প্রিয় পাঠক, সবাই কেমন আছেন? ১ম পর্ব ও ২য় পর্বের পর আজ আমার আর্টিকেলটির শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি।
রোগ নির্ণয়ঃ
Gross Intestinal Lesion দেখে ক্লিনিকেল ডিজিজ সবচেয়ে ভালো ডায়াগনোসিস করা যায়। কক্সিডিওসিস এর সাথে এ রোগের gross lesion গুলি মিলে যেতে পারে। সন্দেহ থাকলে মাইক্রোসকপিক এক্সামিনাশন করা যেতে পারে। এ ক্ষেত্রে কক্সিডিয়া থাকা বা না থাকার উপর ভিত্তি করে রোগটি নিশ্চিত হওয়া যাবে।
প্রতিরোধঃ
Antibiotic Growth Promoter (AGP) এর বিকল্প প্রোডাক্টের প্রতি দিন দিন মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। প্রচুর গবেষনা আর ফিল্ড পর্যায়ে ব্যবহারের পর এশিয়ার পোল্ট্রি উৎপাদকগণ কিছু ন্যাচারাল প্রোডাক্টকে স্বাগত জানিয়েছে, বিশেষত একেবারেই plant product যেমন Sangrovit® যা papaveraceae genus এর উদ্ভিদ থেকে উৎপন্ন এবং অত্যন্ত বিশুদ্ধ ফিড গ্রেড ফর্মে পাওয়া যায়। হজম সংশ্লিষ্ট organ এবং এনজাইমকে stimulate করার মাধ্যমে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারের মতো কার্যাবলি প্রদর্শন করে Sangrovit® হজম এবং রুচি বৃদ্ধি করে।
Sangrovit® aromatic, amine acid decarboxylase, AAD কে বাধা দিয়ে alanine ও tryptophan এর availability বাড়িয়ে দেয়। সেই সাথে Sangrovit® antimicrobial, anti-inflammatory এমনকি tumoristatic বা tumoricidal compound হিসেবে কাজ করে স্বাস্থ্যের প্রভুত উন্নতি সাধন করে থাকে। আমেরিকার University of Raleigh কর্তৃক এক ফিল্ড ট্রায়ালে পরিস্কারভাবে দেখা গেছে যে বার্ডে Clostridium perfingens দ্বারা চ্যালেঞ্জ দেয়ার পরও Sangrovit® সেইসব বার্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করেছে। যদিও intestinal লেভেলে প্যাথোলজিক্যাল lesion তৈরি হয়, তবু দেখা গেছে যে Sangrovit® intestinal microenvironment কে এমনভাবে পরিবর্তন করে যাতে ব্যাকটেরিয়াল চ্যালেঞ্জ দেয়ার পরও pathological affectsকে দমন করে রাখে। কন্ট্রোল গ্রুপ এবং Sangrovit® দ্বারা treatment করা গ্রুপকে ব্যাকটেরিয়াল চ্যালেঞ্জ দেয়ার ৭দিন পর এবয় ১৪ দিন পর তাদের Lesion Score এর মধ্যেও গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা গেছে।
পরিশেষে, এটাই বলতে চাই, “ it is important to choose the correct preventive method to control gut health. In case of problems the use of products- with specific action against Clostridium, like probiotics such as Sangrovit®, is advised to reduce the aggressiveness of clostridial infections.”
উপসংহারঃ
- Clostridial necrotic enteritis শুধু ভালো hygiene দ্বারাই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
- Clostridial enteritis ক্লিনিক্যাল ও সাব-ক্লিনিক্যাল উভয় ভাবেই থাকতে পারে।
- Sangrovit® ফিড সাপ্লিমেন্টেশন এর দ্বারা necrotic enteritisকে নিয়ন্ত্রণ করা যায়।
পোণ্ট্রির উপর Sangrovit® এর research article পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।