বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সভার ফলো-আপঃ
ডিএলএস-এর পরিচালক (প্রশাসন) জনাব ডাঃ মোসাদ্দেক আলীর সহকারী জনাব শশী (AH)’র কাছ থেকে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক জনাব ডাঃ মোঃ হাবীবুর রহমান মোল্লা অর্গানোগ্রামের যে কপিটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে তার একটি কপি চাইলে, জনাব শশী তা দিতে অস্বীকার করেন। এ থেকে এটাই প্রতিয়মান হয় যে, অর্গানোগ্রাম বাস্তবায়ন সত্যিই অনেক জটিল আকার ধারণ করছে। তাই, ভেটেরিনারি প্রফেশনের স্বার্থে সকল ভেটেরিনারিয়ান- যে যেখানে আছেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে বৃহৎ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
আমি জনাব শশীকে সাবধান করে দিতে চাই , পারলে সাহস থাকলে ন্যায় কিছু করুন , পরোকালে আল্লাহ আপনার ভাল করবেন,
অযথা বেশি বাড়াবাড়ি করবেন না , এর পরিনতি ভালো হবে না কিন্তু। যদি অর্গানোগ্রাম নিয়ে বেশি লাফালাফি করেন তাহলে আমরা ভেট স্টুডেন্ট সমাজ আপনাদের ছাড়বো না ।