একটি ব্রয়লার ম্যানেজমেন্ট চার্ট দিলাম, দেখুন তো কেমন হলো-

এই অনুরোধটি এতোবার পেয়েছি যে, এটি নিয়ে না লিখে আর পারলাম না। ভেটসবিডির একজন নিয়মিত পাঠক সিলেট থেকে বহুবার আমাকে ফোন করেছে, ইমেইল করেছে, নতুন ভেটেরিনারি পেশায় যোগ দিয়েছে এমন ভেটেরিনারিয়ানও আমাকে অনুরোধ করেছে এটা নিয়ে যেন আমি একটা আর্টিকেল লিখি। সবার অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে আমার আজকের এই আর্টিকেল। আপনাদের কাজে লাগলে তবেই আমি স্বার্থক। আরেকটি কথা এখানে আমি যে ড্রাগগুলো ব্যবহার করেছি তা একান্তই আমার অভিজ্ঞতা থেকে তুলে ধরলাম। আর ভ্যাকসিনের যে শিডিউলটি আমি এখানে দিয়েছি তা এলাকা ভেদে পরিবর্তন যোগ্য। যেকোন প্রশ্ন থাকলে তা আমাকে মন্তব্য করে জানাতে পারেন। ভ্যাকসিনের শিডিউল নিয়ে আপনার নিকটস্থ প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।


 

বয়স ঔষধ ডোজ সময়
১ম দিন গ্লুকোজ+ভিটামিন সি ৫০ গ্রাম/ লিঃ ৪-৫ ঘণ্টা
২য়-৪র্থ দিন অক্সিটেট্রাসাইক্লিন (যেমন: রেনামাইসিন পাউডার, ব্যাকটিট্যাব পাউডার, OTC vet ইত্যাদি) ১ গ্রাম/লিঃ সকাল থেকে সন্ধ্যা
ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH)তবে Activate WD Max হলে ১ গ্রাম/৪ লিঃ পানিতে ১ মিলি/লিঃ সকাল
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল
৫ম দিন রাণিক্ষেত ভ্যাকসিন সকালে
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল থেকে সন্ধ্যা
৬ষ্ঠ দিন ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH)তবে Activate WD Max হলে ১ গ্রাম/৪ লিঃ পানিতে ১ মিলি/লিঃ সকাল
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল
৭ম-৮ম দিন ভিটামিন B1, B2,(যেমন: Thiavin, Prithi WS ইত্যাদি)ভিটামিন ই ও সেলেনিয়াম ১ গ্রাম/লিঃ সকাল
৯ম দিন সাদা পানি সারাবেলা (২৪ ঘণ্টা)
১০ম-১১শ দিন গামবোরো ভ্যাকসিন
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল থেকে সন্ধ্যা
১২শ দিন ক্যালসিয়াম ১ গ্রাম/লিঃ সকাল
ভিটামিন AD3E ১মিলি/৪ লিঃ সকাল
১৩শ দিন সাদা পানি সারাবেলা
১৪-১৬ দিন এন্টিকক্সিডিয়াল (যেমনঃ ESb3 ইত্যাদি) ২গ্রাম/লিঃ সকাল থেকে সন্ধ্যা
জিংক (যেমন: জিংক ভেট, জিংক প্লাস, জিসআপ ইত্যাদি) ২-৩মিলি/লিঃ সকাল
১৭-১৮শ দিন গামবোরো ভ্যাকসিন
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১মিলি/লিঃ
১৯শ দিন সাদা পানি
২০-২২ দিন গ্রোথ প্রোমোটার ১মিলি/লিঃ সকাল
লিকুইড এনজাইম ১মিলি/লিঃ সকাল
২৩-২৪ দিন রাণিক্ষেত ভ্যাকসিন
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১মিলি/লিঃ
২৫ দিন সাদা পানি
২৬-২৮ দিন ক্যালসিয়াম ১ গ্রাম/লিঃ সকাল
ভিটামিন AD3E ১মিলি/৪ লিঃ সকাল
২৯ দিন সাদা পানি
৩০-৩২ দিন গ্রোথ প্রোমোটার ১মিলি/লিঃ সকাল

**ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH-১মিলি/লিঃ পানিতে) অথবা Activate WD Max ১ মিলি/৪ লিঃ পানিতে ভ্যাকসিন প্রয়োগের দিন ব্যাতিরেকে ২য় দিন থেকে ১৪ শ দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী দিনগুলোতে শুধু সকালে পানিতে ব্যবহার করলে সালমোনেলাসহ এন্টেরিক ব্যকটেরিয়াগুলোকে প্রতিরোধ করবে।

**তবে সকল ক্ষেত্রেই বায়ো-সিকিউরিটি’র প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে।

উপরোক্ত চার্টটি সম্পূর্ণ নিজ দ্বায়িত্বে ব্যবহার করবেন। খামারে রোগ দেখা দিলে এই চার্ট পরিবর্তনযোগ্য। চার্টটি কেবলমাত্র ধারনা দেয়ার জন্য উপস্থাপন করলাম। তবে আমি দীর্ঘ ৩ বছর এটি ব্যবহার করেছি।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

৮৩ মন্তব্য

  1. অসংখ্য ধন্যবাদ ভাই।এই চাট টি আমার অনেক উপকারে আসবে

  2. ofcourse. i always contact with you for disease diagnosis and treatment suggestion.

  3. ভাই 2nd week থেকে probiotic দিলে কেমন হয় ।thanx a lot 4 this text.

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      সেকেণ্ড উইক থেকে কেন ফার্স্ট উইক থেকেই মানে এন্টিবায়োটিক ব্যবহারের পর থেকেই প্রোবায়োটিক দেয়া যেতে পারে ।

      • vai ami ki apnar sathe phone kotha bolte pari

        01796687612

      • স্যার আমি সগ করে কিছু দেশি মুরগী পালন করি কিন্তু মুরগী গুলো ঠান্ডা লেগে মারা যায়,এবং সবুজ চুনা পায়খানা করে, স্যার মুরগী গুলোকে সব সময় ঠান্ডা থেকে মুক্ত রাখতে, এবং সুস্থ রাখতে কি ঔষধ খাওয়াতে হবে যদি ঔষধ এর নাম গুলো বলে দিতেন এবং কি বাবে খাওয়াতে হব, প্লিজস্যার একটু জানাবেন

  4. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    এখানে ওয়াটার এসিডিফায়ার ব্যবহার করা হয়েছে দুটি উদ্দেশ্যে-১. সালমোনেলা, ই.কলাই কন্ট্রোল ২. হজম বৃদ্ধি।

  5. ব্রয়লার পালন তাও আবার শিডিউল দেখে!!!!!!!!!!!!!!!!তাইলেই হইছে,তবে ভাক্সিন সিডিওল টা প্রয়োজনীয়।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনার অবাক হওয়ার পরিমান দেখে আমি আরও বেশি অবাক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! সেই সাথে মনে এই প্রশ্নটাও এসেছে, আপনি এতো অবাকটা হলেন কেন?

  6. এডমিন সাহেব আপনার চার্ট টি যতটা তথ্যবহুল তার চেয়ে অ-নে-ক তথ্য আজকাল সামান্য একজন খামারির আছে, যেটা আপনি নিজেও জানেন।তারপরও কেন এইরকম একটা ফালতো জিনিস কেন পোস্ট করলেন। আজকাল একজন খামারি শুধু ট্রেড নেম না ঔষধ এর জেনেরিক নেম প্লাস ডোজ সহ আপনার চেয়ে কোন অংশে কম জানেনা।
    আবার তার মানে এই নয় যে ডাক্তার হয়ে গেছে,কিন্তু ১ মাস সময়ের ব্রয়লার পালনের জন্য আমি মনে করি তার আপনার চেয়ে বেশিই অভিজ্ঞতা আছে।আপনি এটা দিয়েছেন কাদের জন্য ডাক্তার দের জন্য নাকি খামারিদের জন্য???????????
    ১।যদি ডাক্তার দের জন্য দিয়া থাকেন তাহলে আপনি এদেশের প্রত্যেক ডী. ভি.এম. দ্বারী দের নেগ্লেট করেছেন,কারন তারা কি এসব সম্বন্ধে জানেনা???????????
    ২।আর যদি খামারি দের জন্য দিয়া থাকেন তাহলে তারা কি আপনার জন্য ইন্টারনেট নিয়া বসে আছে????????????
    প্রথম প্রথম আপনার উদ্যোগ দেখে বেশ খুশিই হয়েছিলাম,আমরা আপনার কাছে এইরকম ফালতো পোস্ট আশা করিনা। এই সেক্টর কি যে বাজে একটা অবস্থা,পারলে এই সেক্টর যাতে ডেভেলপ হয় তার জন্য কিছু করুন,লিখুন যাতে করে দেশের সব ভেটেরিয়ান দের উপকার হয়।আর আপনার সাইট এর বিভাগ গুলি যেগুলি আরও বেশি বেশি তথ্য থাকা দরকার সেগুলি ফাঁকা কেন? আজেবাজে পোস্ট দিয়া সাইট না ভরে তথ্যমুলক পোস্ট দিন,সবারি উপকার হবে।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার মন্তেব্যের প্রতি সম্মান রেখে তার উত্তরে বলছি-
      হ্যা, আপনি ঠিকই বলেছেন, আজকাল সামান্য একজন খামারি এর চেয়ে বেশি তথ্য জানে! হ্যা, তারা, অনেক ঔষধের ট্রেড নেম জানে, জেনেরিক নেম জানে, কিন্তু ক’টা খামারি সঠিক প্রয়োগ জানে? আরেকটা কথা, আপনি হয়ত জানেন না, এখন বেশ কিছু খামারি ইন্টারনেট ব্যবহার জানে। তারা ইন্টারনেট ব্যবহার করে, শুধু তাই নয় এই চার্টের জন্য তারা আমাকে ই-মেইল করেছে পর্যন্ত, যা দেখে আমি নিজেই অবাক হয়েছি, এ দেশ এতো এগিয়ে গেছে! আপনি চাইলে আমি তার কপি আপনাকে ফরওয়ার্ড করতে পারি। আমি ঈশ্বরদীতে একজন খামারির সাথে কথা বলেছি, তিনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন, অথচ তিনি আমাকে বললেন, তিনি ইন্টারনেট ইউজ করেন! তার একটি ব্রিডার ফার্ম আছে। খামারিরা যে ইন্টরনেট ব্যবহার করে তার প্রমান দিচ্ছি, এই মন্তব্যগুলো পড়ুন- http://vetsbd.com/poultry/poultry-disease-prevention/article-id/2406#comment-1247 , এটাও পড়তে পারেন- http://vetsbd.com/poultry/poultry-medicines/article-id/2134#comment-1208, পড়ুন-http://vetsbd.com/poultry/poultry-medicines/article-id/2134#comment-1185 আরো লাগবে?
      আর একটা কথা আপনাকে না বলে পারছি না, সেটা হলো, “আজকাল একজন খামারি শুধু ট্রেড নেম না ঔষধ এর জেনেরিক নেম প্লাস ডোজ সহ আপনার চেয়ে কোন অংশে কম জানেনা।”-এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন, এই তুলনাটা আপনি কিভাবে করলেন? (এই তুলনাটা করে তো আপনি নিজেই একজন ভেটেরিনারিয়ানকে নিচে নামিয়ে দিলেন!) আর তা ছাড়া আমার সাথে কি আপনার কথা হয়েছে? নাকি আমি উদাহরণ হিসেবে কম ট্রেড নেম ইউজ করেছি তার জন্যে? তবে আমি আপনার সাথে একটা বিষয়ে একমত, হ্যা, “১ মাস সময়ের ব্রয়লার পালনের জন্য তার আমার চেয়ে বেশিই অভিজ্ঞতা আছে।” কারন, আমি কখনও ব্রয়লার পালন করিনি, ও, হ্যা, আমি কখনও লেয়ার মুরগিও পালন করিনি, আমি ডেইরি মানে গরু-ছাগলও পালন করিনি। রোগ সম্পর্কে জানতে যে, রোগী হতে হয় তা জানা ছিল না!

