রাজধানী ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা থেকে দুর্লভ প্রজাতির এগারোটি পাখি চুরি হয়েছে । বিদেশ থেকে কিনে আনা এই পাখিগুলো রোববার রাতে চুরি হলেও এই ঘটনায় মঙ্গলবার শাহ আলী থানায় একটি মামলা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চিড়িয়াখানার দুই নিরাপত্তা কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, অ্যানিমেল কেয়ারটেকার চাঁন মিয়া ও নৈশ প্রহরী সংকর লাল।
চিড়িয়াখানার মতো সুরক্ষিত জায়গার ভেতর থেকে কিভাবে পাখি চুরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, ‘‘৪/৫ লাখ টাকা মূল্যের তিন প্রজাতির ১১টি বিরল প্রজাতির পাখি চুরি হয়েছে বলে আমরা সোমবার সকাল ৭টায় জানতে পারি। চুরি হওয়া পাখিগুলোর মধ্যে রয়েছে ৩টি কাকাতুয়া, ৬টি হলুদ টিয়া ও ২টি লাল টিয়া। প্রাথমিকভাবে আমরা মনে করছি, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। এ জন্য নৈশপ্রহরী শংকর লাল মৃধা ও এনিম্যাল কেয়ারটেকার চান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’’
সিঙ্গাপুর এবং আফ্রিকা থেকে এইসব দুর্লভ পাখি কিনে আনা হয়। পাখি চুরির এ ঘটনার পর চিড়িয়াখানার অন্যান্য পশুপাখির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি চিড়িয়াখানার অন্যান্য পশুপাখির নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পাখি বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল খান। তবে চিড়িয়াখানার কিউরেটর এম শহীদুল্লাহ বিবিসিকে বলেন, এ ধরনের ঘটনা সচরাচর না ঘটলেও তিনি মনে করেন, চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরালো করা দরকার। কারণ এই চুরির পেছনে সংঘবদ্ধ কোনো পাচারকারী দলের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে তারা ধারনা করছেন।
এদিকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান বাংলানিউজকে জানান, ‘‘চুরির ঘটনায় চিড়িয়াখানার কিউরেটর প্রথমে বিষয়টি সাধারণ ডায়েরি করার জন্য অপর এক কর্মকর্তাকে দিয়ে থানায় অভিযোগ পাঠিয়েছিলেন। কিন্তু যেহেতু বিষয়টি রহস্যজনক, তাই জিডি রেকর্ড না করে আমরা মামলা করার পরামর্শ দেই।’’
তবে চুরি হয়ে যাওয়া পাখির সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন প্রকার তথ্য দিয়েছে- যেমন ঢাকা টাইমস শাহ আলী থানার উপপরিদর্শক ছবির উদ্দিন সিকদারের বরাত দিয়ে বলছে ৮০টি পাখি চুরি হয়েছে, অপরদিকে কিউরেটর এম শহীদুল্লাহ আজ সকালে প্রথম আলো ডট কম-কে বিভিন্ন প্রজাতির ১৫০টির মতো পাখি চুরি হয়েছে বলে জানিয়েছিলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, তিন প্রজাতির ১১টি পাখি চুরি হয়েছে।
জাতীয় চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির ১৪শ পাখি রয়েছে। এর আগে ২০০৮ সালেও মিরপুর চিড়িয়াখানা থেকে কিছূ পাখি চুরি গিয়েছিল।
খবর: বিবিসি, বাংলা নিউজ ২৪ ডট কম,
Vetsbd Livestock related only Bangla blog