কেমন আছেন সবাই, আজ কবুতরের একটা খুব common রোগ নিয়ে আলোচনা করবো। কবুতরের রোগ নিয়ে আলোচনার একটা কারন বলতে চাই, ভেটসবিডিতে দেখছি কবুতরের নিয়ে লেখা আর্টিকেল সবচেয়ে বেশিবার পড়া হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে কবুতরের ব্যাপারেই। আমার স্যার কাজী আশরাফুল ইসলাম, যিনি সৌখিন কবুতরের উপর একটা আর্টিকেল লিখেছিলেন, ওনার কাছেও তাই। ঢাকা থেকে তো এক ভদ্রলোক অফিসেই চলে আসলেন কবুতর কিনতে। তাই ভাবলাম এবার একটু এদিকে নজর দেয়া যাক, তাই এই আর্টিকেল। অভিজ্ঞজনেরা ভুল হলে ধরিয়ে দেবার অনুরোধ রইলো। চলুন শুরু করি-
ভূমিকাঃ
এই রোগটি Trichomonas columbae এবং Trichomonas gallinae নামক এক প্রকার প্রোটোজোয়া দ্বারা হয়ে থাকে যার নাম canker বা Trichomoniasis । এটা একটা microscopic single-celled organism যা কবুতরের digestive tract –এ বাস করে, বিশেষতঃ throat and crop, এমনকি bile duct-এও থাকতে পারে। পরিবেশে এই জীবানুটি খুবই fragile এবং পাখির দেহের বাইরে কয়েক মিনিট মাত্র বেঁচে থাকতে পারে। আর এটাই রোগটিকে কন্ট্রোল করাতে সাহায্য করেছে এবং আরো একটি সুবিধা হলো যে এর ফলে কবুতরের ঘর থেকে বা আশপাশের পরিবেশ থেকে এ রোগটি সহযে অন্য কবুতরে সংক্রমিত হতে পারে না, যেমনটা হয় কৃমি বা প্যারাটাইফয়েডের ক্ষেত্রে।
কিভাবে ছড়ায়ঃ
জীবানুটি (trichomonad) ছড়ানোর জন্য দুটি কবুতরের মধ্যে একটা intimate contact বা নিবিড় সম্পর্ক থাকতে হবে। সাধারনত লালা বা pigeon milk এর মাধ্যমে এ জীবানুটি ছড়িয়ে থাকে। লালার মাধ্যমে খাবার এবং পানি দুষিত হয়ে পড়ে এবং যখন একটি কবুতর পানি খায় তখন জীবানু মুখ থেকে সাতরিয়ে পানিতে চলে আসে। এরপর যখন আরেকটি কবুতর সেই পানি পান করে তখন সে শুধু পানিই পান করে না তার সাথে জীবানুও ঐ পানির সাথে খেয়ে ফেলে। আবার যখন আক্রান্ত কবুতর শষ্যের দানা বেছে বেছে খায় তখন তার মুখ থেকে যে শষ্যদানাগুলো পড়ে যায় তার প্রত্যেকটির সাথেই অল্প পরিমানে লালা মিশ্রিত হয়ে যায়। এভাবেই খাদ্যের পাত্রেও জীবানু ছড়িয়ে পড়তে থাকে। এছাড়া প্রাপ্ত বয়স্ক কবুতর থেকে বাচ্চাকে খাওয়ানোর সময়ও জীবানু বাচ্চার দেহে চলে যায়। তবে এ থেকে রোগ ছড়ানোর পরিবর্তে অনেক সময় বাচ্চাতে এর বিরুদ্ধে রোগ-প্রতিরোধ ক্ষমতাও উৎপন্ন হয়ে থাকে কেননা, feeding এর মাধ্যমে অল্প পরিমান জীবানুই বাচ্চার দেহে প্রবেশ করে যা বরং immunity development-এই বেশি সাহায্য করে। আরেকটি কথা, দেখা গেছে, কবুতর কোন কারনে ধকলে পড়লে এই রোগ দেখা দেয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয় তবে আগে থেকেই treatment নেয়া ভালো বলে অনেকেই মনে করেন।
লক্ষণঃ
- Repeated swallowing movements can be a sign of canker. I usually notice this after the birds land on the loft, after the training
