পোল্ট্রিতে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার, না কি ন্যাচারাল গ্রোথ প্রোমোটার ব্যবহার করবেন?

পোল্ট্রিতে অনেক খামারি ভাই গ্রোথ প্রোমোটার ব্যাবহার করে থাকেন পোল্ট্রির দৈহিক বৃদ্ধির জন্য, অনেকে ব্যবহার করেন সুস্থ থাকার জন্য। আর এই গ্রোথ প্রোমোটার হিসেবে তারা কেউ এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার, কেউ ন্যাচারাল গ্রোথ প্রোমোটার ব্যবহার করেন। আজ আমি আপনাদের সাথে এই দুই প্রকারের গ্রোথ প্রোমোটারের তুলনামূলক চিত্র শেয়ার করতে চাই।


প্রথমেই এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার নিয়ে আলোচনা করছি।

যেহেতু শব্দটি “এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার” তাই শুরুতেই এন্টিবায়োটিক কি তা নিয়ে সাধারণ একটু কথা বলি-

এন্টিবায়োটিকঃ

“এন্টিবায়োটিক হচ্ছে সেই সমস্ত substance যা ব্যকটেরিয়ার বৃদ্ধিকে থামিয়ে দেয় বা তাকে মেরে ফেলে। প্রকৃতিগত ভাবেই শত শত এন্টিবায়োটিক রয়েছে কিন্তু এর মধ্যে মাত্র কয়েকটিকে আমরা পোল্ট্রির চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই এন্টিবায়োটিকগুলো পোল্ট্রির বৃদ্ধিকে বাধাগ্রস্থ করে তখনই যখন আমরা তা recommended level অনুযায়ী ব্যবহার করে থাকি এবং এই ডোজে জীবাণূ resistant নয়। ভাইরাস জনিত রোগের চিকিৎসায় এন্টিবায়োটিক ব্যবহারের প্রচলন নেই তবে অনেক সময় তা secondary bacterial infection যেমন Escherichia coli. প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে।

এখন এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার কি? নাম থেকেই বোঝা যাচ্ছে এরা হলো এন্টিবায়োটিক যা কম মাত্রায় ক্রমাগতভাবে খাদ্যের সাথে মেশানো হয় প্রাণির স্বাস্থ্যের উন্নতির জন্য এবং খাদ্য রুপান্তর হার বৃদ্ধির জন্য। যে মাত্রায় ঐ এন্টিবায়োটিকটি ব্যবহার করা হবে তা কখনই কোন একটি রোগের চিকিৎসায় ব্যবহৃত ডোজে বা মাত্রায় হবে না। আর তাই সেটি কোন মাত্রায় গ্রোথ প্রোমোটার হিসেবে খাদ্যের সাথে ব্যবহার করা হবে তা অবশ্যই ঐ এন্টিবায়োটিক  প্রস্তুতকারক কোম্পানিকেই নির্ধারণ করে দিতে হবে। যদিও এই মাত্রায় দীর্ঘদিন এন্টিবায়োটিক ব্যবহারের ফলে তাতে ঐ এন্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণূ resistant হয়ে পড়ার ঝুঁকি থাকে বিধায় বিশ্বের অনেক দেশেই এন্টিবায়োটিককে গ্রোথ প্রোমোটার হিসেবে ব্যবহার করা হয় না।
এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার কিভাবে কাজ করে?

Bacterial population কে নিয়ন্ত্রণের মাধ্যমে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার কাজ করে থাকে। Gram’s staining এর উপর ভিত্তি করে ব্যকটেরিয়াগুলো ২ প্রকার- Gram-positive এবং Gram-negative। বেশির ভাগ এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারগুলো Gram-positive ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেগুলো প্রাণির দূর্বল স্বাস্থ্যের জন্য দায়ী।

সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে, জীবাণুমুক্ত পাখিতে  এই এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারগুলোর কোন লাভজনক কার্যক্রম দেখাতে পারে না। তাই এটা বলা যায় যে, antimicrobial (antibacterial) activity’র জন্যই কেবল এই এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারগুলোর প্রভাব রয়েছে, bird‘র physiological interaction জন্য নয়।

এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারের সুবিধা-অসুবিধাঃ

যখন পাখির অন্ত্রে জীবাণু থাকবে তখন এই এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারগুলো ভালো কাজ করে, কিন্তু যখন তা থাকে না তখন আর তার কোন কাজ নেই, তবে কেউ কেউ মনে করে থাকেন এমতাবস্থায় এগুলো দেহের উপকারী ব্যকটেরিয়ার উপর কাজ করে এগুলোকে ধ্বংস করার চেষ্টা করে যা পাখিকে অধিক ধকলে ফেলে দেয়। এছাড়া এগুলো ডিম ও মাংসের সাথে পরিবাহিত হয়ে মানুষের জন্য হুমকি হয়ে দাড়ায় (মানুষের দেহে resistant হয়ে )।

Health Canada কর্তৃক অনুমোদিত এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারগুলোঃ

  • chlortetracycline
  • virginiamycin
  • bacitracin
  • bambermycins
  • lincomycin
  • salinomycin
  • penicillin
  • monensin
  • tylosin
  • lasalocid

ন্যাচারাল গ্রোথ প্রোমোটারঃ

ন্যাচারাল গ্রোথ প্রোমোটার  যা নন-এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার হিসেবেও পরিচিত। নিচে উইকিপিডিয়া থেকে সংজ্ঞা হুবহু তুলে ধরছি-

“Different categories of feed additives for farm animals are referred to as natural growth promoters (NGPs) or non-antibiotic growth promoters. They are commonly regarded as favorable alternatives to antibiotic growth promoters (AGPs) in livestock production.”

ন্যাচারাল গ্রোথ প্রোমোটারের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোর প্রায় সবগুলোই পরোক্ষভাবে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে থাকে, ফলে এন্টিবায়োটিক রেজিষ্ট্যাণ্ট হওয়ার ভয় থাকে না। নিচে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিঃ

১। এসিডিফায়ারঃ এসিডিফায়ারের কাজ হলো এগুলো পানিতে বা খাবারে এসিডিক পরিবেশ তৈরি করে, যাতে বেশির ভাগ ক্ষতিকারক ব্যকটেরিয়াই হয় সরাসরি মারা যায় নতুবা বৃদ্ধি বাধা-প্রাপ্ত হয় নতুবা বংশবৃদ্ধি বাধা-প্রাপ্ত হয়। আর উপকারি ব্যাকটেরিয়াগুলো যেহেতু অনেক কম পিএইচেও বাঁচতে পারে ফলে দেহে উপকারি ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় এবং এরা হজম প্রক্রিয়ায় সহায়তা করা সহ রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, ফলে পাখিরি সার্বিক স্বাস্থের উন্নতি ঘটে।

২। প্রোবায়োটিকঃ প্রোবায়োটিকসমূহ অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে প্রতিযোগীতায় লিপ্ত হয়। এরা অন্ত্রের receptor গুলোকে ব্লক করে দিয়ে অথবা antimicrobial substances উৎপন্ন করে অথবা immune system-কে সক্রিয় করে ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে।

৩। প্রিবায়োটিকঃ এগুলোএকধরনের শর্করা যা host animal কর্তৃক অপাচ্য কিন্তু অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো এগুলোকে ভাঙতে পারে এবং ব্যহার করতে পারে। ফলে অন্ত্রে এদের সংখ্যা বৃদ্ধি পায়।

৪। সিনবায়োটিক (Synbiotics)ঃ এরা হলো প্রোবায়োটিক আর প্রিবায়োটিকের মিশ্রণ, যা একসাথে synergistic ক্রিয়া প্রদর্শণ করে।

৫। ফাইটোজেনিকস (Phytogenics)ঃ এরা herbs, spices or aromatic plants থেকে উৎপাদিত হয়ে থাকে এবং এগুলোর antimicrobial, antifungal, antiviral, antioxidant অথবা sedative properties রয়েছে। এদের appetizing effect রয়েছে ফলে খাবারের রুচি বৃদ্ধি পায় এবং endogenous digestive enzyme-কে উদ্দিপিত করে। এছাড়াও এদের gut microflor ‘র উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যেমনঃ Sangrovit WS, Oregosteam Liquid ইত্যাদি (শুধু এই দুটি প্রোডাক্টের উপরই দুটি আর্টিকেল হতে পারে, আমি ব্যাক্তিগতভাবে এই দুটি গ্রোথ প্রোমোটার ব্যাবহার করে দারুন ফলাফল পেয়েছি)।

