পটুয়াখালী বিঃ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে যথাযোগ্য ধমীয় ভাব গাম্ভীযের মধ্য দিয়ে সনাতন ধমাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথি ও জন্মাষ্টমী পালিত হয়েছে । শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিন ব্যাপি এক কমসুচি গ্রহন করা হয়, সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয় ,
এর পর অনুষদীয় অডিটরিয়ামে সকাল ১০ টায় শ্রী কৃষ্ণ পূজার পর সাড়ে ১০ টায় শ্রী গীতা পাঠ করা হয় । এর পর এক আলোচনা সভার আয়োজন করা হয় , যেখানে উপস্থিত ছিলেন সনাতন সংঘের সভাপতি অনাদি গোস্ব্মী , সাধারন সম্পাদক মিঠুন রায় , কোষাধ্যাক্ষ দেব্ব্রত কুমার স্বর , এ এন এস ভি এম অনুষদের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শিব শংকর সাহা , ছাত্রলীগের সভাপতি মো ঃমেহেদি হাসান প্রমুখ , আলোচনা সভা শেষে প্রসাদ বিতরন করা হয় এবং এর পর এক সাংস্কৃতিক অনুষ্টান ও প্রজ়েক্টর শো করা হয় ।