পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের ডিভিএম ডিগ্রিতে আসন সংখ্যা বৃদ্ধি ও অত্র অনুষদে শিক্ষক সংকট নিরসনের আবেদনে অনুষদীয় ডিন প্রফেসর ডঃ মোঃ আব্দুল বাছেত এর নিকট এক স্বারকলিপি প্রদান করেছে অনুষদের সাধারন ছাত্র-ছাত্রী । এ সময় ছাত্র নেতারা জানান , পবিপ্রবির অন্যান্য অনুষদে ছিট সংখ্যা বৃদ্ধি করা হলেও প্রায় ১০ বছরের পুরনো এই ডিভিএম ডিগ্রির ব্যাপারে কোন
উদ্যোগ এখনও পযন্ত গ্রহন করা হয় নাই । ছাত্র নেতারা আরো জানান , পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে চরম ভাবে শিক্ষক সংকট রয়েছে , ফলে শিক্ষা
কাযক্রম ব্যাহত হচ্ছে । এ ব্যাপারে এ।এন।এস।ভি।এম অনুষদের ডিন বলেন , তোমাদের দাবী যৌক্তিক , তবে আমি ভিসি স্যার এর সাথে কথা বলে জানাবো।
বিষয়বস্তুআসন বৃদ্ধি পবিপ্রবি
এটাও দেখতে পারেন
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …