পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাস শাখা ছাত্রলীগের কমী সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
change image , change university এই শ্লোগান কে সামনে রেখে অনুষদীয় অডিটরিয়ামে বিকাল ৪টা ৩০ মিনিটে সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় কমসুচির অংশ হিসেবে এ কমসিচি পালন করা হয় । উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পাসের সাধারন সম্পাদক মোঃদিদারুল ইসলাম , সভা্পতিত্ব করেন ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদি হাসান , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম , সাংঠনিক সম্পাদক আথেই প্রু মারমা, যুম্ন সাধারন সম্পাদক সাব্বির আহমেদ সহ সকল পযায়ের নেতা কমী বৃন্দ।

যেহেতু এটি ভেটেরিনারি পেশাজীবীদের একটি ব্লগ তাই রাজনৈতিক কোন বিষয় নিয়ে ভেটসবিডিতে ব্লগ করা থেকে বিরত থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।