- yellow stuff in the throat and beak of the bird
- ruffled plumage
- apathy of the bird
- weight loss and weakness
- increased water intake – this also produces the so called “wet nests” when the parents having canker pump a lot of water in the nestlings
- the birds are reluctant to fly
রোগটির কিছু form –
Pharyngeal Form: এটাই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। খামারিগণ সাধারনত তাদের কবুতরের গলায় হলুদ বর্ণের একটা বস্তু দেখতে পান। এটা অনেক সময় এতোই বড় হয় যে তা অনেক সময় খাবার গ্রহণ এমনকি শ্বাস নিতেও বাধা সৃষ্টি করে।
Umbilical canker: সাধারনত সংক্রমিত ঘর থেকে সদ্যজাত বাচ্চাতে এই প্রকারের canker দেখা যায়।
Organ Form: খুব তীব্র রোগে canker দেহের আভ্যন্তরিন অঙ্গ-প্রতঙ্গকে আত্রান্ত করে। প্রায়শই দেখা যায় লিভারে। উদাসিনতা, উসকো-খুসকো পালক, ডায়রিয়া এসব লক্ষণ দেখা যেতে পারে। লিভার অকার্যকর হয়ে বেশির ভাগ ক্ষেত্রে কবুতরগুলো মারা যায়।
চিকিৎসাঃ
Metronidazole এ রোগের বিরুদ্ধে বেশ ভালো কাজ করে। ২০০ মিলি গ্রাম-এর একটি ট্যাবলেট প্রাপ্ত বয়স্ক কবুতরের জন্য চার ভাগের একভাগ করে দিনে একবার করে খাওয়ালেই ভালো ফলাফল পাওয়া যায়। আবার সিরাপও ব্যবহার করা যায়। ১০ মিঃলিঃ করে প্র্রতিদিনের খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তবে এক্ষেত্রে অসুবিধা হলো পানির স্বাদ নষ্ট হয়ে যায় বলে অনেক সময় পাখি ওষুধ মেশানো পানি খেতে চায় না। ঔষধের পরিমান বেশি হলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে সর্ব অবস্থায় অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ মোতাবেক ব্যবহার করবেন।
kobuta ar subuj paykhana , o kapuni , rogar protikar ki , bolban ki?
আপনি এই কমেন্টটি পড়ুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। http://vetsbd.com/poultry/poultry-management/article-id/340#comment-1739
I want to know about Ammix Solvit AD & E and Its company name.
amr akta pigeoner ghar baka hoye jai. oneke ai disease taake taal bole………….. amr akta pigeon taal hoise so ai situation aaaaaaaaaaa ki korle aita vlo hobe? ami 25 days jabot thioit khawacchi……………………+ absovit vitamin khawachi
আপনার কবুতরগুলোর কি আগে রানিক্ষেত হয়েছিল? যদি রানিক্ষেত রোগের কারনে ঘাড় বাঁকা হয়ে থাকে, তবে তা ভালো হওয়া নিয়ে সন্দেহ আছে।