      পরের প্রশ্নটা হচ্ছে, এটা কাদের জন্য দিলাম? শিরোনামটা খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের উপরই ছেড়েছি, যে,“এটা কেমন হলো?” আর কেউ কেউ যে উপকৃত হয়েছে তা তো উপরের কমেন্টগুলো থেকেই জানতে পারেন। আমি তো বলিনি, যে “এটা খুব অভিজ্ঞদের জন্য..” আমি সারে ৪ বছর ব্রয়লার নিয়ে কাজ করেছি, সরকারি-বেসরকারি উভয় পর্যায়ে কাজ করেছি, অনেকগুলো জেলায় বহু খামারির সাথে কথা হয়েছে, তাদের সাথে নিবিড়ভাবে মিশেছি, দেখেছি, তারা কিভাবে কি করে, বিভিন্ন জাতীয় দৈনিকে আমার মতামত প্রকাশিত হয়েছে, তবু এটা মনে হয় না যে আমি ব্রয়লার সম্পর্কে দুনিয়ার তাবদ জ্ঞান আমার হয়ে গেছে! আমি এখনও শিখছি.. কারণ, আমরা “প্রাকটিস” করি, এই কথাটা কেন বলা হয় তা নিশ্চই আপনার জানা। সেখানে একজন নতুন ভেটেরিনারিয়ানের পক্ষে কতটা জানা সম্ভব? বই-এর বিদ্যাই কি একজন ভেটেরিনারিয়ান-এর জন্য যথেষ্ট? আর একটা পোস্ট যে, ১০০% লোকের জন্যই কাজের হতে হবে, এমন তো কোন কথা নেই। আপনার দরকার না হলে, আপনি পড়বেন না। ব্যাস, মিটে গেল। আর এই লেখাটির কিছু অংশ কিন্তু আপনার কাছেও প্রয়োজনীয় মনে হয়েছে, তাই না? এরকম আরেকজনের অন্য অংশ প্রয়োজনীয় মনে হতে পারে, যেটা আপনি উপরে দেখেছেন। পেপারে দেখবেন, কম্পিউটার বিভাগে কিছু টিপস এন্ড ট্রিকস ছাপা হয়, সেগুলো যে সব কম্পিউটার ব্যবহারকারীর অজানা থাকবে তার কি কোন মানে আছে, বলুন?

      আর একটা প্রশ্ন করেছেন, “যে বিভাগগুলিতে আরও বেশি বেশি তথ্য থাকা দরকার সেগুলি ফাঁকা কেন?”- উত্তর আপনার মতো যারা অনেক জানে, তারা লিখছেন না বলে সেগুলো ফাঁকা..। আমি একা তো আর সব করতে পারি না, আর সব বিষয়ে অত ভালো জানিও না। আপনারা মান সম্মত আর্টিকেল লিখতে থাকলে আমি সাইটটির কারিগরি দিকটা আরেকটু বেশি নজর দিতে পারি, নতুন নতুন সুবিধা যোগ করতে পারি। আর আমি একা কি সব ভেটেরিনারিয়ানদের উপকার করতে পারব, বলুন? সরকারি কিছু বাধ্য-বাধ্যকতার কথা না হয় না-ই বললাম। তাছাড়া আমাকে সাইটটির কারিগরি দিকটিতে অনেক সময় দিতে হয়।

      শেষ কথা: আমি হয়তো আরো তথ্যবহুল করে আর্টিকেলটি লিখতে পারতাম, কিন্তু কারিগরি দিকটির প্রতি যথেষ্ট সময় দিতে হয় বলে সংক্ষেপ করতে বাধ্য হয়েছিলাম। আর এটাও ভেবেছিলাম, যে পাঠকের প্রশ্ন এলে জবাব দেয়া যাবে।
      একটি অনুরোধ: যা জানুন, তা আমাদের সাথে শেয়ার করুন না, শুধু শুধু কথা বাড়িয়ে কি লাভ, বলুন? কথা বেশি বলি আর কাজ কম করি বলেই তো এ জাতির এই দশা!
      তবে আপনার অনুরোধটি ভবিষ্যতে স্মরণ রাখার চেষ্টা করবো। সাইট নতুন বলে কিছু কপি-পেষ্ট ধরনের লেখা এখনও গ্রহণ করছি, অদূর ভবিষ্যতে সেগুলোতে কাঁচি ধরতে হবে। আর মন্তব্য করার ক্ষেত্রে নীতিমালা অনুস্মরণ করে মন্তব্য করার জন্য আপনার প্রতি অনুরোধ রইলো।

      • ধন্যবাদ এডমিনকে। ভেটসবিডি’র পরিবেশ সুন্দর রাখার জন্য ভবিষ্যতে এ ধরনের মন্তব্য সরিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। আর সেই সাথে প্রয়োজনে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য ঐ পাঠককে ব্যান করে দেয়ারও দাবী জানাই। একটা কথা মনে রাখতে হবে “বলা অনেক সহজ, কিন্তু করে দেখানোটা অনেক কঠিন”। meer monayam hosan ভাইকে অনুরোধ করবো, ভাই, এধরনের কথা না বলে আপনি কিছু কাজের পোস্ট করে দেখান, আমরা কিছু শিখতে চাই। শেখার কি আর শেষ আছে? একটা ব্লগে অনেক ধরনের পাঠক থাকে, এখানে যেমন খামারী, ব্রিডার, ছাত্র, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ, নব্য ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ান, শিক্ষক, এমনকি পিএইডি করছেন এমন পাঠকও এখানে আছে। আশা করি বিষয়গুলো বুঝে থাকবেন।

    • আমার মনে হয় meer monayam hosan ভাই এর একটু সমস্যা আছে , কিছু মনে করবেন না ভাই, এক টা কথা বলি , আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ছাত্র আছে । কিছু আছে সব সময় পড়ালেখা করে , কোন দিকে কোন মাথা ব্যাথা নাই , আবার কিছু আছে যে কোন সমস্যা হলে সবার আগে বেরিয়ে এসে সমাধানের চেষ্টা করে , এই ধরনের ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয় , মানে যে কোন আন্দোলন করে বিফল হলে প্রশাসনের শাস্তি পায় ,কিন্তু সফল হলে সুবিধা সবাই পায় , যে বলদ , কোন দিন ঘরের বাইরে বের হয় না সেও সুবিধা পায় । এই সুবিধা ভোগি ছাত্ররা শুধুমাত্র লাভ খোজে , যদি কোন কাজ করা হয় আবার এরাই পিছন হতে আজে বাজে কথা বলে , আমার মনে হয় meer monayam hosan ভাই ওই সব ছাত্রের দলে , যারা পিছন থেকে সুবিধা নিতে চায়। আরে আহাম্মক আজকে এক টা web site হয়েছে বলেই তো আমরা কিছু লিখতে পারছি , আগে তো এর সাধুবাদ পান Dr.Taifur rahman ভাই ,তার পরে নাই তার দোষ খোজা উচিত। হ্যা একজন মানুষের সব কিছু আরেকজনের ভালো নাও লাগতে পারে , কিন্তু একজন ভদ্র মানুষ এর বিষয়ে মন্তব্য করার আগে অন্তত ভাবা উচিত , আমি মনে করি meer monayam hosan ভাই তার ভদ্রতার মাত্রা অনেক আগেই হারিয়ে ফেলেছেন । আমার সন্দেহ হয় তিনি সুস্থ মানুষ কিনা , আমি এডমিন কে বিশেষ ভাবে অনুরোধ করবো , এই ধরনের লেখা ও লেখক কে বাদ করে দেবার জন্য । তবে আমি সুনিশ্চিত এই meer monayam hosan ভাই ভেটসবিডির সাফল্য সহ্য পারছেন না । তবে আমি আশা করি Dr. Taifur rahman ভাই যে উদ্যোগ নিয়েছেন , তিনি যে সপ্ন দেখেছেন , সেটা বাস্তবায়িত হবে ই হবেই , meer monayam hosan এর কোন বিশেষ মহল ভেটসবিডির অগ্রগতিকে রুখতে পারবে না ।
      meer monayam hosan ভাইকে আর এক টা কথা বলি, আপনি দেশের সকল ভেটেরিনারিয়ান দের নিয়ে যে মন্তব্য করে ছেন , এক জন ভেট ছাত্র হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি কোন পেশার আমি জানি না , আপনি প্রতিদিন যে দুধ , ডিম , মাংস খান , এটা তো vet science এর অবদান সেটা ভুলবেন না ।অত এব এর পর কোন মন্তব্য করার আগে , ১০০ বার ভেবে নিবেন ।

