ইতিপূর্বে আমি ৩ পর্বে জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০০৮ এর প্রায় অর্ধেকটা তুলে ধরেছিলাম। তারপর দীর্ঘদিন আর লেখা হয়ে ওঠেনি। ভেটসবিডিতে পিডিএফ ফাইল সরাসরি দেখার সিস্টেমটা চালু হওয়ায় আজ তা এর পুরোটাই একবারে তুলে ধরছি। সাথে ডাউনলোড লিংকটাও শেয়ার করছি, যাতে করে আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়টা দেখি।
বিষয়বস্তুজাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা পোল্ট্রি উন্নয়ন পোল্ট্রি উন্নয়ন নীতিমালা
এটাও দেখতে পারেন
পশুখাদ্য বিধিমালা, ২০১৩
মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ধারা ২২ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার পশুখাদ্য বিধিমালা, ২০১৩ …
Vetsbd Livestock related only Bangla blog