হাজী মোঃ দানেশ বিঃ ও প্রঃ বিশ্বঃ (হাবিপ্রবি ) এর মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ভেটেরিনারি স্টূডেন্ট ফেডারেশন ( BVSF ) এর সাধারন সম্মাদক ও বাংলাদেশ ছাত্রলীগের হাবিপ্রবির সহ সভাপতি ফাহিম মাহফুজ বিপুলের হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালী বিঃ ও প্রঃ বিশ্বঃ এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে ( বরিশাল কাম্পাস ) তাৎক্ষনিক এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বিপুলের মৃত্যুর খবর কাম্পাস এ আসা মাত্র সকল ছাত্র ছাত্রী বিক্ষোভ এ ফেটে পড়ে , এবং এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় , অশ্রুসিক্ত হয়ে পড়ে অনেকে । এর পর এক বিশাল বিক্ষোভ মিছিল কাম্পাসের মেইন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয় । এরপর এক আলচোনা সভার শুরুতে বিপুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয় , এরপর বক্তব্য দেন মো ঃ মসিউর রহমান , রকিবুল ইসলাম, খলিলুর রহমান, বিশ্বজিত ঘোষ, প্রমুখ । বক্তারা বিপুল ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবি জানান, অবিলম্বে খুনীদের ফাসির দাবি জানান এবং বলেন ভেটেরিনারী পেশার উন্নয়নে তার ভুমিকা অতুলনীয় , আরো বলেন আমরা আজ এক মেধাবী ভেটেরিনারিয়ান কে হারালাম, বক্তারা আরো জানান আগামিকাল কালো ব্যাচ ধারন করা হবে ।
বিষয়বস্তুডাঃ বিপুল ডাঃ বিপুল হত্যা হাবিপ্রবি
এটাও দেখতে পারেন
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …