প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি ভ্যাকসিনগুলোর দরকারি তথ্য

আমরা যারা প্রাণিসম্পদ অধিদপ্তরে নতুন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করেছি তাদের জন্য এই তথ্যগুলো খুব প্রয়োজনীয় বলে এই আর্টিকেলটি লেখার প্রয়োজন অনুভব করলাম। তাছাড়া এই ভ্যাকসিনগুলোকে অনেকেই সরকারি বলে অবজ্ঞা করে থাকি এবং আমি দেখেছি কিছু কিছু কোম্পানি তাদের ব্যবসায়ীক উদ্দেশ্যে সরকারি এই ভ্যাকসিনগুলো নিম্ন মান সম্পন্ন ইত্যাদি নানা ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি ভ্যাকসিনগুলো কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা হলে দারুণ কাজ করে। তাই আমার মনে হলো, এই ভ্যাকসিনগুলো সম্পর্কে আমাদের সবারই ধারণা রাখা দরকার যাতে আমরা আমাদের খামারিদেরকে সঠিক ও কার্যকরী ভ্যাকসিনটি তুলে দিতে পারি। নিচে ছক আকারে তথ্যগুলো উপস্থাপন করলাম-


ভ্যাকসিন মাস্টার সিড উৎস সংরক্ষণ ব্যবহারবিধি সরবরাহ মূল্য মন্তব্য
Large & Small Animal Vaccine
ক্ষুরা (FMD) বাইভ্যালেন্ট A এবং O সিরোটাইপ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান(LRI), মহাখালী, ঢাকা থেকে ৮ LA: 6ml SC

SA: 2ml SC

LA: 16 doseSA: 48 dose  ৯৬:০০  * বুষ্টার ডোজ ২১ দিন পর*৪ মাস পরপর দিতে হবে*৪ মাস বয়সের নিচের পশুকে এ টিকা দেয়া যাবে না
ট্রাইভ্যালেন্ট A,O এবং Asia-1 সিরোটাইপ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান(LRI), কুমিল্লা  ১৬০:০০
 তড়কা (Anthrax) এফ-২৪ স্ট্রেইন অষ্ট্রেলিয়া  ৪থেকে ৮ LA: 1ml SC

SA: 0.5ml SC

LA: 100 doseSA: 200 dose  50:00  *৬ মাসের উর্দ্ধ গর্ভবতী গাভকে দেয়া যাবে না।
 বাদলা (BQ) লোকাল স্ট্রেইন  LRI, মহাখালী, ঢাকা   ৪থেকে ৮ LA: 5ml SC

SA: 2ml SC

LA: 20 doseSA: 50 dose  30:00  *টিকা প্রদানের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে* ৬ মাস পরপর টিকা দিতে হবে
গলাফুলা (HS)  লোকাল স্ট্রেইন  LRI, মহাখালী, ঢাকা   ৪থেকে ৮ ওয়েল এ্যাডজুভেন্টঃ

LA: 2ml SC

SA: 1ml SC

এ্যালাম অধঃপতিতঃ

LA: 5ml IM

SA: 2ml IM

 ওয়েল এ্যাডজুভেন্টঃLA: 50 doseSA: 100 dose

এ্যালাম অধঃপতিতঃ

LA: 20 dose

SA: 50 dose

 ওয়েল এ্যাডজুভেন্টঃ 30:00

এ্যালাম অধঃপতিতঃ 30:00

 * এটি কিল্ড ভ্যাকসিন
 জলাতঙ্ক টিকা  ফ্লারি স্ট্রেইন  WHO  -200(০ থেকে ৮ তে ৪৮ ঘণ্টা) গবাদীপশুকে HEP(Pre-exposure): 3ml IM

