পটুয়াখালী বিঃ ও প্রযুক্তি বিশ্বঃ এ বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানেরপলাতক খুনীদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন কমসুচি পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক ঘোষিত কমসুচির আংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসে
আজ বেলা ২.০০ টায় একাডেমিক ভবনের সামনে এই কমসুচি পালন করা হয় । উক্ত মানব বন্ধন কমসুচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রুবেল সহ প্রমুখ , এছাড়া কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।
উক্ত কমসুচি পরিচালনা করেন দপ্তর সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু । মানব বন্ধন শেষে এক রালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে । উল্লেক্ষ্য পবিপ্রবির দুমকি ক্যাম্পাসেও উক্ত কমসুচি পালন করা হয়।