এছাড়াও Feed enzymes ও Immune stimulants গুলিও ন্যাচারাল গ্রোথ প্রোমোটারের কাজ করে থাকে।

সবশেষে এই উপসংহারে আসা যায় যে, যেহেতু ন্যাচারাল গ্রোথ প্রোমোটারগুলো প্রাকৃতিক উপায়ে প্রাণি-দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস ও টক্সিন প্রতিরোধ করে এবং প্রাণির স্বাভাবিক ক্রিয়াকলাপকে উদ্দিপিত করে এবং এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারের পার্শ্ব-প্রতিক্রিয়া প্রদর্শণ থেকে মুক্ত তাই আমাদেরকেও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য আমাদের পোল্ট্রিকে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারের পরিবর্তে ন্যাচারাল গ্রোথ প্রোমোটার বা নন-এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার ব্যবহার করা উচিৎ এবং বাংলাদেশ সরকারের উচিৎ উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশেও এমন নিষেধাজ্ঞা আরোপ করা যাতে এন্টিবায়োটিককে শুধু চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, গ্রোথ প্রোমোটার হিসেবে নয়।

 

REFERENCES

Advisory Committee on the Microbiological Safety of Food. 2001. Second report on Salmonella in eggs. Food Standards Agency, London.

Animal Health Institute (USA). 1998. Antibiotic resistance back in the news. AHI Quarterly, 19: 1-4.

Bonner, J. 1998. Hooked on Drugs. New Scientist

http://archive.newscientist.com/ Last ac essed 28 October 2001.

Butaye P., van Damme, K., Devriese, L.A., van Damme, L., Bael, M., Lauwers, S., & Haesebrouck, F. 2000. In Vitro susceptibility of Enterococcus faecium isolated from food to growth-promoting and therapeutic antibiotics. International Journal of Food Microbiology, 54: 181-7.

Centers for Disease Control. 2000. Issues in healthcare settings: laboratory detection of oxacillin/methicillin – resistant Staphylococcus aureus (MRSA). http://www.cdc.gov/ncidod/hip/Lab/FactSheet/mrsa.htm Last accessed 28 October 2001.

Commission of the European Communities DGXXIV Scientific Steering Committee. 1999. Opinion of the Scientific Steering Committee on Antimicrobial Resistance. http://europa.eu.int/comm/food/fs/sc/ssc/out50_en.pdf Last accessed 28 October 2001.

Das, I., Fraise, A. & Wise, R. 1997. Are glycopeptide-resistant enterococci in animals a threat to human beings? The Lancet, 9057: 997.

Del Grosso, M., Caprioli, A., Chinzari, P., Fontana, M.C., Pezzotti, G., Manfrin, A., di Giannatale, E., Goffredo, E., Pantosti, A. 2000. Detection and characterization of vancomycin-resistant enterococci in farm animal and raw meat products in Italy. Microbial Drug Resistance-Mechanisms Epidemiology and Disease,6: 313-318

Domig, K.J. (2005) Antibiotikaresistenz und der Einsatz von Antibiotika in der Tierernährung. 4. BOKU-Symposium Tierernährung: Tierernährung ohne Antibiotische Leistungsförderer. Vienna, Austria: pp.1–8.

Foote, K. (2003) The battle of the bugs and other alternatives to antibiotics in pork production. MB Swine Seminar 2003, vol. 17: pp. 1–17.

Kelly, D. and King, T.P. (2001) “Luminal bacteria: regulation of gut function and immunity.” In: Gut environment of pigs. Edited by Piva, A., Bach Knudsen, K.E., Lindberg, J.E.: pp. 113–131. Nottingham University Press, Nottingham, UK.

Pasteiner, S. (2006) “New natural concept for poultry gut health.” International Poultry Production 14, 1: 17.

Richards, J.D., Gong, J. and de Lange, C.F.M. (2005) “The gastrointestinal microbiota and its role in monogastric nutrition and health with an emphasis on pigs: Current understanding, possible modulations, and new technologies for ecological studies.” Canadian Journal of Animal Science 85: 421–435.

