শীতকালীন প্রশিক্ষণ ২০১২ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া সদর দপ্তর বগুড়া এর ব্যবস্থাপনায় রিমাউণ্ট ভেটেরিনারি এণ্ড ফার্ম কোরের তত্বাবধানে, উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়, ঈশ্বরদী ও প্রাণিসম্পদ বিভাগের সহযোগীতায় মিলিটারি ফার্ম ঈশ্বরদী কর্তৃক বেসামরিক এলাকায় সর্বসাধারনের গবাদিপশু এবং হাঁস-মুরগির চিকিৎসা ও টিকা প্রদান, বিজ্ঞানভিত্তিক লালন পালনের সকল প্রকার পরামর্শ বিনামূল্যে প্রদান করা হয়। এই জনসেবামূলক কার্যক্রমের আওতায় ২-৩ দিন ব্যাপক প্রচারের পর ১৯ ডিসেম্বর ২০১২ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ১৬:০০ ঘটিকা পর্যন্ত পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাড়াগোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রায় ৪০০টি গরু, ৪টি মহিষ, প্রায় ৫০০টি ছাগল, ১৬০টি ভেড়া, ১৭৮০টি হাঁস-মুরগি ও ৩৫টি কবুতর অর্থাৎ প্রায় ৩৮৭৯টি গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা ও প্রতিষেধক টিকা প্রদান করা হয়।
আজকের এই কার্যক্রমে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ঈশ্বরদী’র উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মহির উদ্দিন, ঈশ্বরদী পৌরসভার কাউন্সিলর মিসেস ফরিদা ইয়াসমিন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, সাপ্তাহিক ঈশ্বরদী’র সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি সেলিম সরদারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার বিভিন্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে আমাকে চিকিৎসা ও পরামর্শ প্রদানে সর্বাত্মক সহযোগীতা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, চাটমোহর এর ভেটেরিনারি সার্জন ডাঃ শফিউল আলম পাভেল; উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, আটঘরিয়া এর ভেটেরিনারি সার্জন ডাঃ শামীম আহমেদ; এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পাবনা সদর এর অতিঃ ভেটেরিনারি সার্জন ডাঃ তায়ফুর রহমান । এছাড়াও সহযোগীতা করেন আমাদের নিজস্ব কোরের মেজর প্রকাশ কুমার দাশ, মেজর মোহাম্মদ শহিদুল্লাহ গাজী, মেজর মোহাম্মদ আসাদুজ্জামান এবং পোল্ট্রি ফার্ম ম্যানেজার ডাঃ শরিফ।
তবে ঈশ্বরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবস্তী রায়-এর প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই এই কারনে যে, আমি যখন ওনাকে আমাদের প্রোগামটির কথা জানাই, উনি সাথে সাথে আমার কোথায় কি প্রয়োজন তার ব্যাবস্থা করতে কাজ শুরু করে দেন এবং তাঁর প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেন। সেই সাথে আমি জেলা প্রাণিসম্পদ কার্যালয়, পাবনা; উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ঈশ্বরদী; যে সমস্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে ভেটেরিনারি সার্জনগণ এসেছেন তাদেরকে; সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
উক্ত জনবামূলক কাজটি আমার নেতৃত্বে ২০১১ সাল থেকে বগুড়া অঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় শীতকালীন প্রশিক্ষণের সময় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
আলোকচিত্রে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগী চিকিৎসা ও পরামর্শ ক্যাম্পঃ
পরামর্শ প্রদান টেবিলে আমরা ক’জন
ক্যাম্পে আনা গরু-ছাগলের একাংশ
চলছে রেজিঃশন…
শৃঙ্খলা এখানেও, একে একে প্রবেশ করছেন খামারিরা
সেবা নিচ্ছেন একজন খামারি
চিকিৎসা প্রদান কার্যক্রম পরিদর্শনে অতিথিবর্গ
আমাদের ডিসপেন্সারি
আপনাকে সাধুবাদ, এধরনের একটি সেবামূলক কাজ করার জন্য। প্রকৃতপক্ষে এটা একটি উৎপাদনশীল পেশাদারিত্বের পরিচয়। রাশিয়া ঘুরে এসে কর্ণেল তাহের এভাবেই উৎপাদনশীল আর্মি গড়ে তুলতে চেয়েছিলেন।
আপনাকে আভিন্দন,আপনার এই প্রচেষ্টা ভেটেনারিয়ানদের জন্য আনুসরনীয়।
আপনার মাধ্যমে আপনার পুরো টীমকে অভিনন্দন। আর ভি এফ সি এধরনের কাজ আরো বেশি বেশি করলে জনগণও যেমন উপকৃত হবে পাশাপাশি সমাজে ভেটেরিনারিয়ানদের সম্মানও বাড়বে।