এবার খামার রেজিষ্ট্রেশন ও তা নবায়ন করতে ফি যুক্ত করলো সরকার

১০০০ লেয়ার মুরগির একটি খামার নিবন্ধনের জন্য এবার খামারীকে ৫০০০ টাকা গুনতে হবে এবং খামারের পরিধি অনুসারে তা বেড়ে ১৫,০০০ টাকা পর্যন্ত দিতে হবে। গবাদি পশু ও হাঁস-মুরগির খামার নিবন্ধন/নবায়নে অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই ফি ধার্য করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রাণিসম্পদ কার্যলয়গুলোতে প্রেরণ করা হয়।


এতে দেখা যাচ্ছে, রেজিষ্ট্রেশন এর মেয়াদ ৫ বছর ব্যাপী হবে আর এই ৫ বছরের জন্য ১০০১-১০,০০০টি লেয়ার মুরগি বিশিষ্ট একটি খামার নিবন্ধনের জন্য একজন খামারীকে দিতে হবে ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) এবং নবায়ন ফি ধরা হয়েছে ৩৫০০ টাকা। আর ১০০১-৫,০০০টি ব্রয়লারের একটি খামারের রেজিষ্ট্রেশন ফি ধরা হয়েছে ২৫০০ টাকা। ১০টি গাভী বিশিষ্ট একটি খামারের রেজিষ্ট্রেশন ফি ধার্য করা হয়েছে ২০০০ টাকা।

নিচে বিভিন্ন ধরনের খামার রেজিষ্ট্রেশন/নবায়ন ফি এর বিস্তারিত তুলে ধরা হলো-

খামারের বিবরন প্রাণির সংখ্যা অনুসারে খামারের শ্রেণি রেজিষ্ট্রেশন ফি নবায়ন ফি
মুরগি (জি.পি. খামার) যেকোন

৫০০০০

৪০০০০

মুরগি (প্যারেন্ট স্টক) ৫০০০১ টির উর্ধ্বে

৪০০০০

৩০০০০

২০,০০১-৫০০০০

২০০০০

১৫০০০

২০০১-২০০০০

১০০০০

৭৫০০

মুরগি (লেয়ার ) ২০০০১ টির উর্ধ্বে

১৫০০০

১২৫০০

১০০০১-২০০০০

১০০০০

৭৫০০

১০০১-১০০০০

৫০০০

৩৫০০

মুরগি (ব্রয়লার) ১০০০১ টির উর্ধ্বে

১০০০০

৭৫০০

৫০০১-১০০০০

৫০০০

৩৫০০

১০০১-৫০০০

২৫০০

২০০০

হাঁস ৫০০১ টির উর্ধ্বে

৫০০০

৩০০০

৩০০১-৫০০০

৩০০০

২০০০

১০০১-৩০০০

১০০০

৭৫০

গাভী ৫১ টির উর্ধ্বে

১০০০০

৭৫০০

২১-৫০

৫০০০

৩৫০০

১০-২০

২০০০

১৫০০

ছাগল ৬১ টির উর্ধ্বে

১০০০

১০০০

৪১-৬০

8০০

8০০

২০-৪০

৫০০

৫০০

ভেড়া ৬১ টির উর্ধ্বে

১০০০

১০০০

৪১-৬০

8০০

8০০

২০-৪০

৫০০

৫০০

এদিকে এ খবর খামারিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তাদের কউ কউ একে স্বাগত জানালেও ফি এর পরিমান আরেকটু কম হলে ভালো হতো বলে জানায়, তবে বেশির ভাগ খামারী বক্তব্য অনেকটা এরকম-“ সরকার পোল্ট্রি খাদ্য, বাচ্চা, বিদ্যুত বিল ইত্যাদি কমিয়ে খামারিদের সহায়তা করার বদলে আমাদের উপর আরো নতুন করে খরগ উচিয়ে ধরছে, এরকম চলতে থাকলে আমরা যারা এখনও কোন রকমে টিকে আছি তারাও বাধ্য হয়ে এ ব্যবসা ছেড়ে দেবে।”

উল্লেখ্য, এ মাসে পরপর দু’বার পোল্ট্রি খাদ্যের মূল্য বস্তা প্রতি ৭৫-১০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। আর মহামারির ভয় তো জুজুর মতো পিছনে লেগেই রয়েছে, এমতাবস্থায় নতুন এই ফি খামারিরা কিভাবে গ্রহণ করে তাই এখন দেখার বিষয়।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

৪ মন্তব্য

  1. Would you please inform me that how I register my duck firm situated at Bhaluka, Mymensingh? Notable, at present I have about 400 birds and I have a plan to increase it up to 5000.

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনার ২ কপি ছবি নিয়ে ভালুকা প্রাণিসম্পদ কার্যালয়ে (স্থানীয় পশু হাসপাতালে) যোগাযোগ করুন। তারাই আপনাকে বাকি সব বিষয়ে সহযোগীতা করবেন।

  2. খামার রেজিস্ট্রি করলে কি কি সুবিধা পাব?

  3. আমি একটি ছাগলের খামার করতে চাই।
    আমি কি শুরু করার আগে নিবন্ধন এর জন্য আবেদন করব নাকি পরে আবেদন করব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.