মানুষ এবং অন্যান্য প্রাণিতে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স কমানোর লক্ষ্যে যুক্তরাজ্যে এক আদেশে ২০১৩ সাল থেকে খামারিদের নিকট এন্টিমাইক্রোবিয়াল মেডিসিনের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
ইউরোপিয়ান কমিশনের এক পর্যবেক্ষণে দেখা যায়, যুক্তরাজ্য কিছু বিশেষ মেডিসিনের বিজ্ঞাপন প্রচারে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ সঠিকভাবে অনুসরণ করেনি, যার ফলে এই পরিবর্তন আনা হলো।
কিছু ঔষধ কোম্পানি এবং কিছু সংগঠন এই আদেশে “হতাশ” হয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে।
খামারি এবং ভেটেরিনারি সার্জনদের মধ্যে এ নিয়ে বিতর্ক থাকলেও British Veterinary Association (BVA) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, এন্টিমাইক্রোবিয়ালের বিজ্ঞাপন ভেটেরিনারি সার্জনদের উপর অযাচিত এক ধরনের চাপ তৈরি করে।
BVA- এর সভাপতি Peter Jones বলেন, “ ফার্মাসিউটিক্যাল কোম্পানি কর্তৃক নতুন এন্টিমাইক্রোবিয়ালগুলির বহুল প্রচার করা হয়, এতে কিছু খামারিদের দ্বারা ভেটেরিনারিয়ানদের উপর একটি অযাচিত চাপ তৈরি হয়, যারা ঐ সমস্ত এন্টিমাইক্রোবিয়ালগুলি তাদের খামারে প্রয়োগ করে দেখতে চায়, যেগুলি খুব ভালো কাজ করে বলে কোম্পানিগুলো প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু সেটি হয়তো তার জন্য যথোপোযুক্ত নাও হতে পারে।”
তিনি আরো বলেন,“ প্রকৃতপক্ষে, একজন ভেটেরিনারি সার্জনই সিদ্ধান্ত নেবেন, যে কোন্ ভেটেরিনারি প্রোডাক্টটি ব্যবহার করতে হবে এবং তাঁদেরকে বিচক্ষণতা আর দায়িত্ব সহকারে তাদের খামারিদের জন্য এন্টিমাইক্রোবিয়াল ড্রাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। ”
খবরটি জেনে আমার বেশ ভালো লেগেছে। আমিও বিষয়টি সমর্থন করি আর মনে মনে ভাবি, আহা! আমাদের দেশেও যদি…
(ওয়ার্ল্ড পোল্ট্রি নিউজ অবলম্বনে)
Taifur Bhai thanks once again. Please elaborate what is anti microbial.. Is this antibiotic.
এিন্টমাইক্রোবিয়াল বলতে এন্টিবায়োটিক, এন্টিভাইরাল,এন্টিফাঙ্গাল,এন্টিপ্রোটোজোয়াল সবকিছুকেই বোঝায়।