    • ভাই মির মুনায়েম হুসেন, আগে নিজের নাম কিভাবে ইংরেজিতে লিখতে হয় সেটা শিখুন। তারপর এডমিন এর সমালোচনা করুন। আমিই সেই খামারি জার বারংবার ইমেইল আর ফোনের জালায় এডমিন একটা পোলট্রি চার্ট এখানে দিয়েছেন। আমি পেশায় একজন ওয়েব ডিজাইনার এবং একজন নবিশ খামারি। আমার একটা চার্টের খুব প্রয়োজন ছিল কারন আমি কিছুটা দ্বিধায় ভুগতাম। এবং আমি জানি এই চার্ট শুধু আমার না আরও অনেকের মন থেকে অনেক দ্বিধা দন্ধ দূর করেছে। আপনি বলেছেন এটা একটা ফালতু পোস্ট। ভাই এটা ফালতু পোস্ট না, আপনি নিজে একজন চরম ফালতু লোক। আমাদের দেশ এখন ফড়িয়াদের দখলে। আর আপনিও একজন বিশিষ্ট ফড়িয়া। ভাই ফড়িয়া মানে হল দালাল। আপনাদের মত দালালদের জন্য আজ আমাদের এই অবস্থা। আপনাদের ধরে ধরে চাবকানো উচিত। কারন আপনারা যেকুনো ভাল উদ্যুগ কে বাকা চুখে দেখেন শুধু নিজের লাভের আশায়। আমি এই ব্যাপারে নিশ্চিত যে এই পোস্টটা আপনার ভাল না লাগার কারন শুধু আপনার নিজের স্বার্থের কারনে। ভাল থাকবেন। আশা করব আর কখন এই ধরনের পোস্ট আপনার কাছ থেকে পাবোনা।

  7. আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি তালিকা দেয়ার জন্য।লেয়ার মুরগীর ডিম পাড়াকালীন একটি তালিকা দিলে উপকত হব।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কয়দিন যাবত বেশ অসুস্থ, সুস্থ হয়ে উঠলেই ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার জন্য। তবে এখানে তো অনেক ডাক্তার আছেন যারা প্রাকটিস করেন, আমি তাদেরকেও অনুরোধ করি, যদি আপনারা পারেন তো এটা নিয়ে লিখুন।

    • আশা করি আপনি আমার উওরটা একটু তাড়াতার দিবেন । আমি একজন ওয়েবসাইট ডিজাইনারএবং নিজেরও ওয়েবসাইট রয়েছে বিভিন্ন বিষর উপর। আমার বাবা একজন ফার্ম ব্যবসাই তার ফার্ম রয়েছে আমি গতো দুইদিন যাবত বা ৩ দিন যাবত লক্ষরছি ফার্মের মুরগিগুলো সর্দি এবং কাশি হয়েছে এবং ব্যঙ্গের মতো ডাকে বাচ্চারবয়স ২৭ দিন /২৮ হবে বাচ্চা ওজনে আসেনা, তিনি অনেকে মেডিসিন প্রয়োগ করছে কিন্তুু কাজ হচ্ছে না। এখন আপনি কোনো পরামর্শ দিবেন এখন কি করা যায়।

  8. To- Admin bro…
    নেটে সার্চ দিলেই অনেক গুলো কৃষি বিষয়ক সাইট পাওয়া যায় বটে! যে গুলো খুব-ই প্রফেশনাল বা অতি চমৎকার।
    আমার কাছে মনে হয় অই সব সাইট গুলোর নামের ভিন্নতা তাকলেও একই লেখা একাধিক সাইটে কপি পেস্ট করেই পোস্ট করা!
    আপনার সাইটে এসে আমি অনেক গুলো নতুন নতুন পোস্ট দেখতে পাচ্ছি যে গুলো আগে অন্যান্য সাইটে দেখি নাই। এখানে
    অনেক বেশি তথ্য বহুল লেখা পোস্ট হচ্ছে আশাকরি আমরা সাধারণ পাঠকরা আরো বেশি উপকৃত হবো। লাইভ চ্যাট এপ্লিকেশন
    যোগ করে সাইটি কে জীবিত করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

  9. ভাইয়া, এই চার্ট টি আমার অনেক কাজে আসবে ভবিষ্যতে। আমার মত যারা এই লাইনে নতুন তারা ও উপকৃত হবে,
    যদি ও meer monayam hosan মত!!! পরিত্যাজ্য দূর্জন বিদ্ধান ব্যাক্তির দেশে অভাব নেই।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      সব সমাজেই এরকম ২/১ জন ব্যাক্তি থাকে। এটাকে মানিয়ে নিতে হয়। আপনাদের সাথে নিয়ে আমরাও পারবো ইনশাআল্লাহ।

