৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কয়েকটি সময়সূচি পূননির্ধারণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও সেদিন হরতালের কারণে ১৯ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। আর ১৮ ডিসেম্বরের পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। আর ২৪ ডিসেম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং একই দিনের মেডিকেল সায়েন্স প্রথম পত্র ও ২৬ ডিসেম্বরের মেডিকেল সায়েন্স দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে ৩০ ডিসেম্বর। তবে ১৯, ২০ ও ২৩ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে।
পিএসসির পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলী, ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিষয়াবলি প্রথম পত্র ও বিকেলে বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র, ২৩ ডিসেম্বর সকালে বাংলা এবং বিকেলে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির পরীক্ষা হবে। ১১ ডিসেম্বর প্রকাশিত আসনবিন্যাস ঠিকই থাকবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
সূত্রঃ প্রথম আলো ডটকম
Vetsbd Livestock related only Bangla blog