি সবসময় তার আপডেট পাবেন। অর্থাৎ নতুন কোন ইমেইল আসলেই টুলবারে থাকা জি-মেইল আইকনটিতে তার সংখ্যা দেখাবে। আর আইকনটির ডান দিকের ছোট্ট তীর চিহ্নটিতে ক্লি করলেই পেয়ে যাবেন নতুন আসা ইমেইলগুলো। শুধু এটুকুই নয়, আইকনটিতে ক্লিক করে আপনি কাউকে মেইল পাঠানোর সুবিধাও পাবেন।
কিভাবে ইনস্টল করবেন?
টুলবারটি ইনস্টল হতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। মাত্র ৫টি ক্লিক!!
১। প্রথমে আমাদের টুলবারের বিজ্ঞাপনটিতে ক্লিক করুন অথবা ক্লিক করুন এখানে। vetsbd toolbar নামে নতুন একটি উইন্ডো আসবে। সেখানেই পেয়ে যাবেন আর ৪টি ক্লিক কখন কখন করতে হবে। তবু আমি এখানেও বলে দিচ্ছি-
২। ক্লিক করুন- Install Toolbar -এ,
২। নতুন একটি উইন্ডো আসবে, সেখানে Accept and Install নামক বাটনটিতে ক্লিক করুন।
৩। এবার নিচের ছবির মতো আপনার ব্রাউজারের এড্রেসবারের নিচে একটি ছোট ডায়লগ বক্স আসবে, সেখানে Allow বাটনে ক্লিক করুন। ডাউনলোড হতে থাকবে।

৪। ডাউনলোড হওয়া শেষ হলে আরেকটি বক্স আসবে, সেখানে Install Now বাটনে ক্লিক করুন।

ব্যাস, কাজ শেষ। এবার আপনার ব্রাউজারটি রিস্টার্ট করলেই পেয়ে যাবেন এক ক্লিকের যাদু-ভেটসবিডি টুলবার। ঠিক নিচের ছবির মতোন-
আশা করি এই সহজ কাজটি আপনি নিমিষেই করে ফেলতে পারবেন। টুলবারটি ইনস্টল করার জন্য সবাইকে আগাম ধন্যবাদ।