পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ডিগ্রিতে আসন সংখ্যা ৫০ হতে ১০০ তে উন্নীত করন , শিক্ষক সংকট নিরসন , টুর, সেমিনার , কিড বস্ক, সহ নানা দাবিতে ২য় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে বরিশাল
ক্যাম্পাসের সাধারন শিক্ষাথীরা । আজ তারা একাডেমিক ভবনের সামনে এক মানব বন্ধন কমসুচি পালন করে , এক মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তারা বলেন ” আমরা শান্তিপুণ ভাবে আমাদের
যৌক্তিক দাবী জানাবো , কিন্তু প্রয়োজন হলে কঠোর কমসুচি গ্রহন করব” ।
এ সময় উপস্থিত ছিলেন মাসুদ রানা রিয়াজ , রিয়াজ আল মাহমুদ, , মোঃ শহিদুল ইসলাম , আরাফাতুল ইসলাম সহ প্রমুখ। ক্যাম্পাসে এখন উত্তেজনা বিরাজ করছে ।