কুকুর (LEP): 3ml IM

বিড়াল (HEP): 1.5ml IM

 প্রতি ভায়ালে ১ মাত্রা+৩মিলি ডাইল্যুয়েন্ট  ২৫:০০  * কোন অবস্থাতেই এই টিকা চামড়ার নিচে প্রয়োগ করা যাবে না।
 PPR  লোকাল (শহীদ টিটো) স্ট্রেইন  বি এল আর আই, সাভার, ঢাকা  -200(-৫থেকে -০ তে ৬ মাস)  1ml SC  প্রতি ভায়ালে ১০০ মাত্রা+১০০ মিলি ডাইল্যুয়েন্ট  প্রতি ভায়াল ৫০:০০  * লাইভ এটিন্যুয়েটেড
Goat Pox লোকাল স্ট্রেইন  বি এল আর আই, সাভার, ঢাকা -200(২ থেকে ৮ তে ৬ মাস)  1ml SC  প্রতি ভায়ালে ১০০ মাত্রা+১০০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ৫৫:০০ * লাইভ এটিন্যুয়েটেড সেল কালচার
পোল্ট্রি ভ্যাকসিন সমূহ
মারেক্স HVT FC-126 Sero type-3 ইংল্যাণ্ড -200(-৫থেকে -০ তে ৬ মাস) 0.2ml SC  প্রতি ভায়ালে ১০০০ মাত্রা+২০০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ৩৫০:০০ * লাইভ এটিন্যুয়েটেড* ১ দিন বয়সের বাচ্চায়
BCRDV লেন্টোজেনিক F স্ট্রেইন FAO -200(-৫থেকে -০ তে ৬ মাস, ৪ থেকে ৮ তে ৪ মাস) ১টি ভায়ালে ৬মিলি ডাইল্যুয়েন্ট মিশিয়ে প্রতি চোখে ১ফোঁটা প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ১৫:০০ * এই টিকার রং সবুজ (লাইভ)* ২-৬ দিন বয়সে দিতে হয়
RDV মুক্তেসর M স্ট্রেইন FAO -200(-৫থেকে -০ তে ৬ মাস, ৪ থেকে ৮ তে ৪ মাস) 1 ml রানের মাংসে প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ১৫:০০ * এই টিকার রং সাদা (লাইভ এটিন্যুয়েটেড)* ২ মাস বয়সে এবং ৬ মাস পরপর দিতে হয়
ফাউল পক্স বোডেট (Buddett) স্ট্রেইন মালয়েশিয়া -200(-৫থেকে -০ তে ৬ মাস) mixed with 3ml DW, use Biforked Pricking Needle to prick at wing skin প্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ৪০:০০ * জীবনে একবারই যথেষ্ট
পিজিয়ন পক্স লোকাল ফিল্ড স্ট্রেইন  LRI, মহাখালী, ঢাকা -200(-৫থেকে -০ তে ৬ মাস) mixed with 3ml DW, use Biforked Pricking Needle to prick at wing skin প্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ২০:০০ * মাঠ পর্যায়ে সংগৃহীত নমুনা থেকে প্রস্তুকৃত লাইভ এটিন্যুয়েটেড
ফাউল কলেরা লোকাল স্ট্রেইন LRI, মহাখালী, ঢাকা থেকে ৮ ওয়েল এ্যাডজুভেন্টঃ 1ml SC

এ্যালাম অধঃপতিতঃ 1ml IM

প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ৩০:০০ * এই টিকা বরফায়িত করা বা ০সে. এর নিচে রাখা যাবে না।
সালমোনেলা/ ফাউল টাইফয়েড সালমোনেলা গেলিনেরাম-এর ফিল্ড স্ট্র্রেইন ও 9 R স্ট্রেইন  LRI, মহাখালী, ঢাকা থেকে ৮ 0.5ml SC প্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ৯০:০০ * ৬ সপ্তাহের উর্ধ্বে ১ম ডোজ, ৩০ দিন পর ২য় ডোজ, ৬ মাস পর বুষ্টার* এ্যালুমিনিয়াম এ্যাডজ্যুভেন্ট কিল্ড
গামবোরো BAU-404 স্ট্রেইন বাকৃবি, ময়মনসিংহ -৫থেকে -০ তে ৬ মাস ১ চোখে ১ ফোঁটা প্রতি ভায়ালে ১০০০ মাত্রা+৫০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ২০০:০০ * ১২-১৯ দিন বয়সে ১ম ডোজ, ৭নি পর ২য় ডোজ*লাইভ এটিন্যুয়েটেড
ডাকপ্লেগ লোকাল স্ট্রেইন LRI, মহাখালী, ঢাকা -৫থেকে ০ তে ৬ মাস 1ml বুকের মাংসে প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ৩০:০০ * ৩ সপ্তাহ বয়সের বাচ্চাকে এ টিকা দিতে হবে*৬ মাস পরপর টিকা দিতে হবে

