হাজী মোঃ দানেশ বিঃ ও প্রঃ বিশ্বঃ (হাবিপ্রবি ) এর মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ভেটেরিনারি স্টূডেন্ট ফেডারেশন ( BVSF ) এর সাধারন সম্মাদক ডা ঃ ফাহিম মাহফুজ বিপুলের রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালী বি ঃ ও প্রঃ বিশ্বঃ এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ( বরিশাল কাম্পাস ) এক দোয়া মাহফিল ও প্রাথনা অনুষ্ঠিত হয়েছে >।
বাদ জুম্মা অনুষদীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পাসের সহকারী প্রক্টর , সহকারী হল প্রভোষ্ট , অন্যান্য শিক্ষকবৃন্দ , ছাত্র বৃন্দ, ও কমচারী বৃন্দ ।
এছাড়া কেন্দ্রীয় মন্দিরে প্রাথনার আয়োজন করা হয়।