সোয়াইন ফ্লু () ভাইরাস সম্পকে আমরা মোটামুটি ভাবে অবগত আছি, তবুও আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ————————
১। সোয়াইন ফ্লু ভাইরাস কি ?
— সোয়াইন ফ্লু ভাইরাস হ ল শুকরের শ্বাসতন্ত্রের একটি রোগ ,যেটা type A influenza virus দ্বারা হয়ে থাকে। তবে এটি মানুষ হতে মানুষ এ ছড়ায় ।
২। কোথায় ১ম দেখা যায় ?
– এই ভাইরাস টি ১ম মেক্সিকোতে দেখা যায় ।
৩। কিভাবে বুঝবেন ?/ লক্ষ্ণ কি ?
# তাপমাত্রা- ১০৪.৪ ডিগ্রি F / ৩৮ ডিগ্রি C
#সোর থ্রোট
# বমি
# ডায়রিয়া
৪।কিভাবে ছড়ায় ?
# সরাসরি সংস্পশ
# হাছি
# কাশি
# থুথু
# লালা
৫। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ?
# আক্রান্ত রোগীর কাছ হতে দূরে থাকতে হবে ।
#হাত মুখ সাবান দিয়ে ধুতে হবে ।
# মুখে মাক্স ব্যাবহার করতে হবে ।ইত্যাদি