Smiricky-Tjardes, M.R., Flickinger, E.A., Grieshop, C.M., L. L. Bauer, M. R. Murphy and G. C. Fahey, Jr.2 “In vitro fermentation characteristics of selected oligosaccharides by swine fecal microflora1” J. Anim. Sci. 2003. 81:2505-2514

Steiner, T. (2006) “The potential benefits of Natural Growth Promoters.” Feed Tech 10.2: 26–28.

Food and Drug Administration, USA. http://www.fda.gov/oc/antimicrobial/taskforce2000.html Last accessed 28 October 2001.

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

BetaMax Vet

ঔষধ পরিচিতিঃ BetaMax®Vet

BetaMax® Vet পোল্ট্রিতে স্ট্রেস ম্যাসেজ করার একটি সল্যুশন। এতে ৪৭% বিটেইন (Betain) রয়েছে। অর্থাৎ প্রতি …

২০ মন্তব্য

  1. ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান

    খুব ভাল লিখেছ তায়ফুর। ধন্যবাদ। আমিও প্রোবায়োটিক ব্যবহার উত্তম মনে করি। তবে এটা শুরু করলে বায়োসিকুরিটি উন্নত থাকতে হবে এবং এই ধরনের প্রোডাক্ট এর কার্য্যকারিতা একটু ধীর গতিতে হলেও ফলাফল দীর্ঘ সময় ধরে ভাল পাওয়া যায়।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      ধন্যবাদ সরোয়ার ভাই, প্রোবায়োটিক আসলেই চমৎকার একটা জিনিস। এটি নিয়মিত ব্যবহার করলে সহজে মুরগির ডায়রিয়া হয় না। প্রোবায়োটিককে তাই ডায়রিয়ার ভ্যাকসিনও বলা হয়ে থাকে।

  2. Very timely article Taifur bhai. Phytogenic Growth Promoters help absorption of amino acid in birds thus help wastage of Value added nutrients . This is a huge savings for a farmer and boost up natural immune system of birds which is very essential and Also thank you Sorwar bhai for alerting us on biosecurity. Thank You Dr. Taifur!

  3. Taifur Vai, its a real article and essential for the time being. I am a poultry grower of Joypurhat. I am using a phytogenic growth promoter as Sangrovit WS and getting good result without any sight effect. I think this type of medicine should be imported and we try to use widely for our poultry bird for save our great sector antibiotic effect.
    Abdul Alim Mondol, poultry grower, Joypurhat.

  4. ডাঃ মোঃ গোলাম কিবরিয়া

    খুব ভালো একটি আর্টিকেল লিখেছ, দোস্ত। আমাদের এখন ন্যাচারাল গ্রোথ প্রোমোটারই বেশি বেশি ব্যবহার করা উচিৎ।

  5. Appreciated for a demand oriented and cutting edge technology based article by Dr. Taifur, specially highlighting the issue of natural growth promoter or non antibiotic growth promoters. Now-a-days, world is keeping aside antibiotic growth promoters due to many logical and authentic reasons. Anyway, phytogenic product such as sangrovit so far I know from their research findings is an excellent product for broader immunity, that is, umbrella type immunity development in the body defense mechanism as well as ensuring availability of amino acids in the gut by blocking bacterial enzymatic functions for amino acids utilization. Sangrovit has also some property of anti-inflammatory actions which actually provide some avenues for boosting up natural immunity and essential nutrients such as micro minerals through utilization of mineral based amino acid profiles. The reason I have mentioned its efficacy is that I have also got fantastic results in a renowned breeder farm for producing healthy DoCs from a flock of breeders treated with some herbals extract products like sangrovit and others. That is why I do agree with you that we should go for safe and environment friendly nutricines for safe food production for next generation. Thank you, Dr. Taifur again for your nice article. Appreciated by MD. Akteruzzaman, Agri-business specialist, Agrovision, Dhaka.