কেমন লাগল জানালে খুশি হব। এটা আমার প্রথম আর্টিকেল। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো ভালো ভালো আর্টিকেল আপনাদের উপহার দিতে পরব বলে আশা করি। আর এই আর্টিকেলটি যদি কখনও কারও কাজে লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে।

লেখকঃ ডাঃ শামীম আহমেদ

I am working as Veterinary Surgeon at Upazila Livestock Office, Atgharia, Pabna Mobile: 01714716736 E-mail: shamim_213@yahoo.com

এটাও দেখতে পারেন

The control of coccidiosis in poultry

Coccidiosis is still considered one of the main diseases affecting the performance of poultry reared …

১৪ মন্তব্য

  1. ধন্যবাদ ডা: শামিম আহেমদ ভাই। বিএইউ কলেরা ভ্যাকসিন ৫০০ মিলি বোতল ০.৫ মিলি ডোজ/পাখি এবং বিএইউ সালমোনেলা বাইভ্যালেন্ট ভ্যাকসিন ৫০০ মিলি বোতল ০.৫ মিলি ডোজ/পাখি । এই ভ্যাকসিন দুটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের “লাইভস্টক এন্ড পোল্ট্রি ভ্যাকসিন রিসার্স এন্ড প্রোডাক্টশন সেন্টার” থেকে তৈরী হয় । এই ভ্যাকসিন গুলো খুবই উন্নত মানের এবং ব্যবহার সহজ। বর্তমানে ফিনিক্স হ্যাচারী লি. বাংলাদেশের সর্বত্র বাজারজাত করে আসছে। ধন্যবাদ।

  2. খুবই দরকারি আক্তা পোস্ট দিলেন । ধন্যবাদ

  3. আমি ডাক্তার নই। একটা মাছের খামার আছে। পাশাপাশি একটা হাঁসের খামার দিতে চাচ্ছি। আমাকে কি জানাবেন- টীকাগুলো পশু হাসপাতালে গেলেই কি পাব? তারা কি আপনার উল্লেখিত মূল্যই রাখেব?

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনার প্রশ্নের উত্তরটা আমিই দিচ্ছি, হ্যা, সবগুলো টিকাই আপনি পশু হাসপাতালে পাবেন আর মূল্যও ঠিক আছে। তবে এটা যেহেতু জুলাই মাস, মানে অর্থ বছরের শুরু, তাই কোথাও কোথাও সাময়িকভাবে টিকাগুলো পেতে একটু সমস্যা হতে পারে।

      • স্যার আপনার 2012 তে করা পোস্ট 2020 এ পেলাম। খুবই ভাল লাগল স্যার আপনাকে, সাধারণত এই ধরনের পরামর্শগুলো বড় বড় ডাক্তাররা শেয়ার করতে চান না কিন্তু আপনি তো উদার। সকলের দোয়া ও ভালোবাসা এগিয়ে যান স্যার আশা করি আরও ভাল ভাল পোস্ট দিয়ে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ।

  4. Dr,shamim ahmed vai,apnake onek onek dhonnobad,apnar ai mulloban post ar jonno,vobissote ai rokom aro shundor,tothho bohul post asha korchi,valo thakben…..

  5. dear doctors,
    amar kobutorer baccha gulor jonmer 7 din por theke thote chokhe gota uthe. er jonno ki pigeon pox vaccine dite hobe ? ei vaccine ta kivabe, koto din por por, oshustho bacchader dite parbo kina ektu janaben pls. 20ta bacchar vitor mone hoy 2taw bachbe na eto baje obostha! plz help me…

  6. Assalamolaikum vaiya,
    ami koidin holo 1 jora lakha kobutor kinechi. Age 3/4 month. Ei jora k kon kon tika dile valo hobe ??

  7. my pigeon is suffering from angle disease. what to do pls

  8. Please tell me
    The vaccination time schedule of Lear hen .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.