আস্সালামু আলাইকুম। স্যার, আমার মাদী কবুতরটি যখন কিনেছিলাম, তখন সেটি সম্পূর্ণ সুস্থ ছিল (আমার জানা মতে)। কিন্তু ২ সপ্তাহ্ যেতে না যেতেই খেয়াল করলাম যে, কবুতরটি নিজের মাথাটিকে কিভাবে যেন বাঁকিয়ে উল্টো করে আকাশের দিক বরাবর অর্থাৎ উপর দিক বরাবর মুখ করে থাকে। কবুতর সম্পর্কে তেমন কোন ধারণা না থাকাতে প্রথম প্রথম বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি। তাছাড়া প্রথম দিকে কবুতরটি এই আচরণ খুব কমই করত। কিন্তু ধীরে ধীরে যখন সেটি বাড়তে লাগলো, তখন আর গুরুত্ব না দিয়ে পারলাম না। যার কাছ থেকে কবুতরটি কিনেছিলাম, তার সাথে যোগাযোগ করার পর জানতে পারলাম, এটি ভিটামিনের অভাবের কারণে হয়েছে। তিনি আমাকে কিছু ম্যাডিসিনের ব্যাপারে পরামর্শ দিলেন। যেমন, BEOVIT, CALBO-D, BECOZIN ইত্যাদি ট্যাবলেটগুলো অর্ধেক করে দুই বেলা খাওয়ানোর জন্য বললেন। আমি তার কথা মত কিছুদিন সেগুলো খাইয়েছিলাম। কিন্তু কবুতরটির মধ্যে তেমন কোন উন্নতি পরিলক্ষিত না হওয়ায় সেগুলো খাওয়ানো বন্ধ করে দিলাম। আরও একটি ব্যাপারও লক্ষ্য করেছিলাম যে, কবুতরটিকে ট্যাবলেটগুলো খাওয়ানোর পর কবুতরটি দুর্বল হয়ে যেত। ম্যাডিসিনগুলো বন্ধ করার পেছনে এটিও একটি অন্যতম কারণ ছিল। তবে আমার কবুতরটি আল্লাহ্ তায়ালার অশেষ রহ্মতে ঠিক মত খাওয়া-দাওয়া করে। গত ৬ই এপ্রিল ও ৮ই এপ্রিল কবুতরটি দুটি ডিমও দিয়েছে আল্লাহর রহ্মতে। ডিমের উপর বসে কবুতরটি ‘তা’ও দিচ্ছে। কিন্তু ঐ সমস্যাটি এখন পর্যন্ত সমাধান হয়নি। এর ফলে অনেক সময় কবুতরটির নিজের ডিমের কাছে যেতেও অনেক কষ্ট করতে হয়। কারণ, ডিমগুলো একটি উঁচু পাত্রে রাখা আছে, যেখানে উঠতে হলে কবুতরকে সামান্য লাফ দিতে হয়। স্যার, আমার এই কবুতরটির চিকিৎসার ব্যাপারে অনুগ্রহ করে যদি কার্যকর কোন পরামর্শ দিতেন, তবে খুবই উপকৃত হতাম। আমি চট্টগ্রামের বাসিন্দা।
Rx
Syp. Pexacin 100 ml
1ml per 1 liter water
Tab. thiovit
1/8 with water
You may try this prescription
প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সাড়া পাওয়া যায় তবে encephalomalacia ফর্মে চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যায়না। এখানেও দেখা যাচ্ছে- torticollis, ঘাড় ও মাথা পেচানো অবস্থায় একটি মুরগি।
ভিটামিন-ই এর অভাব জনিত লক্ষণের সাথে অন্য যেসব রোগের লক্ষণের মিল রয়েছে সেগুলো হলো-
Avian Encephalomyelitis
Gangrenous Dermatitis
রাণিক্ষেত
ভিটামিন-বি১ এর অভাব।
আশা করি এই তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।
আপনি যদি ভিটামিন-ই ও সেলেনিয়াম এর অভাব জনিত রোগের পোস্টমর্টেম লক্ষণগুলো দেখতে চান তবে এখানে ক্লিক করুন।
আমার ১০০ কবুতর আছে সমস্যা হচ্ছে বাচ্চার বয়স ৮/১০দিন হলে চোখের ভিতর সাদা সাদা কি যেন হয়, চোখ ফোলা, চোখ দিয়ে পানি পড়ে. মুখের ভেতর সাদা সাদা কি যেন হচ্ছে।পরিস্কার করলেও আবার হচ্ছে। ফলে বাচ্চা মারা যাচ্ছে। দয়া করে এই রোগের নাম ও এর প্রতিকার বা করনিও যদি বলেন তাহলে চির কৄতজ্ঞ থাকবো।
আপনি ডক্সিসাইক্লিন ২ গ্রাম/লিঃ পানিতে এবং সাথে টাইলোসিন টারট্রেট ৭.৫ গ্রাম/২ লিঃ পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন।
