প্রিয় পাঠক, ভেটসবিডিতে আপনাদের সুবিদার্থে আমরা একটি নতুন বিভাগ যুক্ত করলাম, “অফ-টপিক”। এই বিভাগে আপনারা ভেটেরিনারি বা প্রাণিসম্পদ সংশ্লিষ্ট নয় এমন বিষয়ের লেখাগুলো এখানে পোস্ট করতে পারবেন। তবে সেই লেখাগুলো যেন সাম্প্রতিক আর জনগুরুত্বপূর্ণ হয় সেদিকটা মাথায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আরেকটা কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই- দয়া করে কেউ অনলাইন সংবাদপত্র বা অন্য কোন সোর্স থেকে হুবহু কপি করে কোন আর্টিকেল লিখবেন না। তবে সেই সংবাদের উপর আপনার রিভিউ লিখতে পারবেন। আর তাছাড়া এটি কপিরাইট আইনেরও লঙ্ঘন এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google এধরনের লেখাকে তাদের সার্চ লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে, ফলে মৌলিক লেখা না হলে তা গুগলে সার্চ দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ভেটসবিডি সৃজশীলতা পক্ষে। তাই ভবিষ্যতে এ ধরনের আর্টিকেল বিনা নোটিশে সরানো হতে পারে।
এখন থেকে প্রতিটি আর্টিকেলের নিচে Tags যুক্ত হলো। এই ট্যাগগুলো হলো কিছু শব্দ বা শব্দের সমষ্টি যা আপনার আর্টিকেল লেখার সময় Tag এর ঘরে লিখে থাকেন এবং এই শব্দগুলো দিয়ে সার্চ দিলে পাঠক আপনার আর্টিকেলটি সহজেই খুঁজে পাবে।
হোম পেজ থেকে লেখকের ছবি অপসারন করা হয়েছে। এই কাজটি করা হয়েছে সাইটের গতি বৃদ্ধির লক্ষ্যে। তবে তা একেবারে সরানো হয়নি, লেখকের নামের উপর মাউচ ধরলেই তা টের পাবেন।
আর আর্টিকেল প্রিয়তে নেবার ফিচারটি এখন আর্টিকেল-এর বাম পাশে Floating Bar এ অবস্থিত। (যারা ভেটসবিডিতে রেজিষ্ট্রেশন করেননি, তাদের বলছি, এই ফিচারটির মাধ্যমে পাঠক তার ভালোলাগা আর্টিকেলগুলো তার একাউন্টে জমা করে রাখতে পারবেন, এই ফিচারটি উপভোগ করতে রেজিষ্টার্ড সদস্য হতে হবে। তাই রেজিষ্ট্রেশন করে নিন। )
পরিশেষে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা।