একটি মানবিক আবেদনঃ ডাঃ মোঃআবুল হোসেন কে বাচাতে এগিয়ে আসুন
পটূয়াখালি বিঃ ও প্রঃ বিশ্বঃ এর এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের তয় ব্যাচের মেধাবী ছাত্র সদ্য ইন্টানী সম্পন্ন কারী ডাঃ মোঃআবুল হোসেন জটিল রোগ ল্যারিঞ্জফ্যারিঞ্জিয়াল কারসিনমা ( larynxopharyngeal cacinoma ) ক্যান্সারে ভুগছেন। তার এই চিকিৎসার জন্য বিপুল পরিমান টাকার প্রয়োজন ,যা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র-ছাত্রী দের ব্যানারে ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করে হয়েছে এবং ডা; আবুল ভাইয়ের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে বলে জানান দায়িত্বশীল এক ছাত্র। এ বিষয়ে ~'”ডা; আবুল হোসেন কল্যান ফান্ডের “আহবায়ক ডাঃ মোঃ মশিউর রহমান বলেন , ডাঃ আবুল হাসানের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য আমরা দেশের সকল ভেটেরিনারী সম্পকিত প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি , এবং তিনি আরোও বলেন আমরা বরিশালের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যাব। অপর এক ছাত্র বলেন আমরা আমাদের এক সেমিষ্টারের বৃত্তির টাকা ডা; আবুল ভাইয়ের জন্য ফান্ডে জমা দিব ।
ডা; আবুল হোসেন কল্যান ফান্ডে সহায়তা পাঠাবার ঠিকানাঃ
প্রযত্ন্র ঃ এস।এস আবুল বাশার
সেভিংস একাউংন্ট নম্বরঃ ৩২৮৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
নওয়াপাড়া শাখা , যশোর।
যে কোন প্রয়োজনে
ডাঃমোঃমশিউর রহমান মিথুন -০১৭১৭-৯২৩২১২
ডাঃমোঃ ফয়সাল আমিন মিয়া -০১৭১৭ ২৭২৫৮৫
মোঃমুস্তাফিজুর রহমান পাপ্পু ০১৯১৫ ০৮৪৪৭৪
মোঃরাকিবুল ইসলাম রুবেল ০১৭৩৭ ৩৩০৪১৩