পটুয়াখালি বি ঃ ও প্রঃ বিশ্বঃ এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের খুলনা বিভাগীয় ভেট কল্যাণ সংঘ ( খু.বি.ভে.ক.স.) এর সদস্যদের একাডেমিক ৪ বছরের DVM কোস সম্পন্ন করায় সংগঠনের পক্ষ হতে ইন্টানীতে শুভগমন উপলক্ষ্যে এক সংবধনার আয়োজন করা হয়।
সংবধিত সদস্যরা হলেন সাবেক সভাপতি রাকিবুল হাসান শাওন , সাবেক সহ সভাপতি মোঃ শরিফুজ্জামান ঝন্টূ, সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক কোষাধ্যাক্ষ আব্দুর রাকিব মোড়ল , আলি রেজা , গোলাম সারোয়ার , পাথ প্রতিম রায়,রুহুল্ কুদ্দুস ।
অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য কমিটি গঠন করা হয় সরাসরি ভোটের মাধ্যমে , এতে নতুন সভাপতি হিসেবে নিবাচিত হয়েছেন মোঃশফিউল্লাহ ডাল্টন , সহ সভাপতি হয়েছেন , নাহিদ হাসান , সাধারন সম্পাদক হয়েছেন তরুন পাল । অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু ।
Thank you Pappu, Carry on……………