পাঠকের অনুরোধ: অভিজ্ঞদের সহায়তা কামনা করছি

আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন পাঠক কিছু বিষয়ে জানতে চেয়ে, কিছু বিষয়ে সাহায্য চেয়ে মেইল করেছেন, তাদের কেউ কেউ ভেটসবিডি’র “এডমিনকে বলুন” ফিচারটি ব্যাবহার করেছেন, আবার কেউ কেউ বিভিন্ন আর্টিকেলে মন্তব্য করেও সহায়তা চেয়েছেন। খন্ড খন্ড ভাবে পাঠানো সেসব মেইল আর মন্তব্য থাকছে আজকের আর্টিকেলে, যাতে করে আপনারা সেসব প্রশ্ন আর মন্তব্যের উত্তর দিয়ে তাদেরকে সহায়তা করতে পারেন।
Dr. Rajib Dutta বলেছেন,
”At first thank u for ur broiler management chart. Now if u also give one month layer medicine schedule in laying period and a pullet management chart I will be grateful to u.”


Md razaul islam বলেছেন,
”আস্সালামুআলাইকুম,
ভাইয়া আমি কক মুরগী পালনে আগ্রহী যদি এ ব্যাপারে
বিস্তারিত কিছু পোষ্ট করতেন তাহলে উপকৃত হতাম।
ধন্যবাদ।”

Reza বলেছেন,
”plz write an article about HARE. or send me about hare’s training centre “

মাইনুল ইসলাম বলেছেন, “আমার আট জোড়া কবুতর আছে।গিরিবাজ, দেশি,হমার এবং ঘিয়াচুল্লি।ওদের টিকা দেয়া হয়নি।কি কি টিকা দিবো কিভাবে দিবো জানাবেন।।আর হাট থেকে নতুন একটা পাইরি কবুতর এনেছি। আমার কেন জানি মনে হয় ও অসুস্ত। সবুজ পায়খানা করে।কি করবো বলবেন??”

চট্টগ্রাম থেকে জনাব কামাল আহমেদ কক-এর প্যারেন্ট স্টকে কি কি ভ্যাক্সিন প্রয়োগ করতে হবে তার একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়ে ফোন করেছিলেন। উল্লেখ্য তিনি নতুন ভাবে ৪০০০ কক-এর এই প্যারেন্ট স্টক ফার্মটি প্রতিষ্ঠা করেছেন।

 

প্রিয় পাঠক, আপনারা অনেক বিষয়ে অনেক অনেক জানেন, উপরের বিষয়গুলো সম্পর্কে আপনাদের কারো কারো রয়েছে বিস্তর অভিজ্ঞতা। আপনাদের সেই অভিজ্ঞতার আলোয় আলোকিত হোক আরা কিছু মানুষ….

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

আসুন, একজন ভেটেরিনারিয়ানের স্বপ্নগুলাকে বাঁচাই

ডাঃ আহসানউল্লাহ মানিক, ‌‌পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের ছাত্র ছিলেন৷ ডিভিএম পাশ করে …

একটি মন্তব্য

  1. ভাই,সোনালি মুরগি ৬০-৭০দিন পালনে কি কি ঔষধ লাগে এবং কি ভিটামিন কখন খাওয়ালে ভাল গ্রোথ আসে,জানালে উপকৃত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.