পাবনায় রয়েছে সৌখিন কবুতরের বিশাল বাজার

এক জোড়া কবুতরের বাচ্চার দাম ৭০,০০০ টাকা!! এরকম আরো অনেক প্রজাতির সৌখিন কবুতর পালন করছেন পাবনার অনেক খামারী। আর জাত ভেদে এদের এক এক জোড়া বাচ্চার দাম ১,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। সিরাজী, লাক্ষা, পোটার, র‌্যান, ষ্ট্রেচার, ব্লু-হেনা এরকম আরো নানা প্রজাতির কবুতর রয়েছে। এর মধ্যে এক জোড়া হলুদ-হেনা কবুতরের বাচ্চার দাম-ই ৭০,০০০ টাকা। আমি এরকম বিভিন্ন কবুতরের খামার থেকে যেসব তথ্য সংগ্রহ করেছি আজ সেসবই আপনাদের সাথে শেয়ার করছি।


সিলভার সিরাজী
লাক্ষা

 

 

 

 

 

 

 

 

 

নীচে কয়েকজন খামারীর কবুতর পালনের তথ্য তুলে ধরা হলোঃ

 

ক্রমিক নং খামারীর নাম ও ঠিকানা গ্রাম/ইউঃ/পৌর জাত বাচ্চার দাম(প্রতি জোড়া) সংখ্যা মোবাইল নং
০১. হুমাযুন কবির রিপন,পিত-নজরুল ইসলাম বিসিকগেটছাতিয়ানী,পাবনা সিরাজী হলুদ৪০০০,লাল ৩০০০,কাল ২০০০,সিলভার -৭০০০ ৫০ জোড়া ০১৭১১১২৬৫৪৭
০২. নজরুল ইসলাম (মনি)পিতা-মোজাহারুল ইসলাম গোপাল পুর,পাবনা লাক্ষা হলুদ-১৫.০০০,সাদা ৪০০০,কাল -২৫০০ ৫৫ জোড়া ০১৭১৫০০২৩৭২
০৩. মাহামাদুল হাসান হীরা পিতা-ইমদাদ হোসেন কালাচাঁদ পাড়া, পাবনা পোটার হলুদ১৮০০,লাল -১০০০০,কাল -৬০০০ ৫০ জোড়া ০১৭১১৯৪০০৬২
০৪. মিজানুর রহমান,পিতা-মোঃ-বাদশা মিয়া পৈলানপুর,পাবনা র‌্যান সাদা ১৬,০০০,লাল ৪০০০,হলুদ-৪০০০ ২০ জোড়া ০১৭১৬২৫১২৮৫
০৫. মহিউল ইসলাম,পিতা-কুদরত-ই-খোদা পৈলানপুর,পাবনা ষ্ট্রেচার হলুদ-৫০০০০,নীল-২০০০০,লাল -১০০০০ ২৪ জোড়া ০১৭১৬৬২৬৫৫৪
০৬. মঞ্জিল হোসেন কৃষ্ণপুর, পাবনা কাল হেনা কাল  হেনা-২৫০০০,স্পেশাল কাল  হেনা-৩০০০০ ৫৫ জোড়া ০১৭১৪২৫৫৪৫৫
০৭. ইসমাইল হোসেন ইকবল শালগাড়িয়া.পাবনা বোখারী বোখারী হলুদ ৫০০০০,সাদা বোখারী -৭০০০ ৫৫ জোড়া ০১৭২৯১১২১৫৫
০৮. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) তালতলা,পাবনা ব্লু­-হেনা নীল-৬০০০০,হলুদ হেনা-৭০০০০ ৫৫ জোড়া ০১৭১৬৭৩৩৫৭৮
০৯. শ্রী সুভাশ থানা পাড়া, পাবনা ম্যাগপাই হলুদ-২০০০০,লাল -১৫০০০,কাল -৩০০০ ৫৫ জোড়া ০১৭১৫৮৪৫০৪২
১০. মোঃ রুমোন ফরহাদ পাথরতলা,পাবনা কিং হলুদ-১২০০০,সাদা ৯০০০,লাল -৭০০০,কাল -১০০০, ৫৫ জোড়া ০১৭১১৪৫০৯৪০
১১. শামীম হোসেন কৃষ্ণপুর, পাবনা সটফেস হলুদ-২০০০,লাল ১৫০০,কাল -১০০০ ৫৫ জোড়া ০১৭২৫৩২৬৩৮৬
১২. উজ্জল দও কালাচাঁদ পাড়া, পাবনা  পোটার  হলুদ-১৮০০০,লাল -১০০০০,কাল -৬০০০ ৫০ জোড়া ০১৭৫১৬৫৯০০০

