পটুয়াখালি বিঃ ও প্রঃ বিশ্বঃ এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী
মেডিসিন অনুষদের ( বরিশাল ক্যাম্পাস) পানির পাম্প গতকাল হতে নষ্ট হয়ে
আছে। এর ফলে চরম দুভোগে জীবন যাপন করছে অত্র ক্যাম্পাসের সকল
ছাত্র-ছাত্রী , শিক্ষক ,কম কতা কমচারীবৃন্দ। পাম্প ইনচাজ মোঃ মিলন
হোসেন জানান , গত রাত হতে পাম্প টি বিকল হয়ে গেছে , ফলে শিক্ষক কোয়াটার ,
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল, বেগম ফজিলেতুন্নেছা মুজিব
হল , একাডেমিক ভবন , কম কতা কমচারী কোয়াটার সহ সকল ভবনে পানি সরবরাহ
বন্ধ রয়েছে। এর ফলে ক্যাম্পাসের কেন্দ্রীয় পুকুর ই একমাত্র ভরষা হওয়ায়
এক হ য ব র ল পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছু কিছু ব্যাচের ফাইনাল পরীক্ষা
চলায় দুভোগ চরম মাত্রা ধারন করেছে ।
ইতিমধ্যে পবিপ্রবির মুল ক্যাম্পাসের ইঞ্জিনিয়ার এর নেতৃ্তে এক
প্রতিনিধিদল ক্যাম্পাসে এসে বিষয় খতিয়ে দেখছে। ৭ম সেমিষ্টারের ছাত্র
দিদারুল ইসলাম বলেন পানি না থাকায় আমরা খুব কস্টে পরীক্ষা দিচ্ছি।
অত্র অনুষদের কোস কো অডিনেটর ডঃ মোঃ আব্দুল মতিন বলেন যত দ্রুত সম্ভব
আমরা এই সমস্যা সমাধানের ব্যাবস্থা করছি।
এটাও দেখতে পারেন
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …
Vetsbd Livestock related only Bangla blog