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনাকেও ধন্যবাদ, বেশ গুছিয়ে সুন্দর একটি অভিমত ব্যাক্ত করার জন্য। নিয়মিত সাইটটি ভিজিট করবেন আশা করি। সেই সাথে ভালো কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশাও করি।

  6. ধননো বাদ ডা. তাইফুর.। খুব ভালো একটা আরটিকেল লিখেছেন। আমি চট্টগ্রাম থেকে মুনশি হাইদার, একজোন খামারি। আমার একটি ব্রোয়লার ফারম আছে। ৩০০০ পিস। sangrovet বাবোহার কোরে আমার বেশ লাভ হোয়েছে.. আমার মুরগি বেস পানি খাচ্ছে আর বোডি ওজোন আগের ঠেকে দ্রুত আকারে বেরেছে..

    মুনশি হাইদার
    চট্টগ্রাম।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      ধন্যবাদ। আমিও পাবনায় খামারিদেরকে sangrovit WS ব্যবহার করতে দেখেছি। ওরাও বেশ ভালো রেজাল্ট পাচ্ছে। আসলে নন-এন্টিবায়োটিকের তুলনা হয়না!

  7. সহজ ভাষায়, সুন্দরভাবে লিখা এই আর্টিকেল বেশ ভালো লেগেছে। কিন্তু কে শোনে কার কথা! বাজারে কত ধরণের যে antibiotic growth promoter রয়েছে তার পরিসংখ্যান সম্ভবতঃ কারোরই জানা নেই। এর মধ্যে অনেকগুলো রয়েছে banned item. আর সেগুলো অহরহ ব্যবহার হচ্ছে বিভিন্ন ফিড মিল ও বাণিজ্যিক পোলট্রি ফার্মে। জেনে বুঝেই এসব দিয়ে ফিড ফরমুলেশন করছে ডিগ্রিধারী ব্যক্তিরা। এক্ষেত্রে ভেট ডাক্তারগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। আমরা চাইলেই ডিম, ব্রয়লার, দুধ ও মাংশ উৎপাদনকারী প্রাণীদের ক্ষেত্রে antibiotic -এর ব্যবহার বন্ধ করে দিয়ে বা কমিয়ে দিয়ে antibiotic free পণ্য উৎপাদন করতে পারি।

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আর্টিকেলটি বেশ ভালো লেগেছে জেনে আমারও বেশ লাগছে!আমেরিকা ও ইউরোপিও দেশে এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশেও এগুলো নিষিদ্ধ করা উচিৎ। আমি সকল পোল্ট্রি প্রাকটিশনারদের অনুরোধ করব, এন্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার ব্যবহারের পরামর্শ না দেয়ার জন্য।

  8. Sangrovit WS, Oregosteam Liquid এই জিনিস গুলো কবে কখন থেকে কিভাবে ব্যবহার করতে হবে ? নাকি, শুরু থেকে প্রতিদিন (ব্রয়লার মুরগী) পানির সাথে মিশিয়ে খাওয়ালে হবে ? কোয়েল পাখির খামারে কি এগুলো ব্যবহার করা যায়?। জানিয়ে বাধিত করুন প্লিজ। আর্টিকেল টি দারুন লাগলো আপনাকে অশেষ ধন্যবাদ।

    • Dear Bhai Habib, Ami apnake Sangrovit ws er bapare boli. Origo stim Dr. taifur apnake bolben. Sangrovit ws broiler murgir jonno Day 2 theke Day 5 th only in day water. stop 4 hours before and after vaccination. then Day 8 to day 12 ( Early boost days … Very important for broiler growth body weight should be around 300 gm of each chic. Then from dat 16 to 18 for healthy growth. then from day 22 to day 30 body weight diseases pressure stress control , wet litter control , good digestion . dose around 10gm 10 litter water. alternative suggestion : from Day 22 till day 32 in day water 10 gm in 100 litter water in broiler for body weight control mortality etc. thanks. yes you can use in koyel khamar but try with small number of bird with a small dose. see the reaction.

  9. মাহাবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর সাজেশন্স। তা ব্রাদার আমাদের কক্সবাজারে Sangrovit ws বেস কয়েকটা বড় বড় দোকানে খুজঁ করেও পাওয়া গেলনা। তবে মজার ব্যাপার হল অনেক বেটস্ ডাক্তার তো এই ঔসুধ চিনেই না! হা হা হা…

  10. সালমোনেলা sick pigeon ke ki doya jabe.
    jodi jay tahole kivabe?
    Others kono medicine ar sate daya jabe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.