 

ম্যাগপাই

 

নীল হেনা
হলুদ হেনা
পোটার

 

আমাদের হিসাবে এরকম প্রায় ১৬০৫ জোড়া কবুতর রয়েছে।
আর্টিকেলটি কেমন লাগল জানাবেন।

লেখকঃ ডাঃ কাজী আশরাফুল ইসলাম

Upazilla Livestock Officer, Pabna Sadar, Pabna. E-mail: kaziashrafbabu@yahoo.com

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

৩০ মন্তব্য

  1. দাম টা একটু বেশি ।

  2. খুবই দরকারি একটা আর্টিকেল

  3. কবুতর আমার খুব প্রিয় পাখি । এর মাংস খেতেও আমার খুব পছন্দ। কিন্তু এদের লাভজনকভাবে পালন করার জন্য সরকারী বেসরকারী কোন তৎপরতা দেখি না। আমাদের এই দিকেও দৃষ্টি দেওয়া উচিৎ। ধন্যবাদ।

  4. পড়ে খুব ভাল লাগল, আমি পশ্চিম বাংলায় থাকি, এখানের কি দাম জানি না, তবে বাংলাদেশের দাম জেনে একটা আন্দাজ করতে পারছি। আপনাকে ধন্যবাদ…. আমি লাক্ষা পায়রা (কবুতর) কিনবো বলে ঠিক করেছি… আপনার এই লেখাটি পড়ে আমার উপকার হয়েছে।একটা অনুরোধ ছেলে ও মেয়ে পায়রা (কবুতর) চেনার উপায় কি যদি বলতেন তা হলে আরও উপকার হত, আবারও ধন্যবাদ..

    • ডাঃ কাজী আশরাফুল ইসলাম

      আর্টিকেলটি আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগল। আপনি যদি সামান্যতমও উপকৃত হয়ে থাকেন তবেই আমার এ লেখার সার্থকতা। ধন্যবাদ।

  5. ডাঃ পিয়াস কুমার ঘোষ

    Dada apnar comments ar jonno onk dhonnobad.Asole Vetsbd je desh charia baireo pathok attract korte parse ta jene amader admin oo amra member ra sobai onk anondito.
    apnar prosno ar answer dear chesta korbo………………
    1stly technical kisu difference ache.pigeon ta ke ulto kore dhore ar buker je bone ta ase(Keel Bone) tar upor theke anus(vent) borabor fore finger dia agute hobe.Bone tar ending a 2 small thin bones will come together in a “V”.If you can fit a small finger between where they come together, you have a hen(this is where the egg passes). If they are only 1cm-2cm apart, you have a cock. Older hens and cocks are easier to sex this way-it doesn’t work well with the chicks.

    General Technique:1)Observe the behaviour.Male are more aggresive then female.
    2)Male dance and drag their tail feather on the ground.Female will not.
    3)Male pigeon will sit on the nest in the morning, until around mid-afternoon. Female pigeons take over nest tending later in the day.
    4)Watch a pair of pigeons mate. As with most animals, the male pigeon will position himself on top of the female, making it easy to distinguish the two sexes.

    I hope you will got the answer.Thanks and welcome to Vetsbd-A glorious gathering of Veterinary Doctors.

    • আমি অভিভুত হয়ে গেলাম, এত তাড়াতাড়ি উওর পেলাম যে নিজেকেই বিশ্বাস করতে পারছি না।
      আপনার উওরটি আমি কপি করে রেখে দিলাম, খুব সুন্দর ভাবে বিস্তারিত বলার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।আপনারা সকলেই বড় হৃদয়ের মানুষ । আপনাদের vetsbd.com সাইটটি আরও সমৃদ্ধ হোক এই কামনাই করি, সামনের দিকে এগিয়ে চলুন, আপনাদের দলগত প্রচেষ্টা সফল থেকে সফলতম এবং সফলতর দিকে এগিয়ে চলুক। শুভেচ্ছা রইল___

