বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সভার ফলো-আপঃ
ডিএলএস-এর পরিচালক (প্রশাসন) জনাব ডাঃ মোসাদ্দেক আলীর সহকারী জনাব শশী (AH)’র কাছ থেকে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক জনাব ডাঃ মোঃ হাবীবুর রহমান মোল্লা অর্গানোগ্রামের যে কপিটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে তার একটি কপি চাইলে, জনাব শশী তা দিতে অস্বীকার করেন। এ থেকে এটাই প্রতিয়মান হয় যে, অর্গানোগ্রাম বাস্তবায়ন সত্যিই অনেক জটিল আকার ধারণ করছে। তাই, ভেটেরিনারি প্রফেশনের স্বার্থে সকল ভেটেরিনারিয়ান- যে যেখানে আছেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বৃহৎ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
Vetsbd Livestock related only Bangla blog
আমি জনাব শশীকে সাবধান করে দিতে চাই , পারলে সাহস থাকলে ন্যায় কিছু করুন , পরোকালে আল্লাহ আপনার ভাল করবেন,
অযথা বেশি বাড়াবাড়ি করবেন না , এর পরিনতি ভালো হবে না কিন্তু। যদি অর্গানোগ্রাম নিয়ে বেশি লাফালাফি করেন তাহলে আমরা ভেট স্টুডেন্ট সমাজ আপনাদের ছাড়বো না ।