আস্সালামু আলাইকুম। কি কি কারণে কবুতরের ডিম নষ্ট হতে পারে (যেমন, ডিমে পানি লাগলে, ডিমে ‘তা’ না দিলে ইত্যাদি, ইত্যাদি)? এটি জানা থাকলে পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করা যেতে পারে। কবুতরের ডিমগুলো ভালো অবস্থায় আছে না কি নষ্ট হয়ে গিয়েছে, তা বোঝার কোন উপায় আছে কি? কবুতরের ডিমে বাচ্চা এসেছে কি না, তা বোঝার কোন উপায় আছে কি? অনুগ্রহ করে উপরোক্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হতাম।
স্যর, আমার নাম সুজন, আমি কবুতর খুব ভালবাসি ।আমার বিভিন্ন প্রজাতির ১২২ টা কবুতর আছে। মাঝে একটা কবুতর সবুজ /চুন পায়খানা করছিল, একিদন পর খাওয়া দাওয়া off করে দিয়েছে পরে আমি ওটাকে সরিয়ে ফেলেছি ২ দিন পর দেখি কবুতরটার মাথা টাল খায়,মাথা ঘোরায়, 2 দিন পর কবুতরটি মারা গেছে, আমার মনে হয় ওর রানিক্ষেত হইছিল এখন অন্য কবুতর গুলো যেন আক্রাণ্ত না হয় তার জন্য আমি কি কি করতে পারি একটু বিস্তারিত যদি বলেন ? আমাকে একজনে পরামর্শ দিল যে Ciprofloxacin pawdar 2gm/1 litar water…খাওয়াতে। .আমি এটা এখোনো খাওয়াই নি…….plz sir help me আমি আমার কবুতর গুলোকে কিভাবে safe করবো…………………
আপনি সকালের পানিতে ৪ ঘন্টার জন্য তুঁতে ১ গ্রাম/৩লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন, আর বাকি সময়ে Ciprofloxacin ১মিলি/১লিটার পানিতে খাওয়াতে পারেন। আরো ভালো চিকিৎসার জন্য আমার এই আর্টিকেলটি পড়ুন http://vetsbd.com/poultry/poultry-disease-management/article-id/1782
Dear,
ভাইয়া,, Ciprofloxacin কি পাউডার নাকি সিরাপ কোনটা খাওয়াবো এবং কদিন খাওয়াবো। তুঁতে কদিন খাওয়াবো ??
পাউডার বা সিরাপ যেকোনটাই খাওয়াতে পারেন, তবে আমি পাউডারটাই খাওয়ানোর পরামর্শ দেবো। আর সব কিছুই আপনি ৩-৫ দিন খাওয়াতে পারেন।
ভাইয়া, আমি কবুতর পালনে নতুন। আমার মাদী কবুতর দুটো সমস্যায় ভুগতেছে। একটি হলো, চোট খেয়ে মাদীর বাম পায়ের বাম আঙুলটি ফুলে লাল হয়ে গেছে। সেজন্য মাদী সারাক্ষন পা উপরে তুলে রাখে। আমি বুঝতেছিনা কি করবো। অপর সমস্যা হলো, এই মাদী কবুতরটিই দুদিন হয় ঝিমাচ্ছে আর পায়খানা পাতলা সবুজ রংয়ের। আমি খুব চিন্তায় আছি। ভাইয়া, অনুগ্রহ পূর্বক আমাকে পরামর্শ দিলে অনেক উপকৃত হব।
ভাইয়া, আমার কবুতর এর বাচ্চা ১৫/২০ দিন বয়শ হলে বাচ্চার হঠাৎ পা প্যরালাইসিস হয়ে যাচ্চে।শুকিয়ে যাচ্চে, এই problem 1 month ধরে হচ্ছে plz er প্রতিকার একটু দ্রত জানালে কবুতর গুলাকে বাছাতে পারতাম……।। plz help me vaia……i am waiting for ur ans…….?????
vaia,, boro kobutor jeno effected na hoi er jonno ki korbo………..janaben plz ?????
suddenly amar kichu kobutor dark sobuj chuna paikhana kortese, plus bomi oooo kortese,. paikhana ta athaloo dhoroner. ………..amr mone hocche aita salmonellosis…………… akhon ki korle kobutor gulo k bachano jabe………….plz reply……….
