পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিল্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিভিএম এর লেভেল -৩ সেমিস্টার -২ এর তরুন ভবিষ্যৎ প্রাণি চিকিৎসকের একটি দল বরিশালের নবগ্রাম রোডে অবস্থিত আঞ্চলিক প্রাণি রোগ অনুসন্ধান গবেষ্ণাগার শিক্ষা সফরে আসেন ।
এ সময় তাদের সাথে ছিলেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিল্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের প্যাথলজী এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ শিব শংকর সাহা ।
শিক্ষাথীরা প্রাণি রোগ অনুসন্ধান গবেষ্ণাগারে্র বিভিন্ন ল্যাব , পোস্ট মটেম ল্যাব , বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও ব্যাবহার খুটিনাটি দেখেন ।
এসময় প্রাণি রোগ অনুসন্ধান গবেষ্ণাগারে্র টেকনিশিয়ানরা শিক্ষাথীদের সব কিছু ঘুরে ঘুরে দেখান । এ সময় প্রাণি রোগ অনুসন্ধান গবেষ্ণাগারে্র মুখ্য বৈজ্ঞানিক কমকতা, জুনিয়র বৈজ্ঞানিক কমকতা উপস্থিত ছিলেন।
শিক্ষাথীরা বলেন ,” আমাদের বিশ্ববিল্যালয়ের সীমাদবদ্ধতার জন্য আমরা অনেক কিছু আধুনিক যন্ত্রপাতি দেখতে পারি নাই , তবে আক এখানে এসে অনেক কিছু শিখলাম , যা আমাদের অনেক কাজে লাগবে”
এ শিক্ষা সফর সম্পকে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিল্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের প্যাথলজী এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ শিব শংকর সাহা বলেন , “এটা আমার ব্যাক্তিগত ভাবে যোগাযোগের ফলে সম্ভব হয়েছে , তবে আশাকরি বিশ্ববিল্যালয়ের প্রশাসন শিক্ষাথীদের জন্য এ রকম সফরের ব্যাবস্থা করবে “

Thanks to Shib Shankar Saha for arranged such study tour and greetings to the student for their enthusiastic mind.
Pappu u should add “Paridarshan-a” word at the heading. (In office I have no bengoli writing facility)
thnax vai