ভেটসবিডির সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা। এটা আমার প্রথম আর্টিকেল। আর প্রথমেই আমি আপনাদের সাথে পোল্ট্রির একটি গুরুত্বপূর্ণ সমস্যা- নেক্রোটিক এন্টেরাইটিস এবং Sangrovit® দিয়ে তার প্রতিকারের উপায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই। তবে সবার আগে চলুন রোগটি নিয়ে কিছু কথা বলা যাক-
নেক্রোটিক এন্টেরাইটিস পৃথিবীর সর্বত্রই একটি বড় সমস্যা। এই সমস্যার কারনগুলি খুবই জটিল। আমরা দেখেছি, যারা পোল্ট্রি উৎপাদনে নিয়জিত তাদের মধ্যে এই নেক্রোটিক এন্টেরাইটিস কিভাবে প্রতিরোধ করা যায় তার প্রতি উত্তোরোত্তর আগ্রহ বাড়ছে।
কি কারণঃ
নেক্রোটিক এন্টেরাইটিস হয় Clostridium perfringens (CP) দ্বারা। এই ব্যকটেরিয়ার টক্সিন টাইপ A এবং C রোগের outbreak এর জন্য দায়ী। তবে Gut Lesion এর জন্য আলফা টক্সিন দায়ী। CP টক্সিন টাইপ A অনেক বেশি ব্যাপকতা ধারণ করে, স্পোর forming, অনেক বেশি prolific এবং বিষাক্ত। আর এসব বৈশিষ্ট ব্যাকটেরিয়াটিকে পোল্ট্রিতে যেকোন সময় যেকোন স্থানে আক্রমণের সুযোগ দিয়েছে যা পরবর্তীতে বংশবিস্তার করে টক্সিন উৎপাদন করে থাকে।
কাদের হয়ঃ
নেক্রোটিক এন্টেরাইটিস অনেক পাখিতেই পাওয়া গেছে। তবে মুরগির মধ্যে ব্রয়লারে খুব বেশি দেখা যায়। আর লেয়ারের মধ্যে পুলেট ও প্রাপ্ত বয়স্ক লেয়ারে বেশি দেখা যায়।
অর্থনৈতিক গুরুত্বঃ
গবেষণায় পাওয়া গেছে যে এ রোগে খামারির গড়ে ৩৩% লাভ কম হয়ে থাকে। এতে খাদ্য রুপান্তর হার কমে যাওয়া, ওজন কমে যাওয়া, আক্রান্তের হার ক্রমান্বয়ে বেড়ে যাওয়া ইত্যাদির কারনে উৎপাদন কমে যায়। লক্ষণ প্রকাশ না পেলেও অর্থাৎ সাব-ক্লিনিক্যাল ইনফেকশনেও খাদ্য রুপান্তর হাড় কমে যাওয়া ও দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়ে থাকে।
কি কি লক্ষণ দেখা যায়ঃ
ক্লোস্ট্রিডিয়াল এন্টেরাইটিস এর ক্লিনিক্যাল appearance অনেক রকম হতে পারে, অস্বাভাবিক performance থেকে শুরু করে হঠাৎ এবং অনেক বেশি মৃত্যু পর্যন্ত হতে পারে। যে কোন বয়সের পাখিতে এ রোগ হতে পারে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে এ রোগ সবচেয়ে বেশি হয় ব্রয়লারের বয়স যখন ২ সপ্তাহ বা তার থেকে আরেকটু বেশি হয়। তবে বয়সের ব্যাপারটা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা আর ম্যানেজমেন্ট এর উপর অনেকাংশে নির্ভরশীল, এমনকি ফিড এডিটিভস হিসেবে কি ব্যবহার করা হচ্ছে তার উপরও এ রোগের প্রাদুর্ভাব নির্ভর করে থাকে।
নেক্রোটিক এন্টেরাইটিস এর প্রধান ফলাফল হলো উৎপাদন কমে যাওয়া এবং উচ্চ মৃত্যুহারও দেখা যাওয়া। আর এ দুটোই অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতি করে থাকে।
আজ এ পর্যন্তই। জানি না আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। মন্তব্য করে আপনাদের প্রতিক্রিয়া জানালে খুব খুশি হবো।
khub valo laglo…..
আরো তথ্য চাই।