বন্য প্রাণি পাচার যেন নিত্যকার আর দশটা সাধারণ বিষয়ের মতোই সাধারণ হয়ে উঠছে। আপনাদের মনে আছে কি না গত ১১ জুন ঢাকার শ্যামলীর একটি বাসা থেকে ৩ টি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছিল? ঐ তিনটি বাঘের বাচ্চা আসলো কোথা থেকে? যে মা বাঘটার কাছ থেকে এই ৩টি বাচ্চা চুরি করা হলো, সেখানে কি ৩টি বাচ্চাই ছিল, না কি আরো বেশি ছিল? চুরি করা হলো না বলে ছিনিয়ে আনা হলো বললে সঠিক হয়। যাই হোক ঐ মা বাঘটার এর পর কি হলো? বাঘটাকে কি মেরে ফেলা হয়েছিল? কারা ছিল এর সংগে জড়িত? আপনাদের জানাতে চাই, না, বাচ্চা ৩টি ছিল না, ওখানে মোট ৪টি বাচ্চা ছিল, যারা বাচ্চাগুলো ধরে নিয়ে আসে, তারা আরেকটি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলে, আর মা বাঘটার কোন খবর পাওয়া যায় নি। বন্য প্রাণি পাচার নিয়ে ATN বাংলায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুসন্ধানি সেই রিপোর্টার ছিলেন, হোসেন সোহেল। তার ব্লগ পড়তে গিয়েই আমি এসব তথ্য জানতে পারি। সে ঘটনা আরো লম্বা, অন্য আরেকটি লেখায় তা আপনাদের জানাতে চেষ্টা করবো। তবে এই ঘটনার যে মূল নায়ক, আজ তার কীর্তিকলাপ সম্পর্কে ATN বাংলায় প্রচারিত সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি-
তবে আশার কথা, এই চোরকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। র্যাব বেশ ভালোভাবেই তদন্ত করছে বলে বোঝা যাচ্ছে। তবে আমরা চাই, যারা যারা এই পাচার সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যুগোপোযোগী আইন হোক, আর তা প্রয়োগ হোক অত্যন্ত কঠোর হস্তে।
বর্তমানে বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকায় কোথাও কোথাও ভিডিওটি নাও দেখা যেতে পারে।
ব্লক সাইড দেখতে Anchorfree software টি ব্যবহার করতে পারেন।
http://www.ziddu.com/download/14675660/HSS-1.57-install-anchorfree-238-conduit2.rar.html
ধন্যবাদ, হাবিব ভাই, সফটওয়ারটি কাজ করেছে।