  10. Pain therapist বিশেষ বিবেচনায় রোগীকে একটি pain killer দিলেন। ব্যাথায় রোগী নিজেই দোকানে গিয়ে প্যারাসিটামল চাইলেন। আর দোকানী ঔষথের প্যাকেটের গায়ে লেখা বর্ণনা পড়ে “বিশেষাজ্ঞ” -এর মত শ’খানেক ঔষধের নাম কপচিয়ে সুবিধা মত একটি বেচে দিলেন। ব্যাথা মুক্তি হয়তো আপনার হবে …… তবে আমাদেরকে ঐ চিত্রগুলোর পার্থক্যগুলো বুঝতে হবে।
    আমরা মনে করি এটি একটি Scientific post and discussion blog. এখানে সমালোচনা আবশ্যই গ্রহনযোগ্য তবে আক্রমন গ্রহনযোগ্য নয়। সব মন্তব্যই যে পোস্ট হতে হবে এর কোন কারন নেই। আবার সব মন্তব্যেরই যে উত্তর করে সময় নষ্ট করতে হবে তারও যৌক্তিকতা নেই। প্রিয় এডমিন এক্ষেত্রে আপনার ব্লগের standard maintain করা আপনার দায়িত্ব। You have all the rights to accept, edit or delete any posts or comments.

  11. আমি একটি ডেইরি ফার্ম দিতে চাই
    শুরুতে ৩/৪ টি ভালো জাতের গাভী দিয়ে
    আমার ১ বিঘা মত জায়গা আসে, সেখানেই করার ইচ্ছা
    অনলাইন এ অনেক খুজাখুজি করেছি ডেইরি নিয়ে কিছু পাই কিনা, কিন্তু তেমন কিছুই পেলাম না!!!
    ডেইরি এর উপরে আমাকে কি একটা পরিপূর্ণ guideline দেয়া যায়??
    খুব কৃতজ্ঞ থাকব ….
    প্লিজ হেল্প করেন….

  12. excellent post
    লেয়ার মুরগীর ম্যানেজমেন্ট চার্ট please.

  13. Here per bird vaccination and medication cost will be how much ? can you calculate for me please. If I maintain full chart, you have given.

  14. Vi apnar ay mohan udogar jono donobad,karo kathay kan na diya bangar poultry kamaridar jono apnar laka obhoto rakben

  15. কোয়েল পাখি পালন শম্পরকে কোন আর্টিকেল দেওয়া যাবে? বিশেস করে কিভাবে কম খরচের মধ্যে ইনকিউবেটর বানানো জায়? যেমন প্রাথমিক ভাবে ১০০/২০০ ডিম ফুটানোর জন্য। এ বেপারে বিস্তারিত জানালে অনেক উপকৃত হতাম। আমি কোয়েল পাখির খামার করতে খুভই আগ্রহি।

  16. দেশী মুরগীর ক্ষেত্রে এই চার্ট ফলো করার প্রয়োজনীয়তা কতটুকু?

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      কিছু উপকারতো হবেই। বিশেষ করে ভ্যাকসিন প্রয়াগ করা হলে রোগের প্রকোপ অনেক কমে যাবে। তাছাড়া এখানে রোগ প্রতিরোধক অনেক ওষুধই দেয়া আছে।

  17. স্যার, কতটা মুরগির জন্য এই চার্টটি প্রযোজ্য?

  18. what will be the cost of this schedule? ? 1000 birds…

  19. দয়াকরে কয়েকটি ভালো গ্রোথ প্রোমোটার এর নাম বলবেন

    • Boostbryd liquid, Chicktonic, Growfast, Panamin এই মুহুর্তে একটাই মনে আসছে, আরো আছে, তবে গ্রোথ প্রোমোটার খুব যে কিছু করতে পারে, আমার তা মনে হয় না। খাদ্য গ্রহণ, হজম এই বিষয়গুলো ঠিক থাকাটা বেশি জরুরী।

  20. স্যার আমি একজন নতুন খামারি অনেক কিছুই আমার অজানা।আপনার সহজগিতা কামনা করছি।

  21. ধন্যবাদ তায়ফুর রহমান, খুবই উপকারী একটি পোস্ট। ব্রয়লার মুরগির ফিড ফর্মুলেশন দিলে আরো উপকৃত হবে খামারীরা।