  6. দারুণ একটা জিনিষ তো! ভাই একজোড়া কেনার ইচ্ছা রইলো।

  7. ফোনে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ

  8. থ্যাংকস ভেটসবিডি – সুন্দর সময় উপযোগী এই আর্টিকেলটির জন্য। কবুতর প্রজনন ও বাচ্চা বিক্রি তরুণদের কাছে ইদানিং আকর্ষণীয় হয়ে উঠেছে দুটি কারণে – [১] সখ মিটানো ও [২] অর্থ উপার্জন। লেখাপড়া বা অন্য পেশার পাশাপাশি তারা বাড়তি অর্থ উপার্জন করতে পারে। এ ক্ষেত্রে ভেটসরা তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট পিজিওন ফার্ম মালিকদের যোগাযোগ রয়েছে – তাঁরা তাঁদের সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলেন, টেকনিক্যাল অ্যাডভাইস ও সমাধান চান। আমরা ভেটসরা সকলে মিলে এই সম্ভাবনাময় পিজিওন ফারমিং সেক্টরকে সহায়তা করে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করতে পারি।

  9. নতুন খামার করতে চাই, তাই এ ধরনের তথ্য পেয়ে ভাল লাগছে।

  10. মোঃ রফিকুল ইসলাম সোহেল

    আমি প্রায় ২০ বছর হলো কবুতর পুষি দেশী জাতের, তবে গত দুই বছর হলো লাল, হলুদ ও কালো জাতের সিরাজি এবং সাদা জাতের এক জোরা লাক্ষ্যা পালন করছি ওরা বাচ্চা দিচ্ছে। আমার ইচ্ছে আছে খামার করব ক্ন্তি রোগ বলাই এর জন্য ভাবনা হয় । রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পরা মর্শ পেলে উপকৃত হতাম। আমার বাড়ি পাবনা জেলার সাথিয় থানায়। আমি একটি এন জিওতে চাকুরী করি।উল্লেখিত আর্টিকেল টি আমার খুবই ভাল লেগেছে।

  11. আমার মনে হয় কবুতর এর খামারীদের ঋন দানে সরকার উসাহিত করলে দেশ থেকে প্রতি বৎসর বিদেশে কবুতর রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আয় হতে এবং সমাজে মাদকের মত হিংস্য অভিশাপ থকে হাজার হাজার যুব সমাজ রক্ষা পেতে
    ধন্যবাদ……………………….

  12. এই আর্টিকেলটি অন্য আরেক জায়গায় পড়েছি বলে মনে হচ্ছে। সেটিও কি আপনি লিখেছিলেন? লিংটি খুজে পেলে পরবর্তিতে জানাব।

  13. amar kobotor er nissaser shathe kop ar sobdo hoy..kichu khaiteche na..plz.ki khaoale valo hobe?

  14. ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম। আমাদের টাংগাইলে কবুতরের অত্যাধিক দাম, ১ জোড়া ভাল কালারিং দেশী কিনতে হয় ৮০০১০০০ টাকায়, যাহোক ডাক্তার সাহেব আমার কবুতরগুলো ওজন কম, ওজন বাড়াতে পারি কিভাবে? জানাবেন প্লীজ।

  15. ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম। আমাদের টাংগাইলে কবুতরের অত্-যাধিক দাম, ১ জোড়া ভাল কালারিং দেশী কিনতে হয় ৮০০১০০০ টাকায়, যাহোক ডাক্তার সাহেব আমার কবুতরগুলো ওজন কম, ওজন বাড়াতে পারি কিভাবে? জানাবেন প্লীজ।

  16. Assalamualaikum,asa kori apnara valoa cen..??…Ami kobutor palon korte cai.Ami eti lalon palon er bepare onek article i poreci,akhon amar kicu ques ace ja ami apnader kace jigges korte cai.Asa kori apnader kach theke ans pabo.
    1.Ami kobutor basay,iron er cage e palon korte cai,So,ai khetre adorso map ki hote pare cage r??
    2.Khacay ki desi kobutor lalon palon kora jabe…??….Banizzik vabe,Sudhu bacca bazare bikri r uddhese lalon palon korte cile,kon jater kobutor pala valo hobe…??khacay desi palon korle ki tate prozonon ba onnano kono somossa hote pare??

    Asa kori ans pabo.Thank You.

  17. আমার দুই টা সাদা লাক্ষা কবুতর আছে। কয়েকদিন ধরে পায়খানার সাথে পানি বের হচ্ছে, আমি এখন কি করতে পারি??

  18. Ami kisu din holo kobutor pala suru kore tai ami kisu buji na.
    amar kobutor choke batha paise fula gase r chokhdea pani pore ami akhon ki korb?

  19. কবুতর আমার খুব প্রিয় পাখি,দাম টা একটু বেশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.