লেয়ারের জন্য প্রস্তাবিত ভ্যাক্সিনেশন কর্মসূচী

বানিজ্যিক লেয়ার খামারের জন্য সঠিক ভ্যাক্সিনেশন শিডিউল নির্ধারণ করার আগে সেই খামারটি সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে সেগুলো বিশ্লেষণ করে তার পর একটি ভ্যাক্সিনেশন কর্মসূচী নির্ধারণ করা উচিত। তাছাড়া ঐ এলাকায় রোগের প্রাদুর্ভাবও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ভ্যাক্সিনেশনের পূর্বে এন্টিবডি টাইটার পরিমাপ করে নিয়ে ভ্যাক্সিন প্রয়োগের সিদ্ধান্ত নেয়াটা খুব জরুরী। কিন্তু আমাদের দেশের খামরিগণ বেশির ভাগই এই সত্যটা মানতে নারাজ। এটা হতে পারে তাঁদের অজ্ঞতা থেকে। কেননা তারা বেশির ভাগই স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। তাই তাদেরকে এসব টেকনিক্যাল বিষয় বোঝানোটাও বেশ কঠিন। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এরা তাদের খাদ্যের ডিলারকে মোটামুটি দেবতার আসনে বসিয়ে রাখেন। সেই দেবতা তাদেরকে যেদিন যে ভ্যাক্সিন দিতে বলে তারা চোখ বন্ধ করে সেই ভ্যাক্সিনই প্রয়োগ করে।


আবার ব্রিডার মুরগিতে কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে তাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, যেহেতু মা থেকে maternal antibody  বাচ্চার দেহে প্রবেশ করে তাই ব্রিডার ফার্ম কর্তৃক সরবরাহকৃত ভ্যাকসিন শিডিউলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমি বাংলাদেশের দুটি বৃহৎ ব্রিডার ফার্ম কর্তৃক প্রস্তাবিত ভ্যাকসিন শিডিউল শেয়ার করছি-

Suggested by Aftab Bohumukhi Farms Ltd. for Isa Brown
Suggested by Kazi Farms Ltd. for Hyline Brown
Age(days) Vaccine Type Rout  

Age

(days)

Vaccine Type Rout
 2  ND+IB L  E/D    3  ND+IB  L  E/D
 7  IBD L  E/D    7  Marex  L  SC at neck
0.2 cc
 10  IBD+ND K  SC/IM    10  ND+IB  K  SC at neck
0.25 cc
 16  ND+IB  L  E/D    10  IBD  L  E/D
 18  IBD  L  E/D    22  IBD  L  E/D
 40  FP  L  Wing prick    25/26  ND+IB  L  E/D or Oral
 45  ND+IB  L  E/D    42  IC  K  SC at neck
0.5 cc
60 FC K SC/IM    56  ND+IB  L  ORAL
 70  IC  K  IM    63  FC  K  SC at neck
0.5 cc
77 Salmonella K SC   73 RDV/ ND  L  IM 1cc or oral
 94  FC  K  SC/IM    84  IB  L  ORAL
 102  IC  K  IM    105  ND  L  ORAL
 116  Salmonella K  SC    112  IC  K  SC at neck
0.5 cc
122 IB+ND+EDS K SC/IM 0.5 cc    119  IB+ND+EDS  K  SC at neck
0.5 cc
 

** এখানে মূলতঃ বাংলাদেশে প্রচলিত ভ্যাকসিনগুলোই উল্লেখ করা হলো।

** ১দিন বয়সে ম্যারেক্স ভ্যাকসিন করা থাকলে ২য় ডোজ না দিলেও চলে। তবে এটি এলাকায় রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে।

** শিডিউলটি নবীন ভেটেরিনারিয়ানদের জন্য

** অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী খামারে ভ্যাকসিন করা উচিৎ।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

The control of coccidiosis in poultry

Coccidiosis is still considered one of the main diseases affecting the performance of poultry reared …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.