  22. ধন্যবাদ ডঃ তায়ফুর রহমান

  23. আমি একটি ব্রয়লার খামার করতে চাই। পশিকখন ছাড়া কী করা যাবে?যদি যায় তা হলে কী ভাবে করব জানাবেন।আর আপনার মোবাইল নামবার টা দেন।

  24. ড:তাইফুর রহমান ভাই আপনার এই চার্টটি খুবি helpful.আমার একটা বিষয় জানার ছিল।অনেক খামারিকে দেখি একদিনের বাচ্চাকে রোগ ছারাই এন্টিবায়োটিক দেয়,এটা খামারিদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে,এটা কি ঠিক? আর রোগের লক্ষন ব্যতিত অগ্রিম এন্টিবায়োটিক দেয়া কি ঠিক হবে? আসলে আমি নিজেও প্রয়োজন ব্যতিত এন্টিবায়োটিকে আগ্রহী নই।দয়াকরে প্রশ্নের উত্তর দিলে উপকৃত হব।

    • ডাঃ তায়ফুর রাহমান

      রোগ ছাড়া এন্টিবায়োটিক প্রয়োগ কোন অবস্থাতেই উচিৎ নয়। এইসব indiscriminate ইউজই রেজিস্ট্যান্স তৈরি করার জন্য দায়ী। এন্টিবায়োটিক ছাড়াও ব্রয়লার উৎপাদন সম্ভব। অনেক সময় রোগের লক্ষণ প্রকাশ না হলেও এন্টিবায়োটিক প্রয়োগ করার পরামর্শ ভেটেরিনারিয়ানরা দিয়ে থাকেন, যদি তাঁর মনে হয় সাবক্লিনিক্যাল পর্যায়ে ইনফেকশান থাকতে পারে বা সেকেন্ডারি ইনফেকশান চেক দেয়া জরুরী। তবে যেটা হয়, যে পাশের খমারে কোন রোগ দেখা দিয়েছে বলে সেটা প্রতিরোধ করতে আগাম এন্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, এটা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। নিতান্ত প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার পাবলিক হেলথ-এর জন্য খুবই বিপদজনক।

  25. মো‌: জারুল ইসলাম রুবেল।

    আপনার এই সুন্দর একটি পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আমার একটা অনুরোধ ছিল দয়া করে সাহায্য করবেন। সোনালী ও কক মুরগী পালনের একটি পদ্ধতি দিবেন।

  26. ব্রয়লার মুরগি যে ডিমের মাধ্যমে উৎপাদন হয় ওই ডিম কোন মুরগি তে পারে?

  27. আমার মুরগির বযেস 31দিন মূুরগির উজন গরে 1300g মুরগির উজন নিযে কিছু পরামরস দিন

  28. ধন্যবাদ স্যার। মুরগি হঠাৎ মারা যাওয়ার কারণ কি?. মুখে লালা পরে মারা যা।

  29. স্যার, আমি একজন শখের খামারি। আপনার পোস্ট গুলো খুব সাহয্য কারি। আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে । স্যার আপনার কাছে আমার পক্ষ্য থেকে একটি অনুরোধ যে একটি লেয়ার মুড়গি Schedule দিলে নতুনদের জন্য খুব ভালো হয় এবং কোথায় মুরগীর অর্গানিক ঔষধ পাওয়া যাবে জানালে উপকৃত হব

  30. আমার বুঝতে সমস্যা হচ্ছে স্যার

  31. ভাই অামার ফার্মে ১৬০০ শ ব্রয়লার মুরগি অাছে,অনেক ঔষধ খাওয়ানোর পর ও কিছুতেই ওজন বাড়তেছে না,এখন অামি কি করতে পারি

  32. আমি একটি নতুন খামার করছি। কিছুই জানি না যদি কেউ সহযোগীতা করেন তাহলে আমার উপকার হয়

  33. Dear Taifur Bhai,
    I need a Cost estimate for Biogas into cng conversion plant??
    Could help me
    Thanks in advance

  34. Basically i am an engineer and doing job in a engineering firm but i have trend from childhood that i will have good firm and finally i a have started a poultry firm beside my engineering job and i was searing precise medicine and vaccine table and i am giving thanks to Dr.Tayefur Rahman Sir for preparing a nice and worthful table for a beginner as me .

    Regards
    Nuruzzaman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.