ভাই ,আমার একটা মাদি কবুতর বেশ কিছুদিন যাবত ঝিম মেরে কোণায় বসে থাকে,তেমন খায় না।মুখের ভিতর কফ জাতীয় কিছু একটা দেখা যায়… কিন্তু নাক/মুখ/চোখ দিয়ে পানি পড়ে না/কাশি দেয় না। ১ মাস হল বাচ্চা দিয়েছে…… বুঝতে পারছিনা ক্যঙ্কার নাকি অন্য কিছু……… দয়া করে পরামর্শ দিবেন
Ami noton kobotor pali amar 20 jora kobotor ak mas dore pali hotat 2 ta kobotor mara gese mara jawar age soboj paikana o gimato aldaw kore cilam kinto bacate parlamna akon anno kobotor goloke nie cinta ami akon ki korbo sir amake cutto akti poramorso din pls
আমার একজোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল আছে বয়স ৩ সাম কিন্তু ছোট ছোট পালক খুব ঝড়ে যাচ্ছে খাচার অন্য কবুতরের চেয়ে বেশি পালক ঝড়ছে এটাকী কোন সমস্যা? যদি সমস্যা হয় সমাধানটা জানাবেন …..
একই বয়সের বাচ্চার চেয়ে যদি বেশি পালক পড়ে তবে তো একটু সমস্যাই। আপনি Zinc vet বা Zis vet বা Zill vet বা অন্য কোন জিংক সালফেট সলিউশন ৩মিলিঃ/লিঃ পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
Hi, I’m Imran. I like bird. I have lot of pigeon
Please give me advice about pigeon pox.
আমার কবুতরের ক্যাঙ্কার হয়েছে,উল্লেখিত ঔষদ দিয়াচি।আর কি করব?লক্ষা কবুতরের হয়াছে।
ভাইয়া আমার সিরাজি কবুতর বাচ্চা থেকে বড় হয়ে প্রথম ডিম পারল। কিন্তু দুই ডিম পারার পরএখন দিন আর ওম দিচ্ছে না। নর মাদি দুইটাই লেজ নামিয়ে বসে থাকে। কিন্তু কবুতর জোরা কাল পযন্ত সুস্থ ছিল। হঠাৎ একদিনে কি হল? please আমাকে বলেন যে এখন আমি কি করব?
জরুরি হেল্প পোস্ট আমার নতুন কবুতর পালক।এক জোড়া সার্টিন কিনেছি মাত্র ৪ দিন হল।কবুতরের রোগ সম্পর্কে কিছুই জানি না।আমার একটা কবুতর খালি ঝিমায় খাবার খায় না।শুকিয়ে যাচ্ছে। ওজন ও কমে যাচ্ছে।কি রোগ হতে পারে? পায়খানা ঠিক আছে। আবার আজকে দেখলাম মুখের ভিতরে জিব্বায় হলুদ হলুদ কি যেন দুই তিনটা ঘা।কেউ কি একটু দয়া করে বলবেন কি করতে পারি?
জরুরি হেল্প পোস্ট আমার নতুন কবুতর পালক।এক জোড়া সার্টিন কিনেছি মাত্র ৪ দিন হল।কবুতরের রোগ সম্পর্কে কিছুই জানি না।আমার একটা কবুতর খালি ঝিমায় খাবার খায় না।শুকিয়ে যাচ্ছে। ওজন ও কমে যাচ্ছে।কি রোগ হতে পারে? পায়খানা ঠিক আছে। আবার আজকে দেখলাম মুখের ভিতরে জিব্বায় হলুদ হলুদ কি যেন দুই তিনটা ঘা।কেউ কি একটু দয়া করে বলবেন কি করতে পারি?